শারমিন কচি
প্রশ্ন: সকালে ঘুম থেকে ওঠার পর কপালে, নাকের দুই পাশে এবং চিবুকে তেল চিটচিটে হয়ে থাকলে কী করা উচিত?
উত্তর: ট্যান তুলতে যেমন টক দই কাজে লাগে, তেমনই তেলতেলে ত্বক, ব্ল্যাকহেডস, পিগমেন্টেশনেও কাজে দেয় টক দই। নাকের ওপরে এবং চারপাশে সামান্য টক দই তুলার সাহায্যে লাগিয়ে রাখুন। ৫-১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। অন্তত এক সপ্তাহ প্রতিদিন এটা করুন। টি জোনের অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে খুব দ্রুত এই সমস্যা দূর হবে।
প্রশ্ন: হাত-পা ও কপালের ছোপ ছোপ কালো দাগ তোলার উপায় কী?
উত্তর: ২ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। হাত ও পায়ে দাগ রয়েছে এমন জায়গায় মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে হাত, পা ও ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর হবে।
প্রশ্ন: মুখ ও নাকের দুই পাশের লোমকূপ বড় হয়ে গেলে রক্ষা পাওয়ার উপায় কী?
উত্তর: অ্যালোভেরার রস লোমকূপে লাগিয়ে রাখুন। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে দাগের জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন জেল ধোয়ার পর। এই জেল রাতে ঘুমানোর আগে লাগাতে পারেন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলবেন। দিনে ১ থেকে ২ বার অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।
পরামর্শ দিয়েছেন,শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
প্রশ্ন: সকালে ঘুম থেকে ওঠার পর কপালে, নাকের দুই পাশে এবং চিবুকে তেল চিটচিটে হয়ে থাকলে কী করা উচিত?
উত্তর: ট্যান তুলতে যেমন টক দই কাজে লাগে, তেমনই তেলতেলে ত্বক, ব্ল্যাকহেডস, পিগমেন্টেশনেও কাজে দেয় টক দই। নাকের ওপরে এবং চারপাশে সামান্য টক দই তুলার সাহায্যে লাগিয়ে রাখুন। ৫-১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। অন্তত এক সপ্তাহ প্রতিদিন এটা করুন। টি জোনের অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে খুব দ্রুত এই সমস্যা দূর হবে।
প্রশ্ন: হাত-পা ও কপালের ছোপ ছোপ কালো দাগ তোলার উপায় কী?
উত্তর: ২ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। হাত ও পায়ে দাগ রয়েছে এমন জায়গায় মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে হাত, পা ও ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর হবে।
প্রশ্ন: মুখ ও নাকের দুই পাশের লোমকূপ বড় হয়ে গেলে রক্ষা পাওয়ার উপায় কী?
উত্তর: অ্যালোভেরার রস লোমকূপে লাগিয়ে রাখুন। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে দাগের জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন জেল ধোয়ার পর। এই জেল রাতে ঘুমানোর আগে লাগাতে পারেন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলবেন। দিনে ১ থেকে ২ বার অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।
পরামর্শ দিয়েছেন,শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com
কফি শুধু একটি পানীয় নয়, এটি একটি আবেগ, একধরনের শিল্পও বটে। আর সেই শিল্পকে আরও নিখুঁত করতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, পানির ঢালার উচ্চতা ও গতি কফির স্বাদে বড় ধরনের প্রভাব ফেলে!
৮ ঘণ্টা আগেআজ ‘ইগো সচেতনতা দিবস’। ইগো সচেতনতা দিবস হলো আত্মবিশ্লেষণের একটি বিশেষ দিন, যা আমাদের অহম বা ‘ইগো’ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। দিবসটি মানুষকে তার আচরণ, সম্পর্ক ও সিদ্ধান্তে ইগোর প্রভাব বুঝতে সাহায্য করে।
১৩ ঘণ্টা আগেবিশ্বের ফ্যাশন জগতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ড হ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের পর বিক্রি করে দেওয়া পোশাক স্বল্প মূল্যে কিনে পরা। এভাবে অনেক দামি বা ব্র্যান্ডেড পোশাক পরার শখও মিটিয়ে থাকেন অনেকে। তেমন এক থ্রিফটিং মার্কেট থেকে পোশাক কেনেন এক টিকটক ব্যবহারকারী
১৪ ঘণ্টা আগেএকটি পরিবারকে আগলে রাখার ক্ষেত্রে একজন মায়ের ভূমিকা আলাদা করে বলার কিছু নেই। সন্তানের দেখাশোনা, ভবিষ্যৎ ভাবনা তো বটেই; পুরো সংসার ও পরিবারকে সামলাতে গিয়ে মায়েদের মানসিক চাপ একটু বেশিই। অতিরিক্ত মানসিক চাপ শরীরে স্থায়ীভাবে নানান সমস্যার উদ্রেক ঘটায়। অতিরিক্ত রাগ, উত্তেজনা, ভীতি ও মানসিক চাপের কারণ
১৫ ঘণ্টা আগে