Ajker Patrika

ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা কার্যক্রম স্থগিত, অপেক্ষার পরামর্শ

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১: ১৪
ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা কার্যক্রম স্থগিত, অপেক্ষার পরামর্শ

ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, মার্কিন দূতাবাস বর্তমানে নিয়মিত কনস্যুলার সার্ভিস পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আপনার যদি সামনে কোনো ভিসা অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে তাহলে কনস্যুলার সার্ভিস চালুর পর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন। অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেরিয়ে গেল পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি আবেদন করতে পারবেন।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে ঢাকায় বাংলাদেশ দূতাবাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত