বিভাবরী রায়
দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।...
কাছে এলেই প্রেমের ছন্দ কেটে যায়। নির্মম এই কথা কী করে বললাম, তাই ভেবে হয়তো বিস্মিত হচ্ছেন। শত মানুষের ভিড়েও যাঁর কণ্ঠ ঠিক কানে এসে লাগে, দৃষ্টির বাইরেও চোখে লেগে থাকে যাঁর ঘোর লাগা চোখ; তাঁকে আবার কাছে পেতে মন না চায়! এখানে অধিকাংশের উল্টো পথে দাঁড়িয়ে জানান যদি দিই, তবে বলতে হবে—হ্যাঁ, প্রেম যত দিন হৃদয়ে থাকে, তত দিনই তা বিশুদ্ধ, নিরাপদও বলতে হয়। হৃদয় দিয়ে হৃদয় অনুভবের চর্চাটাও বলতে গেলে তত দিনই। চোখে লেগে থাকা মানুষটিকে পুরোপুরি গ্রহণ করে নেওয়ার উত্তম সময় সেটি।
একবার ভেবে দেখবেন? যাঁকে আপনি ভালোবাসেন বা যাঁর প্রতি আপনার প্রেমাবেগ আছে, তাঁর সঙ্গে নিত্য়ই আপনার দেখা হয়, সৌজন্য় বিনিময়ও হয়। তাঁর চোখমুখের ক্লান্তিভাব আপনি বুঝে নেন নিমেষে। এমনও তো হতে পারে, আপনার বোধগম্যতা টের পান তিনিও। ওদিকে তাঁর হৃদয়েও খাঁজ কেটে যায় আপনার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লে। এমন সময় হৃদয়ের কোনো এক কোণে মৃদু হাওয়ায় যে ঘণ্টা দুলে ওঠে, তা-ই জানান দেয়, তিনি আপনাকে ভাবেন, পড়েন। কিন্তু এই প্রেমের কথা যখনই বলা হয়ে যায়, তার কিছুদিন পরই কেন ভাটা পড়ে? ইনবক্সে মেসেজ জমা পড়ে থাকে, কিন্তু সময় করে দেখা হয় না। খুব কাছাকাছি থাকলেও দেখা হয় না কার চোখ কতটা গভীর। প্রিয় মানুষের মনোযোগ, সময় আর ভালোবাসা কি প্রযুক্তি কিংবা সোশ্যাল মিডিয়া গিলে নিচ্ছে? নাকি সময়ের ধারাবাহিকতায় সবকিছুর মতো ভালোবাসাও ফিকে হয়ে যায়?
ফিনিক্স ওয়েলনেস সেন্টার অব বাংলাদেশের চিকিৎসক এবং সাইকোথেরাপি প্র্যাকটিশনার সানজিদা শাহরিয়া বলেন, ‘জীবনসঙ্গীকে বোধ হয় আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই। কারণ, বিয়ের কিছুদিনের মধ্যেই অনেকে ধরে নিই—বিয়ে তো হয়েই গেছে আর যাবে কোথায়? ফলে বিয়ের আগে প্রথম যখন দেখা করতে যেতাম, তখনকার মতো সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পরবর্তী দিনগুলোতে অনেক দূরে সরে যাই। ঘন ঘন আমরা দীর্ঘ নিশ্বাস ফেলি এই ভেবে যে আহা, ও কেন বদলে গেল! আমি নিজেও যে বদলে গেছি, সেই আয়নাটা নিজের চোখের সামনে আদতে আমরা কি ধরি? একটু কি খেয়াল করা যায় যে আমরা কোথায় কোথায় বদলেছি প্রেমের দিনগুলো থেকে বর্তমানের বিবাহিত দিনগুলোতে?’
শুধু বিবাহিত দম্পতিদের মধ্য়েই নয়, অনেক সময় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কেও রোমান্সের ভাটা পড়ে। সে ক্ষেত্রে এই বসন্তেই তা মেরামত করে নেওয়ার কসরতও চলতে পারে। সম্পর্ক ঠিকঠাক রাখতে দুজন যা যা করে দেখতে পারেন—
» চোখে চোখ রেখে কথা বলা।
» কথা শুরু হলে হাতের ফোন, টিভির রিমোট, নোটপ্যাড নামিয়ে রাখা।
» সঙ্গী যা বলছেন, সেটা মনোযোগী হয়ে শোনা।
» কথা কেবল বলার জন্য না বলে সঙ্গী কী বলতে চাচ্ছেন, সেটা বোঝার চেষ্টা করা; দ্বিতীয়বার নিজের মনেই চিন্তা করা।
» একসঙ্গে দুজনে পছন্দ করেন—এমন কিছু কাজ সাপ্তাহিক তালিকায় রেখে দেওয়া।
» তিনি যখন আপনাকে কিছু বোঝাচ্ছেন, তখন প্রাসঙ্গিক প্রশ্ন করা। যাতে তিনি বুঝতে পারেন যে আপনি আগ্রহী, তাই তাঁর কথার ভেতরে আরও কিছু বুঝতে চাচ্ছেন।
» মতামতের অংশীদারত্বে রুটিন ঠিক করে নিন—কী করবেন, কোথায় যাবেন, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়ে।
» আলোচনার কোনো প্রসঙ্গে এড়িয়ে না যাওয়া।
» কোনো কিছুতে উপেক্ষা না করা।
» উপদেশ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকা। কারণ, প্রত্যেকের নিজস্ব বোধবুদ্ধি আছে।
» দুজন দুজনকে কোন কোন বিষয়ে সহায়তা করতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা করা।
» ‘প্রয়োজন হলে যেকোনো অবস্থাতেই আমি আছি’—বিষয়টি দুজন দুজনকে উপলব্ধি করতে দিন।
দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।...
কাছে এলেই প্রেমের ছন্দ কেটে যায়। নির্মম এই কথা কী করে বললাম, তাই ভেবে হয়তো বিস্মিত হচ্ছেন। শত মানুষের ভিড়েও যাঁর কণ্ঠ ঠিক কানে এসে লাগে, দৃষ্টির বাইরেও চোখে লেগে থাকে যাঁর ঘোর লাগা চোখ; তাঁকে আবার কাছে পেতে মন না চায়! এখানে অধিকাংশের উল্টো পথে দাঁড়িয়ে জানান যদি দিই, তবে বলতে হবে—হ্যাঁ, প্রেম যত দিন হৃদয়ে থাকে, তত দিনই তা বিশুদ্ধ, নিরাপদও বলতে হয়। হৃদয় দিয়ে হৃদয় অনুভবের চর্চাটাও বলতে গেলে তত দিনই। চোখে লেগে থাকা মানুষটিকে পুরোপুরি গ্রহণ করে নেওয়ার উত্তম সময় সেটি।
একবার ভেবে দেখবেন? যাঁকে আপনি ভালোবাসেন বা যাঁর প্রতি আপনার প্রেমাবেগ আছে, তাঁর সঙ্গে নিত্য়ই আপনার দেখা হয়, সৌজন্য় বিনিময়ও হয়। তাঁর চোখমুখের ক্লান্তিভাব আপনি বুঝে নেন নিমেষে। এমনও তো হতে পারে, আপনার বোধগম্যতা টের পান তিনিও। ওদিকে তাঁর হৃদয়েও খাঁজ কেটে যায় আপনার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লে। এমন সময় হৃদয়ের কোনো এক কোণে মৃদু হাওয়ায় যে ঘণ্টা দুলে ওঠে, তা-ই জানান দেয়, তিনি আপনাকে ভাবেন, পড়েন। কিন্তু এই প্রেমের কথা যখনই বলা হয়ে যায়, তার কিছুদিন পরই কেন ভাটা পড়ে? ইনবক্সে মেসেজ জমা পড়ে থাকে, কিন্তু সময় করে দেখা হয় না। খুব কাছাকাছি থাকলেও দেখা হয় না কার চোখ কতটা গভীর। প্রিয় মানুষের মনোযোগ, সময় আর ভালোবাসা কি প্রযুক্তি কিংবা সোশ্যাল মিডিয়া গিলে নিচ্ছে? নাকি সময়ের ধারাবাহিকতায় সবকিছুর মতো ভালোবাসাও ফিকে হয়ে যায়?
ফিনিক্স ওয়েলনেস সেন্টার অব বাংলাদেশের চিকিৎসক এবং সাইকোথেরাপি প্র্যাকটিশনার সানজিদা শাহরিয়া বলেন, ‘জীবনসঙ্গীকে বোধ হয় আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই। কারণ, বিয়ের কিছুদিনের মধ্যেই অনেকে ধরে নিই—বিয়ে তো হয়েই গেছে আর যাবে কোথায়? ফলে বিয়ের আগে প্রথম যখন দেখা করতে যেতাম, তখনকার মতো সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পরবর্তী দিনগুলোতে অনেক দূরে সরে যাই। ঘন ঘন আমরা দীর্ঘ নিশ্বাস ফেলি এই ভেবে যে আহা, ও কেন বদলে গেল! আমি নিজেও যে বদলে গেছি, সেই আয়নাটা নিজের চোখের সামনে আদতে আমরা কি ধরি? একটু কি খেয়াল করা যায় যে আমরা কোথায় কোথায় বদলেছি প্রেমের দিনগুলো থেকে বর্তমানের বিবাহিত দিনগুলোতে?’
শুধু বিবাহিত দম্পতিদের মধ্য়েই নয়, অনেক সময় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কেও রোমান্সের ভাটা পড়ে। সে ক্ষেত্রে এই বসন্তেই তা মেরামত করে নেওয়ার কসরতও চলতে পারে। সম্পর্ক ঠিকঠাক রাখতে দুজন যা যা করে দেখতে পারেন—
» চোখে চোখ রেখে কথা বলা।
» কথা শুরু হলে হাতের ফোন, টিভির রিমোট, নোটপ্যাড নামিয়ে রাখা।
» সঙ্গী যা বলছেন, সেটা মনোযোগী হয়ে শোনা।
» কথা কেবল বলার জন্য না বলে সঙ্গী কী বলতে চাচ্ছেন, সেটা বোঝার চেষ্টা করা; দ্বিতীয়বার নিজের মনেই চিন্তা করা।
» একসঙ্গে দুজনে পছন্দ করেন—এমন কিছু কাজ সাপ্তাহিক তালিকায় রেখে দেওয়া।
» তিনি যখন আপনাকে কিছু বোঝাচ্ছেন, তখন প্রাসঙ্গিক প্রশ্ন করা। যাতে তিনি বুঝতে পারেন যে আপনি আগ্রহী, তাই তাঁর কথার ভেতরে আরও কিছু বুঝতে চাচ্ছেন।
» মতামতের অংশীদারত্বে রুটিন ঠিক করে নিন—কী করবেন, কোথায় যাবেন, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়ে।
» আলোচনার কোনো প্রসঙ্গে এড়িয়ে না যাওয়া।
» কোনো কিছুতে উপেক্ষা না করা।
» উপদেশ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকা। কারণ, প্রত্যেকের নিজস্ব বোধবুদ্ধি আছে।
» দুজন দুজনকে কোন কোন বিষয়ে সহায়তা করতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা করা।
» ‘প্রয়োজন হলে যেকোনো অবস্থাতেই আমি আছি’—বিষয়টি দুজন দুজনকে উপলব্ধি করতে দিন।
পান্তা খাওয়ার আমাদের প্রাচীন সংস্কৃতি। তবে বৈশাখের প্রথম দিন সকালে পান্তা খাওয়া শহুরে সংস্কৃতির নতুন সংযোজন। বাংলাদেশে এ খাবার প্রায় সারা বছর খাওয়া হয়। পান্তা শরীরের জন্য উপকারী। এতে ভিটামিন বি থাকে। তবে এর পরিমাণ এবং উৎস ফারমেনটেশন প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সাধারণ ভাতে (বিশেষ করে সাদা চালে) ভি
২ দিন আগেএখন রোদের যে তাপ তাতে ত্বকের সঙ্গে ঘামছে মাথার ত্বক বা স্ক্য়াল্পও। সে কারণে ঘাম জমে আঠালো ও রুক্ষ হয়ে যায় চুল। তার গোড়ায় দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে ঠান্ডা লেগে মাথাব্যথা তো হতেই পারে, সঙ্গে হতে পারে মাথার ত্বকে চুলকানি। এ ছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানান সমস্যা। গরমে এই সমস্যা কমবেশি
৩ দিন আগেদক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাচ্ছে দেশটির সরকার।
৪ দিন আগেবিশাল মরুভূমি, নীল সমুদ্র আর উঁচু পাহাড়ঘেরা সৌদি আরব এখন রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নতুন গন্তব্য। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই যে সেখানে মরুভূমিতে বালুর ঢেউয়ে গাড়ি চালানো যায়, সমুদ্রে ডাইভিং করা যায়, আবার চাইলে পাহাড়ের মাঝে হারিয়েও যাওয়া যায়।
৪ দিন আগে