Ajker Patrika

রমা চৌধুরীর ৮১তম জন্মবার্ষিকী আজ

অনালাইন ডেস্ক
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯: ৩৩
রমা চৌধুরীর ৮১তম জন্মবার্ষিকী আজ

একাত্তরে নির্যাতিত, লেখক, বীরাঙ্গনা রমা চৌধুরীর জন্মদিন আজ। ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজ তাঁর ৮১তম জন্মবার্ষিকী।

তিন বছর বয়সে বাবা রোহিনী চৌধুরী মারা গেলে মা মোতিময়ী চৌধুরী রমা চৌধুরীকে বড় করেন। পরে উচ্চমাধ্যমিকে পড়ার সময় তিনি শুরু করেন স্কুলে শিক্ষকতা। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন রমা। এরপর মাত্র ২০ বছর বয়সে কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।

একাত্তরের যুদ্ধ অন্য অনেকের মতো রমা চৌধুরীর জীবনেও টেনে আনে ভয়াবহ দুঃসময়। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে পুকুরে লুকিয়ে থাকতে হয় তাঁকে। সে সময় হানাদাররা গানপাউডার দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এই ভয়াবহ স্মৃতি তাঁকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে। এই দুঃসহ স্মৃতি নিয়ে লিখেছেন আত্মজীবনীমূলক বই ‘একাত্তরের জননী’। সেখানে লিখেছেন, ‘আমার এই জীবন, যা ছিল কুসুমাস্তীর্ণ এক সম্ভাবনার অবিরল ধারা, সেই কুসুমকোমল জীবনাধারে অতর্কিতে যে কণ্টক বিষ বিঁধেছিল, তা আমাকে করেছে বিবর্ণ, বিপর্যস্ত এবং বিধ্বস্ত। …তবু, এই জীবন আমি ভালোবাসি। ভালোবাসি আমি আমার বাংলা মাকে। বাংলা ভাষাকে এবং বাংলাদেশকে।’ 

নিজের সন্তানেরা মাটির বুকে শুয়ে আছেন বলে জীবনের বেশির ভাগ সময় রমা চৌধুরী জুতা পরেননি। এই জগৎ সংসারের যাবতীয় সুখের সঙ্গে ছিল না তাঁর কোনো যোগাযোগ। বেশির ভাগ সময় অর্থকষ্টে থাকলেও কখনো কারও কাছে মাথা নিচু করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দেখা করতে গেলেও সহযোগিতা নিতে অস্বীকার করেন। 

বই ফেরি করে বিক্রি করা রমা চৌধুরী নিজের লেখা বই ১৮টি। নারী উন্নয়নে অবদান রাখার জন্য ২০১৮ সালে মরণোত্তর বেগম রোকেয়া পদক পান তিনি। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমা চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত