ডেস্ক রিপোর্ট
বাংলাদেশিদের জন্য বিনা মূল্যে চালু হয়েছে নেপালের অন-অ্যারাইভাল ভিসা। এ বছরের ২৭ আগস্ট থেকে নেপাল যেতে আগ্রহী পর্যটকদের জন্য হাতে লেখা ভিসার পরিবর্তে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) ব্যবস্থা করেছে নেপাল সরকার। তবে ভিসার আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, প্রয়োজনীয় নথি বা কাগজপত্র জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত রয়েছে বলেও জানানো হয়েছে নেপালের ঢাকার দূতাবাসের পক্ষ থেকে। তাই এখন থেকে নেপালে যেতে চাইলে ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে।
ই-ভিসা আবেদনের নিয়ম
বাংলাদেশিদের জন্য বিনা মূল্যে চালু হয়েছে নেপালের অন-অ্যারাইভাল ভিসা। এ বছরের ২৭ আগস্ট থেকে নেপাল যেতে আগ্রহী পর্যটকদের জন্য হাতে লেখা ভিসার পরিবর্তে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) ব্যবস্থা করেছে নেপাল সরকার। তবে ভিসার আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, প্রয়োজনীয় নথি বা কাগজপত্র জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত রয়েছে বলেও জানানো হয়েছে নেপালের ঢাকার দূতাবাসের পক্ষ থেকে। তাই এখন থেকে নেপালে যেতে চাইলে ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে।
ই-ভিসা আবেদনের নিয়ম
পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
৫ ঘণ্টা আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
২ দিন আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
২ দিন আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
২ দিন আগে