রজত কান্তি রায়, ঢাকা
প্রেম আর জীবনের গূঢ় রসের খোঁজে বারবার ফিরে যেতে হয় মির্জা গালিবের কাছে। কিন্তু তাঁকে বোঝা যায় কীভাবে? উর্দু ও ফারসি কবিতা আর সুবাসিত তাজা ফুলে। কিন্তু ‘এজিদের মতো থালায় বায়জিদের মতো’ খানা খাওয়া মানুষটিকে কি এ দুইয়েই চেনা হয়ে যায়? আরও নিদান আছে তাঁকে চেনার। এগুলোর মধ্যে অন্যতম হলো মুর্শিদাবাদের সুপক্ব সুস্বাদু আম আর কাবাব। কবিতা, তাজা ফুল, সুস্বাদু আম আর কাবাব—এগুলোকে না বুঝলে মির্জা গালিব অধরা থেকে যায়।
মির্জা গালিব বলেছিলেন, আমের দুটি গুণ থাকতে হবে—প্রথমত, হতে হবে প্রচুর মিষ্টি এবং দ্বিতীয়ত, থাকতে হবে অসংখ্য।
অভিধান বলছে, মধুমাস হলো চৈত্র। আর সাধারণ মানুষ আমরা মধুমাস বলতে বুঝি জ্যৈষ্ঠ। আমরা যারা জিব ও হাত বাড়িয়ে তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকি জ্যৈষ্ঠের দিকে, তাদের জন্য জ্যৈষ্ঠই মধুমাস। এ ক্ষেত্রে আমরা ‘ব্যাকরণ মানি না’র দলে। এখন আমাদের আমসত্ত্ব দুধে ফেলে খাওয়ার দিন।
কিন্তু খেয়াল করেছেন কি, পাকা আম তো বটেই, আমাদের স্মৃতিতে খুব গেঁথে আছে কাঁচা আম খাওয়ার স্মৃতি। বরং এই স্মৃতিই আমাদের তাড়িয়ে বেড়ায় বড়বেলায়। এই তাড়িয়ে বেড়ানোটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। সংস্কৃতিই বটে। খেয়াল করলে দেখবেন, গাছে তো বটেই, আমাদের প্রাচীন টেরাকোটায়, আমাদের রান্নাঘরে, শোয়ার ঘরের দেরাজ কিংবা আলমারিতে আমের নিঃশব্দ কিন্তু সুস্বাদু উপস্থিতি আছে। এর নাম আচার, আমের আচার।
পাকা আম খাওয়ার বাইরে আম নিয়ে আমাদের দুরন্ত যে স্মৃতি আছে, তার বড় অংশের প্রধান চরিত্র আমের আচার। সেই যে বৈশাখের মাঝামাঝিতে আম কিছুটা সোমত্ত হয়ে উঠলে পেড়ে এনে তেলে আর মসলায় ডুবিয়ে কাচের বয়ামবন্দী করার বিচিত্র সেই প্রক্রিয়া! মনে পড়ে না? আমার তো খুব মনে পড়ে। হ্যাঁ, গ্রামেই হোক আর শহরে, আচার বানানো ছিল বাড়ির নারীদের মধ্যদুপুরের বিলাস। সে এক শিল্পই বটে। আচারের ধরন তো ছিল অনেক, কোন আমের আচার কেমন হবে, সেটা নির্ধারণ করতেন বাড়ির অভিজ্ঞ নারীটি। তারপর চলত আম কাটা আর মসলা পেষার তুমুল আয়োজন। বাড়িতে তখন মাসকাবারি তেলের বাইরে কয়েক সের তেলের বাড়তি খরচের ধাক্কা।
কে তার তোয়াক্কা করে? ফালি ফালি করে আম কেটে কিংবা কুচি কুচি করে তার জৈবিক শরীরের ভূগোল বদলে দেওয়া হতো খানিক। তারপর পাঁচফোড়ন, জিরা, মৌরি, কালিজিরা, সাদা সরিষা, কালো সরিষা, ধনে, শুকনা মরিচের গুঁড়ার যে অত্যাশ্চর্য মিশ্রণ, তাতে গড়িয়ে নেওয়া হতো বিশেষভাবে কেটে রাখা আম। সব শেষে ডুবিয়ে দেওয়া হতো কাচের বয়ামভর্তি সরিষার তেলের মধ্যে। তারপর তাকে শুকাতে দেওয়া হয় পাকা বাড়ির কার্নিশে কিংবা আঙিনায়। এরপর সে জগতের একচ্ছত্র সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যেত বাড়ির বয়স্ক নারীটিকে। বয়াম থেকে আচার চুরি করার কত যে ফন্দি! এই যে পুরো প্রক্রিয়া, প্রত্যেক নারীর জীবনে কোনো না কোনো সময় এটি চক্রাকারে ঘুরে ঘুরে আসত। এ এক আজব চক্র!
ছোট করে বলে রাখি, আচার তৈরি জন্য পাঁচফোড়ন, জিরা, মৌরি, কালিজিরা, সাদা সরিষা, কালো সরিষা, ধনে, শুকনা মরিচ ইত্যাদি দিয়ে যে বিশেষ মসলা তৈরি করা হয়, সে মসলা দিয়ে যে মাংস রান্না হয়, তা-ই কিন্তু আচারি মাংস। আচারের তেল দিয়ে রান্না করা মাংস আচারি মাংস নয়। এই আচারি মাংস আমাদের খাদ্যসংস্কৃতিতে এক বিশেষ জায়গা দখল করে আছে। সে যাক।
এখন আমের দিন। হরেক রকম আমের সুগন্ধে ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার ম-ম করতে শুরু করেছে। পছন্দের আম খান আর স্মরণ করুন রবীন্দ্রনাথ আর মির্জা গালিবকে। সেই সঙ্গে মনে রাখুন, সময়ের আম সময়েই খেতে হয়—আগেও নয়, পরেও নয়।
প্রেম আর জীবনের গূঢ় রসের খোঁজে বারবার ফিরে যেতে হয় মির্জা গালিবের কাছে। কিন্তু তাঁকে বোঝা যায় কীভাবে? উর্দু ও ফারসি কবিতা আর সুবাসিত তাজা ফুলে। কিন্তু ‘এজিদের মতো থালায় বায়জিদের মতো’ খানা খাওয়া মানুষটিকে কি এ দুইয়েই চেনা হয়ে যায়? আরও নিদান আছে তাঁকে চেনার। এগুলোর মধ্যে অন্যতম হলো মুর্শিদাবাদের সুপক্ব সুস্বাদু আম আর কাবাব। কবিতা, তাজা ফুল, সুস্বাদু আম আর কাবাব—এগুলোকে না বুঝলে মির্জা গালিব অধরা থেকে যায়।
মির্জা গালিব বলেছিলেন, আমের দুটি গুণ থাকতে হবে—প্রথমত, হতে হবে প্রচুর মিষ্টি এবং দ্বিতীয়ত, থাকতে হবে অসংখ্য।
অভিধান বলছে, মধুমাস হলো চৈত্র। আর সাধারণ মানুষ আমরা মধুমাস বলতে বুঝি জ্যৈষ্ঠ। আমরা যারা জিব ও হাত বাড়িয়ে তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকি জ্যৈষ্ঠের দিকে, তাদের জন্য জ্যৈষ্ঠই মধুমাস। এ ক্ষেত্রে আমরা ‘ব্যাকরণ মানি না’র দলে। এখন আমাদের আমসত্ত্ব দুধে ফেলে খাওয়ার দিন।
কিন্তু খেয়াল করেছেন কি, পাকা আম তো বটেই, আমাদের স্মৃতিতে খুব গেঁথে আছে কাঁচা আম খাওয়ার স্মৃতি। বরং এই স্মৃতিই আমাদের তাড়িয়ে বেড়ায় বড়বেলায়। এই তাড়িয়ে বেড়ানোটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। সংস্কৃতিই বটে। খেয়াল করলে দেখবেন, গাছে তো বটেই, আমাদের প্রাচীন টেরাকোটায়, আমাদের রান্নাঘরে, শোয়ার ঘরের দেরাজ কিংবা আলমারিতে আমের নিঃশব্দ কিন্তু সুস্বাদু উপস্থিতি আছে। এর নাম আচার, আমের আচার।
পাকা আম খাওয়ার বাইরে আম নিয়ে আমাদের দুরন্ত যে স্মৃতি আছে, তার বড় অংশের প্রধান চরিত্র আমের আচার। সেই যে বৈশাখের মাঝামাঝিতে আম কিছুটা সোমত্ত হয়ে উঠলে পেড়ে এনে তেলে আর মসলায় ডুবিয়ে কাচের বয়ামবন্দী করার বিচিত্র সেই প্রক্রিয়া! মনে পড়ে না? আমার তো খুব মনে পড়ে। হ্যাঁ, গ্রামেই হোক আর শহরে, আচার বানানো ছিল বাড়ির নারীদের মধ্যদুপুরের বিলাস। সে এক শিল্পই বটে। আচারের ধরন তো ছিল অনেক, কোন আমের আচার কেমন হবে, সেটা নির্ধারণ করতেন বাড়ির অভিজ্ঞ নারীটি। তারপর চলত আম কাটা আর মসলা পেষার তুমুল আয়োজন। বাড়িতে তখন মাসকাবারি তেলের বাইরে কয়েক সের তেলের বাড়তি খরচের ধাক্কা।
কে তার তোয়াক্কা করে? ফালি ফালি করে আম কেটে কিংবা কুচি কুচি করে তার জৈবিক শরীরের ভূগোল বদলে দেওয়া হতো খানিক। তারপর পাঁচফোড়ন, জিরা, মৌরি, কালিজিরা, সাদা সরিষা, কালো সরিষা, ধনে, শুকনা মরিচের গুঁড়ার যে অত্যাশ্চর্য মিশ্রণ, তাতে গড়িয়ে নেওয়া হতো বিশেষভাবে কেটে রাখা আম। সব শেষে ডুবিয়ে দেওয়া হতো কাচের বয়ামভর্তি সরিষার তেলের মধ্যে। তারপর তাকে শুকাতে দেওয়া হয় পাকা বাড়ির কার্নিশে কিংবা আঙিনায়। এরপর সে জগতের একচ্ছত্র সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যেত বাড়ির বয়স্ক নারীটিকে। বয়াম থেকে আচার চুরি করার কত যে ফন্দি! এই যে পুরো প্রক্রিয়া, প্রত্যেক নারীর জীবনে কোনো না কোনো সময় এটি চক্রাকারে ঘুরে ঘুরে আসত। এ এক আজব চক্র!
ছোট করে বলে রাখি, আচার তৈরি জন্য পাঁচফোড়ন, জিরা, মৌরি, কালিজিরা, সাদা সরিষা, কালো সরিষা, ধনে, শুকনা মরিচ ইত্যাদি দিয়ে যে বিশেষ মসলা তৈরি করা হয়, সে মসলা দিয়ে যে মাংস রান্না হয়, তা-ই কিন্তু আচারি মাংস। আচারের তেল দিয়ে রান্না করা মাংস আচারি মাংস নয়। এই আচারি মাংস আমাদের খাদ্যসংস্কৃতিতে এক বিশেষ জায়গা দখল করে আছে। সে যাক।
এখন আমের দিন। হরেক রকম আমের সুগন্ধে ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার ম-ম করতে শুরু করেছে। পছন্দের আম খান আর স্মরণ করুন রবীন্দ্রনাথ আর মির্জা গালিবকে। সেই সঙ্গে মনে রাখুন, সময়ের আম সময়েই খেতে হয়—আগেও নয়, পরেও নয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১৩ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
৩ দিন আগে