Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ, আপিলে যাবে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২২: ৩২
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ, আপিলে যাবে শিক্ষা মন্ত্রণালয়

তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশে প্রয়োজনে আপিল বিভাগে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলবে, কখন বন্ধ থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের। উচ্চ আদালত কিছু-কিছু বিষয়ে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দেওয়ার এখতিয়ার আছে। তবে যার-যার এখতিয়ার, সেখানেই সীমাবদ্ধ থাকাটা সমীচীন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে হাইকোর্টের আদেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চ আদালতের কিছু-কিছু বিষয়ে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দেওয়ার এখতিয়ার আছে। তবে যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটা সাংবিধানিক অধিকার আছে, সেখানে এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, আমরা অবশ্যই সেটি তার ওপরের আদালতে আপিল বিভাগে নিয়ে যাব। এ বিষয়ে যার-যার এখতিয়ার, সেখানেই সীমাবদ্ধ থাকাটাকে সমীচীন বলে মনে করি।’

গতকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অনেক শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়েছেন—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিল তাও দেখার বিষয়। স্কুল গরমের জন্য বিপজ্জনক, আর মাঠ-ঘাট নয়? যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারতো কোনো কারণ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...