Ajker Patrika

আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ২১: ২৯
আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার যাত্রীবাহী রেল যোগাযোগ। ২৯ মে কলকাতা থেকে বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছাড়বে মৈত্রী এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেস চালু হবে আগামী ১ জুন থেকে। সেদিন ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে মিতালি। 

বুধবার ভারতের পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দুই বছরেরও বেশি সময় পর চালু হতে যাওয়া মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস উভয় দেশের যাত্রীদের আবারও আকৃষ্ট করবে প্রত্যাশা উভয় দেশের রেল কর্মকর্তাদের। 

এর আগে, ২০২১ সালের ২৭ মার্চ ঢাকা ক্যান্টনমেন্ট এবং নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রা শুরু করে মিতালি এক্সপ্রেস। তবে যাত্রী পরিবহন শুরু হবে ১ জুন থেকে শুরু হবে। এ লক্ষ্যে উভয় দেশেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 

কলকাতা স্টেশন থেকে পেট্রাপোল-বেনাপোল হয়ে সরাসরি খুলনা যায় বন্ধন। মৈত্রী যায় কলকাতা থেকে গেদে-দর্শনা হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে। মাঝপথে কোনো বিরতি না থাকায় ট্রেন দুটিই খুব জনপ্রিয় ছিল যাত্রীদের মাঝে। 

শিগগিরই বিজ্ঞপ্তি জারি করে টিকিট বিক্রি করা শুরু হবে বলে জানিয়েছেন উভয় দেশের রেল কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত