নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি-পুলিশের সংঘর্ষ ও পরবর্তী হরতালে দলটি এ পর্যন্ত ২৬টি গাড়ি পুরোপুরি ভস্মীভূত করেছে বলে জাতীয় সংসদে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তারা ভাঙচুর করেছে। আমাদের পুলিশ বাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে কর্তব্য পালন করছেন।’
আজ রোববার জাতীয় সংসদে ২৮ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি। শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনার স্থিরচিত্র সংসদে দেখান স্বরাষ্ট্রমন্ত্রী।
২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে আগে ও পরে সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবার মনে হয় সেই ধরনের ঘটনা ঘটানোর জন্য এগুলো একের পর এক করে যাচ্ছে।’
বিএনপি অসাংবিধানিক বিষয় নিয়ে জনসমাগম করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা তাদের একটি মাঠে যেতে বলেছিলাম। কিন্তু তারা যায়নি। তাদের দলের কার্যালয়ের সামনে করতে চেয়েছিল। তারা নাইটিঙ্গেলের মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত অবস্থান করবে বলে আমাদের জানিয়েছিল। এর মধ্যে তারা থাকবেন।’
২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাওয়া নারী কর্মীদের ওপর বিএনপি হামলা করেছে বলেও দাবি করেন মন্ত্রী।
আওয়ামী লীগের নারী কর্মীদের পুলিশ উদ্ধার করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের সরিয়ে দেওয়ার সময়ে প্রধান বিচারপতির বাসায় তারা জোর করে ঢুকে গেল। এই ধরনের ঘটনা কোনো দিন আমরা দেখিনি। আমরা অবাক বিস্ময়ে দেখলাম। তখন বাধ্য হয়ে পুলিশ তাদের ওখান থেকে ডেসপ্যাচ করল। তারা আইডিবি ভবনে ঢুকে ওখানকার গাড়িগুলোতে অগ্নিসংযোগ করল। সেখানে ভাঙচুর করল।’
তিনি বলেন, জাজেজ কমপ্লেক্সে স্থাপিত আধুনিক সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলল। তাদের উদ্দেশ্য এটাই ছিল যে তারা তাণ্ডব করবে। আর এই তাণ্ডবের যেন কোনো সাক্ষী না থাকে সে জন্য সিসি ক্যামেরাগুলো বিনষ্ট করে দিয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেছিল উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনী যখন তাদের নাইটিঙ্গেল মোড়ে নিয়ে যেতে সক্ষম হলো তখন দেখলাম পুলিশ সদস্যের ওপর বৃষ্টির মতি ঢিল ছুড়ল। এটা চোখে না দেখলে অনুমান করা যাবে না। মনে হয়েছিল তারা ব্যাগে করে ইট পাটকেল নিয়ে এসেছে।
সংঘর্ষের ঘটনার সময় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ছিল না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই ঢিলের আঘাতে একজন পুলিশ সদস্য পড়ে গিয়েছিল। দেখলাম ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে পেটাচ্ছে। এখানেই ক্ষান্ত হয়নি, পুলিশ হাসপাতালে যেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়, আহত রোগীরা চিকিৎসা নিচ্ছিলেন সেখানেও হামলা।
বিএনপি নেতা-কর্মীরা শুধু পুলিশ নয় সংবাদ কর্মীদের ওপরও চড়াও হয়েছিল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বেধড়ক পেটানো হয়েছিল। তারাও পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল। একজন পথচারীও সেখানে সেবা নিতে গিয়েছিল। সেই সময় পুলিশ হাসপাতালে ঢুকে বর্বরোচিত হামলা সেখানে করল। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ভাঙচুর করল। সেবিকাদের মারপিট করল। সামনে যা পেল তাই ভাঙচুর করল। এ ধরনের তাণ্ডব মনে হয় কোনো সভ্য জগতে দেখা যায় না।
বিএনপির হামলাকে গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলার তুলনা করেন মন্ত্রী। পুলিশের কনস্টেবল নিহত ও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলেও সংসদে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অবাক কথা হচ্ছে তারা পুলিশকে মারল, সাংবাদিক মারল, আমাদের মহিলা লীগের মেয়েদের গায়ে হাত তুলল, তাদের গাড়িতে অগ্নিসংযোগ করল—তারাই আবার হরতাল ডাকল। বিএনপি সারা দেশে নৈরাজ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপি-পুলিশের সংঘর্ষ ও পরবর্তী হরতালে দলটি এ পর্যন্ত ২৬টি গাড়ি পুরোপুরি ভস্মীভূত করেছে বলে জাতীয় সংসদে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তারা ভাঙচুর করেছে। আমাদের পুলিশ বাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে কর্তব্য পালন করছেন।’
