প্রতিনিধি, থানচি, বান্দরবান
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুমসহ তাজিংডং পর্যটনকেন্দ্র ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছেন, নিরাপত্তার কারণে দুর্গম এ তিনটি খুমে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। তবে নাফাখুম, রেমাক্রী খুম, রাজা পাথর, বংড, তিন্দু মুখ, ডিম পাহাড়, কুমারী ঝরনা, ছাংওঢং ঝরনা, তংমাতুঙ্গী, রংরাংডং, লাংলোক ঝিরি ভ্রমণে কোনো বিধিনিষেধ নেই।
গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যটক পথপ্রদর্শক সমবায় সমিতির সদস্য ও কমিটির নেতাদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। জানা যায়, ২৫ ফেব্রুয়ারি ভেলাখুমে ভ্রমণে যাওয়া ২২ পর্যটককে সশস্ত্র সন্ত্রাসীরা কয়েক ঘণ্টা জিম্মি করে রাখে। সে সময় পর্যটকদের কাছ থেকে নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি স্মার্টফোন ছিনতাই করা হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য স্থানীয় প্রশাসন দুর্গম তিন খুমে ভ্রমণ নিরুৎসাহিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছেন, বান্দরবান জেলার সাত উপজেলার মধ্যে থানচি উপজেলা পর্যটনে সম্ভাবনাময়। জায়গাটির সৌন্দর্য অসাধারণ। ভূমিরূপের কারণে এখনো পর্যটনকেন্দ্রগুলোতে যোগাযোগের ক্ষেত্রে সড়কপথ নির্মাণ করা সম্ভব হয়নি।
নৌপথ কিংবা ট্রেকিং করে যেতে হয়। পর্যাপ্ত বিজিবি ক্যাম্পও নেই সেখানে। কিছু কিছু জায়গায় সড়কে নির্মাণকাজ চলছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে কাঁচা, আরসিসি, ইটের সোলিং বা কার্পেটিং নির্মাণ হয়ে গেলে পর্যটকদের ভ্রমণের কোনো অসুবিধা থাকবে না। তখন সর্বাধিক নিরাপত্তা দিতেও অসুবিধা হবে না। তত দিন ভ্রমণকারীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি।
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুমসহ তাজিংডং পর্যটনকেন্দ্র ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছেন, নিরাপত্তার কারণে দুর্গম এ তিনটি খুমে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। তবে নাফাখুম, রেমাক্রী খুম, রাজা পাথর, বংড, তিন্দু মুখ, ডিম পাহাড়, কুমারী ঝরনা, ছাংওঢং ঝরনা, তংমাতুঙ্গী, রংরাংডং, লাংলোক ঝিরি ভ্রমণে কোনো বিধিনিষেধ নেই।
গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যটক পথপ্রদর্শক সমবায় সমিতির সদস্য ও কমিটির নেতাদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। জানা যায়, ২৫ ফেব্রুয়ারি ভেলাখুমে ভ্রমণে যাওয়া ২২ পর্যটককে সশস্ত্র সন্ত্রাসীরা কয়েক ঘণ্টা জিম্মি করে রাখে। সে সময় পর্যটকদের কাছ থেকে নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি স্মার্টফোন ছিনতাই করা হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য স্থানীয় প্রশাসন দুর্গম তিন খুমে ভ্রমণ নিরুৎসাহিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছেন, বান্দরবান জেলার সাত উপজেলার মধ্যে থানচি উপজেলা পর্যটনে সম্ভাবনাময়। জায়গাটির সৌন্দর্য অসাধারণ। ভূমিরূপের কারণে এখনো পর্যটনকেন্দ্রগুলোতে যোগাযোগের ক্ষেত্রে সড়কপথ নির্মাণ করা সম্ভব হয়নি।
নৌপথ কিংবা ট্রেকিং করে যেতে হয়। পর্যাপ্ত বিজিবি ক্যাম্পও নেই সেখানে। কিছু কিছু জায়গায় সড়কে নির্মাণকাজ চলছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে কাঁচা, আরসিসি, ইটের সোলিং বা কার্পেটিং নির্মাণ হয়ে গেলে পর্যটকদের ভ্রমণের কোনো অসুবিধা থাকবে না। তখন সর্বাধিক নিরাপত্তা দিতেও অসুবিধা হবে না। তত দিন ভ্রমণকারীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে