Ajker Patrika

অতিরিক্ত পর্যটকের কবলে এশিয়ার ৪ শহর

ফিচার ডেস্ক
অতিরিক্ত পর্যটকের কবলে এশিয়ার ৪ শহর

পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের রাজস্ব বাড়াতে পর্যটন খাত বেশ শক্তিশালী করেছে। এর ফলে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে পৃথিবীময়। থাইল্যান্ড, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো দেশ পর্যটক আকর্ষণে নিজেদের ভিসা নীতিতে বেশ কিছু বদল এনেছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে ওভার ট্যুরিজম কিংবা অতিরিক্ত পর্যটন নিয়ে। সে কারণে বিভিন্ন শহর ও পর্যটনকেন্দ্রের মানুষদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের মতো এশিয়ার বেশ কিছু শহর এখন ভুগছে অতিরিক্ত পর্যটকে। তবে এশিয়ার চারটি শহর এ ক্ষেত্রে এগিয়ে আছে।

ব্যাংকক

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। জনপ্রিয়তার কারণে খাও সান রোডের মতো কিছু এলাকা এতটাই ভিড়ে ঠাসা যে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন বিদেশি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছে। ব্যাংকক ভ্রমণকারীদের সংখ্যা আলাদাভাবে পাওয়া না গেলেও দেশটির প্রবেশদ্বার এই শহর হয়েই অন্যান্য শহর বা পর্যটন গন্তব্যে যেতে হয়।

সিউল

দক্ষিণ কোরিয়ার এই শহরে পর্যটকের সংখ্যা এত বেড়েছে যে বাসিন্দারা শহর ছেড়ে দিচ্ছে! পর্যটক বাড়ার ফলে অনেক বাড়িওয়ালা তাদের বাসাভাড়া দিতে শুরু করেছে ছোট হোটেল হিসেবে। এর ফলে স্থানীয়দের জন্য বাসা ভাড়া পাওয়া কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়েছে। সাবওয়ে ও বাসে পর্যটকদের অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। জনপ্রিয় এলাকা; যেমন মায়ংডং, ইটেওয়ন, গ্যাংনাম, ইনসাডং—এই জায়গাগুলোতে বিশেষ করে ছুটির দিনে পথচলা কঠিন হয়ে পড়ছে।

টোকিও

এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জাপানে পর্যটক গিয়েছিল ১৮ দশমিক ১ মিলিয়ন। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এমন তথ্য প্রকাশ করেছে জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন। সেই হিসেবে পর্যটকের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে জাপানের রাজধানী টোকিওতে। শান্তিপ্রিয় দেশটিতে কিছু পর্যটকের আচরণ স্থানীয়দের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।

হ্যানয়

বিশ্ব পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে ভিয়েতনাম। দেশটির হ্যানয় শহরটি এরই মধ্যে ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। সেখানকার ‘ট্রেন স্ট্রিট’ পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে এখন সেখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হ্যানয়ে ৩ দশমিক ১৬ মিলিয়ন বিদেশি পর্যটক ভ্রমণ করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটিতে মোট ৩ দশমিক ১৬ মিলিয়ন বিদেশি পর্যটক ঘুরে গেছে।

সূত্র: সিএনএন, দ্য লোকাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত