Ajker Patrika

হোটেল বুক করার আগে

ভ্রমণ ডেস্ক, ঢাকা 
হোটেল বুক করার আগে

ভ্রমণে কারও দরকার বিলাসবহুল হোটেলের স্বাচ্ছন্দ্য, আবার কারও ভালো লাগে সারা দিন ঘুরে বেড়াতে। কারওবা দরকার বাজেট হোটেল অথবা হোমস্টে। এসব ঝামেলা কমানোর জন্য ভ্রমণে যাওয়ার আগে অনলাইনে থাকার জায়গার বুক করতে অনেকেই পছন্দ করেন। অনলাইনে হোটেল বুক করার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। 

  •  হোটেলের অবস্থান কোথায়, সেটা প্রথমে জেনে নিন। দর্শনীয় জায়গার আশপাশে হোটেলের জায়গা নির্বাচন করুন। 
  •  দর্শনীয় স্থানগুলোর কাছাকাছি হোটেলে থাকলে ভ্রমণে অনেকটা সময় ও খরচ দুটোই বেঁচে যায়।  
  • ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুককরতে হোটেলের রেটিং দেখে নিন। 
  • হোটেল খোঁজার সময় প্রয়োজনে এমনভাবে ফিল্টার সেট করুন যেন কেবল ৮-এর বেশি রেটিংয়ের হোটেলের সাজেশন আসে। 
  • সার্ভিস নিয়ে নেতিবাচক রিভিউ থাকলে সেই হোটেল বুক করার ঝুঁকি নেওয়া উচিত নয়। 
  • হোটেলে ঢুকতে যেন বিড়ম্বনায় পড়তে না হয় সে বিষয়ে আগে থেকে জেনে নিন। 
  • জেনে নিতে হবে, হোটেলে ২৪ ঘণ্টা সার্ভিস আছে কি না। 
  • রিলাক্স ভ্রমণের জন্য সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে চান। 
  • হোটেল বুক করার আগে ফিটনেস সেন্টার, সুইমিংপুল বা রেস্টুরেন্টের সুবিধা সম্পর্কে জেনে নিন। 
  • খাদ্যরসিকেরা খাবারের ব্যাপারেও জেনে নিতে পারেন ভালোভাবে। 
  • হোটেলের নিজস্ব ডাইনিং আছে কি না তা জেনে নিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত