ফিচার ডেস্ক
হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।
পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।
পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।
কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।
হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।
পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।
পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।
কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেআমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
১ দিন আগে