ডেস্ক রিপোর্ট
ভারত সাগরের মুক্তা বলা হয় শ্রীলঙ্কাকে। ছোট্ট এই দ্বীপদেশটি প্রাচীন সভ্যতা, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত, পর্বত এবং রাবার ও চা-বাগানের জন্য সুপরিচিত। শুধু প্রকৃতি নয়, এখানে দেখা মিলবে পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের শাসনামলের ঔপনিবেশিক স্থাপত্য। যাঁরা ঈদ ভ্রমণের তালিকায় রেখেছেন এই দেশ, তাঁদের জন্য অবশ্য দ্রষ্টব্য ৫টি জায়গার তালিকা রইল।
ঐতিহ্য উপভোগ করতে চাইলে চলে যেতে হবে রাজধানী কলম্বোয়। এখানে আকর্ষণীয় স্থাপত্যের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্য, আকাশচুম্বী ভবন আর শহুরে উদ্যান। জামি উল-আলফা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা আছে এখানে।
রেইনফরেস্ট, চা-বাগান আর হ্রদের শহর ক্যানডি। এখানে দেখা যাবে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউস। এখানে টেম্পল অব দ্য ট্রুথ নামে একটি মন্দিরে সংরক্ষিত আছে বুদ্ধের দাঁত। শ্রীলঙ্কার বৈচিত্র্যময় উৎসব এসালা পেরাহেরা প্রতিবছরের আগস্টে ক্যানডিতেই অনুষ্ঠিত হয়।
‘মেঘের প্রাসাদ’ নামে পরিচিত সিগিরিয়া আসলে ১৮০ মিটার উঁচু এক পাথরখণ্ডের চূড়া। এই ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দেখা যাবে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখা যাবে পাথরের দেয়ালে সন্ন্যাসীদের আঁকা প্রাচীন শিল্প।
এ দেশে সমুদ্র দেখতে হলে চলে যেতে হবে মিরিসার দিকে। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সেখানে নীল তিমি দেখার সুযোগ থাকে।
সংস্কৃতির খোঁজ পেতে চাইলে যেতে হবে অনুরাধাপুরা ও পোলোনারুওয়া শহরে। অনুরাধাপুরা পরিত্যক্ত প্রাচীন শহর। প্রাচীন রাজপ্রাসাদ ও অন্যান্য রাজকীয় স্থাপনার জন্য পোলোনারুওয়া পর্যটকদের কাছে প্রসিদ্ধ।
ভারত সাগরের মুক্তা বলা হয় শ্রীলঙ্কাকে। ছোট্ট এই দ্বীপদেশটি প্রাচীন সভ্যতা, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত, পর্বত এবং রাবার ও চা-বাগানের জন্য সুপরিচিত। শুধু প্রকৃতি নয়, এখানে দেখা মিলবে পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের শাসনামলের ঔপনিবেশিক স্থাপত্য। যাঁরা ঈদ ভ্রমণের তালিকায় রেখেছেন এই দেশ, তাঁদের জন্য অবশ্য দ্রষ্টব্য ৫টি জায়গার তালিকা রইল।
ঐতিহ্য উপভোগ করতে চাইলে চলে যেতে হবে রাজধানী কলম্বোয়। এখানে আকর্ষণীয় স্থাপত্যের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্য, আকাশচুম্বী ভবন আর শহুরে উদ্যান। জামি উল-আলফা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা আছে এখানে।
রেইনফরেস্ট, চা-বাগান আর হ্রদের শহর ক্যানডি। এখানে দেখা যাবে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউস। এখানে টেম্পল অব দ্য ট্রুথ নামে একটি মন্দিরে সংরক্ষিত আছে বুদ্ধের দাঁত। শ্রীলঙ্কার বৈচিত্র্যময় উৎসব এসালা পেরাহেরা প্রতিবছরের আগস্টে ক্যানডিতেই অনুষ্ঠিত হয়।
‘মেঘের প্রাসাদ’ নামে পরিচিত সিগিরিয়া আসলে ১৮০ মিটার উঁচু এক পাথরখণ্ডের চূড়া। এই ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দেখা যাবে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখা যাবে পাথরের দেয়ালে সন্ন্যাসীদের আঁকা প্রাচীন শিল্প।
এ দেশে সমুদ্র দেখতে হলে চলে যেতে হবে মিরিসার দিকে। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সেখানে নীল তিমি দেখার সুযোগ থাকে।
সংস্কৃতির খোঁজ পেতে চাইলে যেতে হবে অনুরাধাপুরা ও পোলোনারুওয়া শহরে। অনুরাধাপুরা পরিত্যক্ত প্রাচীন শহর। প্রাচীন রাজপ্রাসাদ ও অন্যান্য রাজকীয় স্থাপনার জন্য পোলোনারুওয়া পর্যটকদের কাছে প্রসিদ্ধ।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১০ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে