নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) সংশোধিত নাম ও কাঠামো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ নামে নতুন এ কাঠামো থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দেওয়া হয়েছে।
সংশোধিত প্রস্তাবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সভায় সভাপতিত্ব করবেন নিম্ন কক্ষের স্পিকার। আর কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী, নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি (আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন), প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন কর্মকর্তা।
এদিকে বুধবার ১১টার পরে শুরু হওয়া সংলাপে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংশোধিত প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
প্রস্তাবটি উপস্থাপন করে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, অ্যাটর্নি জেনারেল ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ নতুন কমিটির হাতে থাকবে না। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সময় এ কমিটির কার্যকারিতা থাকবে না।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে এনসিসির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনী তথা প্রতিরক্ষা বাহিনী নিয়োগ করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও যার কার্যকারিতা থাকার কথা ছিল। রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে সরে আসল কমিশন।
বিএনপি শুরু থেকেই এনসিসির বিষয়ে দ্বিমত প্রকাশ করেছিল। আলোচনার শুরুতেই সংশোধিত প্রস্তাবেও দলটি একমত নয় বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
এখন পর্যন্ত বিএনপি ছাড়া দ্বিমত পোষণ করেছে এনডিএম। ঐকমত্য প্রকাশ করেছে— এলডিপি, সিপিবি, বাসদ, এবি পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রস্তাবটি নিয়ে আরও আলোচনা হবে আজকের আলোচনায়।
কমিশনের প্রাথমিক প্রস্তাবে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামজিক সুবিচার ও গণতন্ত্র’ প্রস্তাব করেছিল। নতুন করে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি মূলনীতিতে যুক্ত করার প্রস্তাব করে কমিশন, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা আলোচনা করবেন।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) করার প্রস্তাব করে। যার সদস্য হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের স্পিকার, বিরোধী দল মনোনীত উচ্চকক্ষের ডেপুটি স্পিকার এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলগুলোর একজন প্রতিনিধির নাম প্রস্তাব করেছিল। বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
অন্যদিকে জামায়াত রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার প্রস্তাব করে। কয়েকটি দল এনসিসির বিকল্প নাম ও কাঠামো দেওয়ার প্রস্তাব করে। এরই পরিপ্রেক্ষিতে সংশোধিত নতুন নামের প্রস্তাব করে কমিশন, যা রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হবে।
আরও খবর পড়ুন:
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) সংশোধিত নাম ও কাঠামো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ নামে নতুন এ কাঠামো থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দেওয়া হয়েছে।
সংশোধিত প্রস্তাবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সভায় সভাপতিত্ব করবেন নিম্ন কক্ষের স্পিকার। আর কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী, নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি (আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন), প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন কর্মকর্তা।
এদিকে বুধবার ১১টার পরে শুরু হওয়া সংলাপে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংশোধিত প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
প্রস্তাবটি উপস্থাপন করে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, অ্যাটর্নি জেনারেল ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ নতুন কমিটির হাতে থাকবে না। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সময় এ কমিটির কার্যকারিতা থাকবে না।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে এনসিসির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনী তথা প্রতিরক্ষা বাহিনী নিয়োগ করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও যার কার্যকারিতা থাকার কথা ছিল। রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে সরে আসল কমিশন।
বিএনপি শুরু থেকেই এনসিসির বিষয়ে দ্বিমত প্রকাশ করেছিল। আলোচনার শুরুতেই সংশোধিত প্রস্তাবেও দলটি একমত নয় বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
এখন পর্যন্ত বিএনপি ছাড়া দ্বিমত পোষণ করেছে এনডিএম। ঐকমত্য প্রকাশ করেছে— এলডিপি, সিপিবি, বাসদ, এবি পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রস্তাবটি নিয়ে আরও আলোচনা হবে আজকের আলোচনায়।
কমিশনের প্রাথমিক প্রস্তাবে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামজিক সুবিচার ও গণতন্ত্র’ প্রস্তাব করেছিল। নতুন করে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি মূলনীতিতে যুক্ত করার প্রস্তাব করে কমিশন, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা আলোচনা করবেন।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) করার প্রস্তাব করে। যার সদস্য হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের স্পিকার, বিরোধী দল মনোনীত উচ্চকক্ষের ডেপুটি স্পিকার এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলগুলোর একজন প্রতিনিধির নাম প্রস্তাব করেছিল। বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
অন্যদিকে জামায়াত রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার প্রস্তাব করে। কয়েকটি দল এনসিসির বিকল্প নাম ও কাঠামো দেওয়ার প্রস্তাব করে। এরই পরিপ্রেক্ষিতে সংশোধিত নতুন নামের প্রস্তাব করে কমিশন, যা রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হবে।
আরও খবর পড়ুন:
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর...
১ সেকেন্ড আগেকাতার থেকে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
৩ ঘণ্টা আগেগণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বানাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এই বরাদ্দ কোনো দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয়পদ্ধতিতে দেওয়া হয়েছে, যা পেয়েছে মের্সাস শুভ্রা টেডার্স ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
৩ ঘণ্টা আগেসভায় নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া প্রসঙ্গে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে শিরীন পারভীন হক বলেন, ‘নারী কমিশনকে বিভিন্ন জায়গা থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। তার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটা। আমরা তাদের অ্যাপ্রোচ করেছিলাম। তারা বলেছে, অনেক দিন হয়ে গেছে, এখন আর নতুন করে হবে না।
৩ ঘণ্টা আগে