আজ রোববার জাতীয় সংসদে ২৮ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি। শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনার স্থিরচিত্র সংসদে দেখান স্বরাষ্ট্রমন্ত্রী।
২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে আগে ও পরে সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবার মনে হয় সেই ধরনের ঘটনা ঘটানোর জন্য এগুলো একের পর এক করে যাচ্ছে।’
বিএনপি অসাংবিধানিক বিষয় নিয়ে জনসমাগম করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা তাদের একটি মাঠে যেতে বলেছিলাম। কিন্তু তারা যায়নি। তাদের দলের কার্যালয়ের সামনে করতে চেয়েছিল। তারা নাইটিঙ্গেলের মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত অবস্থান করবে বলে আমাদের জানিয়েছিল। এর মধ্যে তারা থাকবেন।’
২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাওয়া নারী কর্মীদের ওপর বিএনপি হামলা করেছে বলেও দাবি করেন মন্ত্রী।
আওয়ামী লীগের নারী কর্মীদের পুলিশ উদ্ধার করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের সরিয়ে দেওয়ার সময়ে প্রধান বিচারপতির বাসায় তারা জোর করে ঢুকে গেল। এই ধরনের ঘটনা কোনো দিন আমরা দেখিনি। আমরা অবাক বিস্ময়ে দেখলাম। তখন বাধ্য হয়ে পুলিশ তাদের ওখান থেকে ডেসপ্যাচ করল। তারা আইডিবি ভবনে ঢুকে ওখানকার গাড়িগুলোতে অগ্নিসংযোগ করল। সেখানে ভাঙচুর করল।’
তিনি বলেন, জাজেজ কমপ্লেক্সে স্থাপিত আধুনিক সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলল। তাদের উদ্দেশ্য এটাই ছিল যে তারা তাণ্ডব করবে। আর এই তাণ্ডবের যেন কোনো সাক্ষী না থাকে সে জন্য সিসি ক্যামেরাগুলো বিনষ্ট করে দিয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেছিল উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনী যখন তাদের নাইটিঙ্গেল মোড়ে নিয়ে যেতে সক্ষম হলো তখন দেখলাম পুলিশ সদস্যের ওপর বৃষ্টির মতি ঢিল ছুড়ল। এটা চোখে না দেখলে অনুমান করা যাবে না। মনে হয়েছিল তারা ব্যাগে করে ইট পাটকেল নিয়ে এসেছে।
সংঘর্ষের ঘটনার সময় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ছিল না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই ঢিলের আঘাতে একজন পুলিশ সদস্য পড়ে গিয়েছিল। দেখলাম ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে পেটাচ্ছে। এখানেই ক্ষান্ত হয়নি, পুলিশ হাসপাতালে যেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়, আহত রোগীরা চিকিৎসা নিচ্ছিলেন সেখানেও হামলা।
বিএনপি নেতা-কর্মীরা শুধু পুলিশ নয় সংবাদ কর্মীদের ওপরও চড়াও হয়েছিল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বেধড়ক পেটানো হয়েছিল। তারাও পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল। একজন পথচারীও সেখানে সেবা নিতে গিয়েছিল। সেই সময় পুলিশ হাসপাতালে ঢুকে বর্বরোচিত হামলা সেখানে করল। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ভাঙচুর করল। সেবিকাদের মারপিট করল। সামনে যা পেল তাই ভাঙচুর করল। এ ধরনের তাণ্ডব মনে হয় কোনো সভ্য জগতে দেখা যায় না।
বিএনপির হামলাকে গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলার তুলনা করেন মন্ত্রী। পুলিশের কনস্টেবল নিহত ও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলেও সংসদে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অবাক কথা হচ্ছে তারা পুলিশকে মারল, সাংবাদিক মারল, আমাদের মহিলা লীগের মেয়েদের গায়ে হাত তুলল, তাদের গাড়িতে অগ্নিসংযোগ করল—তারাই আবার হরতাল ডাকল। বিএনপি সারা দেশে নৈরাজ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের মালিকানাধীন জমি এবং রেললাইন সংলগ্ন এলাকায় রেলওয়ের অনুমতি ব্যতীত পশুর হাট বসানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে...
৬ মিনিট আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে দায়িত্ব হস্তান্তরের পর জরুরি ভিত্তিতে দেশে ফেরার আদেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তাঁর মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম...
২ ঘণ্টা আগেবাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীরা দুই দিন কর্মবিরতি পালন করবেন। আজ শুক্রবার বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে