নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনা টিকা জটিলতায় দেশে আটকে আছে ৫০ হাজার প্রবাসী। টিকা ছাড়া যেসব প্রবাসী মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তাঁদের হোটেল কোয়ারেন্টিন ও উড়োজাহাজ টিকিটে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার টাকা গুনতে হচ্ছে। এতে আটকে পড়া ৫০ হাজার প্রবাসী শ্রমিকদের বাড়তি খরচ হচ্ছে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা।
আজ বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সদস্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় প্রবাসীদের বাড়তি ব্যয় কমাতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ৪৫ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার প্রবাসী কর্মীদের পাঠানো। বর্তমান শ্রম বাজারে একমাত্র সৌদি আরব ছাড়া সকল দেশে করোনার কারণে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। করোনা মহামারির জন্য সৌদি সরকার তাদের দেশে সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন কিছু নিয়ম চালু করেছে। বিদেশগামী কর্মীরা অবশ্যই করোনা টিকা দেওয়ার সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
অন্যথায় তাদেরকে বাধ্যতামূলক ৭ দিনের ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে, যার খরচ প্রায় ৭০-৮০ হাজার টাকা। এ ছাড়া তিনগুণ বাড়তি টাকা দিয়ে বিমানের টিকিট কাটতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের করোনা টিকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় এবং বিমানের টিকিট মূল্য যেন সহনশীল পর্যায়ে থাকে।'
বায়রার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (রিক্রুটিং এজেন্সি) স্বত্বাধিকারী ফখরুল ইসলাম বলেন, 'করোনা টিকার ব্যবস্থা করা গেলে, বর্তমানে ফ্লাইটের জন্য অপেক্ষারত প্রায় ৫০ হাজার কর্মীর সৌদি আরবের হোটেল কোয়ারেন্টিন বাবদ জন প্রতি প্রায় ৭০-৮০ হাজার টাকার অতিরিক্ত খরচ থেকে বাঁচবে। এতে বিদেশগামী কর্মী এবং কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো অনেক বিড়ম্বনা থেকে রেহাই পাবে।'
ঢাকা: করোনা টিকা জটিলতায় দেশে আটকে আছে ৫০ হাজার প্রবাসী। টিকা ছাড়া যেসব প্রবাসী মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তাঁদের হোটেল কোয়ারেন্টিন ও উড়োজাহাজ টিকিটে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার টাকা গুনতে হচ্ছে। এতে আটকে পড়া ৫০ হাজার প্রবাসী শ্রমিকদের বাড়তি খরচ হচ্ছে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা।
আজ বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সদস্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় প্রবাসীদের বাড়তি ব্যয় কমাতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ৪৫ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার প্রবাসী কর্মীদের পাঠানো। বর্তমান শ্রম বাজারে একমাত্র সৌদি আরব ছাড়া সকল দেশে করোনার কারণে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। করোনা মহামারির জন্য সৌদি সরকার তাদের দেশে সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন কিছু নিয়ম চালু করেছে। বিদেশগামী কর্মীরা অবশ্যই করোনা টিকা দেওয়ার সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
অন্যথায় তাদেরকে বাধ্যতামূলক ৭ দিনের ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে, যার খরচ প্রায় ৭০-৮০ হাজার টাকা। এ ছাড়া তিনগুণ বাড়তি টাকা দিয়ে বিমানের টিকিট কাটতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের করোনা টিকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় এবং বিমানের টিকিট মূল্য যেন সহনশীল পর্যায়ে থাকে।'
বায়রার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (রিক্রুটিং এজেন্সি) স্বত্বাধিকারী ফখরুল ইসলাম বলেন, 'করোনা টিকার ব্যবস্থা করা গেলে, বর্তমানে ফ্লাইটের জন্য অপেক্ষারত প্রায় ৫০ হাজার কর্মীর সৌদি আরবের হোটেল কোয়ারেন্টিন বাবদ জন প্রতি প্রায় ৭০-৮০ হাজার টাকার অতিরিক্ত খরচ থেকে বাঁচবে। এতে বিদেশগামী কর্মী এবং কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো অনেক বিড়ম্বনা থেকে রেহাই পাবে।'
তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
৩ মিনিট আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের ব্যবহৃত জিনিসপত্র গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ লক্ষ্যে একটি নিলাম কমিটি গঠন করে দিয়েছেন।
২৮ মিনিট আগেমাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। আজ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসীন নকভীর সৌজন্য সাক্ষাৎ
১ ঘণ্টা আগে২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে গভীর রাত পর্যন্ত সময় লাগার ঘটনায় ক্ষুব্ধ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে।
২ ঘণ্টা আগে