Ajker Patrika

ইইউ প্রতিনিধিদলের বৈঠকের সময় বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮: ০৬
ইইউ প্রতিনিধিদলের বৈঠকের সময় বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ 

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এর আগে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন চারজন।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালীন আমাদের আরপিও, ফৌজদারি ও দেওয়ানি আইন এবং নাগরিকের অধিকার সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা। জানতে চেয়েছেন এই আইনগুলো কীভাবে প্রয়োগ হয়।’ তাঁরা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, ‘আমার সঙ্গে শুধু এই আইনগুলো সম্পর্কে বলেছেন।’

বৈঠক চলাকালীন এবং প্রতিনিধিদল বের হয়ে যাওয়ার সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রতিনিধিদল বের হয়ে চলে যাওয়ার সময় বিক্ষোভের কারণে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা’,  ‘উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, ডিএসএ ইজ আ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিনিধিদলকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। পরে প্রতিনিধিদলের গাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ করতে করতে সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত যান বিএনপিপন্থী আইনজীবীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত