ফারহীমা ফারুক তূর্ণা
দোকান থেকে তো সব সময়ই কেক কিনে এনে খাওয়া হয়, তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন সুস্বাদু ফ্রুট কেক। ঘরে থাকা নানা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা সম্ভব এই কেক। দেখে নিন রেসিপি।
উপকরণ
ডিম ২টি, ময়দা ১ কাপ, সাদা তেল ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স দেড় চা-চামচ, চিনি আধা কাপ, শুকনো ফল বা ড্রাই ফ্রুট, যেমন চেরি, কাজু, কিশমিশ, পেস্তা ও কাঠবাদাম এবং মোরব্বা মিলে ১ কাপ, মেকিং পাউডার আধা চা-চামচ, মেকিং সোডা পরিমাণমতো।
প্রণালি
প্রথমে আধা কাপ পানি গরম করে শুকনো ফলগুলো ঘণ্টা খানিক ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ময়দা, মেকিং সোডা, মেকিং পাউডার, লবণ ভালো করে মিশিয়ে চালনিতে চেলে নিন। এবার আর কেটি পাত্রে দুইটি ডিমের সাদা অংশ নিয়ে বিশ্ব করে নিন। বাসায় বিচার মেশিন না থাকলে কাটে চামচ দিয়ে ভালো ভাবে ফেটে নিন, যতক্ষণ পর্যন্ত না ফোম হয়। এরপর চিনি মিশিয়ে ধীরে ধীরে সেই ডিমের ফোমের সঙ্গে সাদা তেল, ভ্যানিলা এসেন্স এবং ডিমের কুসুম মিশিয়ে আবারও ভালো করে বিশ্ব বা ফেটিয়ে নিন। তারপর সেই মিশ্রণে ভিজিয়ে রাখা শুকনো ফল দিয়ে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তাতে চেলে রাখা ময়দার মিশ্রণ দিয়ে আরও একবার আলতো করে নাড়ুন, যাতে দানা দানা না থাকে। এবার একটি কেকের ছাঁচে মাখন বা তেল ব্রাশ করে, মেকিং পেপার বিছিয়ে নিন। তারপর ঢেলে দিন মিশ্রণটুকু। এবার পাত্রটিকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে ৪ মিনিটের মতো বেক করুন। মাইক্রোওয়েভ না থাকলে চুলায়ও এই কেক বানানো যায়। ৪ মিনিট পর একটি টুথপিক দিয়ে পরীক্ষা করুন কেক হয়েছে কি না। টুথপিক যদি পরিষ্কার ভাবে বের হয়, তাহলে কেকটি নামিয়ে ঠান্ডা করে স্লাইস করে কেটে নিন। সবচেয়ে ভালো হয় এক ঘণ্টার জন্য কেকটি ফ্রিজে রাখলে। এতে করে কাটতে সুবিধা হবে।
দোকান থেকে তো সব সময়ই কেক কিনে এনে খাওয়া হয়, তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন সুস্বাদু ফ্রুট কেক। ঘরে থাকা নানা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা সম্ভব এই কেক। দেখে নিন রেসিপি।
উপকরণ
ডিম ২টি, ময়দা ১ কাপ, সাদা তেল ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স দেড় চা-চামচ, চিনি আধা কাপ, শুকনো ফল বা ড্রাই ফ্রুট, যেমন চেরি, কাজু, কিশমিশ, পেস্তা ও কাঠবাদাম এবং মোরব্বা মিলে ১ কাপ, মেকিং পাউডার আধা চা-চামচ, মেকিং সোডা পরিমাণমতো।
প্রণালি
প্রথমে আধা কাপ পানি গরম করে শুকনো ফলগুলো ঘণ্টা খানিক ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ময়দা, মেকিং সোডা, মেকিং পাউডার, লবণ ভালো করে মিশিয়ে চালনিতে চেলে নিন। এবার আর কেটি পাত্রে দুইটি ডিমের সাদা অংশ নিয়ে বিশ্ব করে নিন। বাসায় বিচার মেশিন না থাকলে কাটে চামচ দিয়ে ভালো ভাবে ফেটে নিন, যতক্ষণ পর্যন্ত না ফোম হয়। এরপর চিনি মিশিয়ে ধীরে ধীরে সেই ডিমের ফোমের সঙ্গে সাদা তেল, ভ্যানিলা এসেন্স এবং ডিমের কুসুম মিশিয়ে আবারও ভালো করে বিশ্ব বা ফেটিয়ে নিন। তারপর সেই মিশ্রণে ভিজিয়ে রাখা শুকনো ফল দিয়ে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তাতে চেলে রাখা ময়দার মিশ্রণ দিয়ে আরও একবার আলতো করে নাড়ুন, যাতে দানা দানা না থাকে। এবার একটি কেকের ছাঁচে মাখন বা তেল ব্রাশ করে, মেকিং পেপার বিছিয়ে নিন। তারপর ঢেলে দিন মিশ্রণটুকু। এবার পাত্রটিকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে ৪ মিনিটের মতো বেক করুন। মাইক্রোওয়েভ না থাকলে চুলায়ও এই কেক বানানো যায়। ৪ মিনিট পর একটি টুথপিক দিয়ে পরীক্ষা করুন কেক হয়েছে কি না। টুথপিক যদি পরিষ্কার ভাবে বের হয়, তাহলে কেকটি নামিয়ে ঠান্ডা করে স্লাইস করে কেটে নিন। সবচেয়ে ভালো হয় এক ঘণ্টার জন্য কেকটি ফ্রিজে রাখলে। এতে করে কাটতে সুবিধা হবে।
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৮ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে