Ajker Patrika

সাবেক এমপি আউয়াল ও তাঁর স্ত্রীর নামে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। ছবি: সংগৃহীত
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। ছবি: সংগৃহীত

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী মিসেস লায়লা পারভীনের নামে পৃথক দুটি চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন তাঁদের নামে চার্জশিট অনুমোদন দিয়েছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সাবেক এই এমপি ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের নামে পৃথক দুটি মামলা করে দুদক। দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল ও তাঁর স্ত্রীর নামে ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে তাঁর স্ত্রী মিসেস লায়লা পারভীনের বিরুদ্ধে অনুমোদন হওয়া চার্জশিটে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৯০ লাখ ৬২ হাজার ৬৩৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত