নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন চারজন।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালীন আমাদের আরপিও, ফৌজদারি ও দেওয়ানি আইন এবং নাগরিকের অধিকার সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা। জানতে চেয়েছেন এই আইনগুলো কীভাবে প্রয়োগ হয়।’ তাঁরা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, ‘আমার সঙ্গে শুধু এই আইনগুলো সম্পর্কে বলেছেন।’
বৈঠক চলাকালীন এবং প্রতিনিধিদল বের হয়ে যাওয়ার সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রতিনিধিদল বের হয়ে চলে যাওয়ার সময় বিক্ষোভের কারণে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, ডিএসএ ইজ আ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিনিধিদলকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। পরে প্রতিনিধিদলের গাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ করতে করতে সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত যান বিএনপিপন্থী আইনজীবীরা।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন চারজন।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালীন আমাদের আরপিও, ফৌজদারি ও দেওয়ানি আইন এবং নাগরিকের অধিকার সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা। জানতে চেয়েছেন এই আইনগুলো কীভাবে প্রয়োগ হয়।’ তাঁরা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, ‘আমার সঙ্গে শুধু এই আইনগুলো সম্পর্কে বলেছেন।’
বৈঠক চলাকালীন এবং প্রতিনিধিদল বের হয়ে যাওয়ার সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রতিনিধিদল বের হয়ে চলে যাওয়ার সময় বিক্ষোভের কারণে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, ডিএসএ ইজ আ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিনিধিদলকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। পরে প্রতিনিধিদলের গাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ করতে করতে সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত যান বিএনপিপন্থী আইনজীবীরা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন, যেখানে কোনো বেওয়ারিশ লাশ থাকবে না। তিনি বলেছেন, ‘এমন এক সমাজ চাই, যেখানে বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের লক্ষ্যও সেটি।’
৪ ঘণ্টা আগেচলতি বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোহিঙ্গা সংকট, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে, মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগেব্রাজিলের ন্যাশনাল হাইকোর্টের (এসটিজে) প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (৩ মার্চ) আগারগাঁওয়ের...
৪ ঘণ্টা আগে