রিদা মুনাম হক
সানগ্লাস পরা যাঁদের অভ্যাস, তাঁরা রঙিন এই চশমা ছাড়া যেন বাইরে বের হতে পারেন না! আর গরমকাল হলে তো কথাই নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে সানগ্লাস ব্যবহার জরুরি। তবে শুধু ব্র্যান্ড কিংবা মানে ভালো সানগ্লাস কিনে পরে ফেললেই তো হয় না। অনেকে ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের সানগ্লাস কিনে ফেলেন। কিন্তু পরে দেখা যায়, সেটি তাঁকে আর মানাচ্ছে না। রঙিন চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী ফ্রেম বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চার কোনা, হৃৎপিণ্ডের আকার এবং হীরার আকৃতির হয়। তবে মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাসের ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখে মানায় আয়তাকার ফ্রেম
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার এবং চিক বোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন ফ্রেমের সানগ্লাস বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার সানগ্লাস গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনোই গোল মুখে ছোট বা গোল ফ্রেমের সানগ্লাস পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটা ঢেকে ফেলে।
ডিম্বাকার মুখে মানায় সবই
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিক বোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। সব ধরনের সানগ্লাস ওভাল বা ডিম্বাকার মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। চাইলে এ ধরনের মুখে চার কোনা, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের সানগ্লাস ব্যবহার করা যায়।
হীরা বা ডায়মন্ড আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিক বোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই কিংবা ডিম্বাকৃতির ফ্রেমের সানগ্লাস এ ধরনের মুখে ভারসাম্য তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীদের চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো।
পানপাতা আকৃতির মুখে
যাঁদের মুখ পানপাতার মতো অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে; কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। এ ধরনের মুখের জন্য জুতসই ছোট ফ্রেমের সানগ্লাস। ডিম্বাকৃতির রিমলেস অথবা সেমি-রিমলেস সানগ্লাস এই মুখের আদলকে করে তুলতে পারে আকর্ষণীয়।
চার কোনা মুখের জন্য
স্কয়ার বা চার কোনা মুখের জ-লাইন, চিক বোন এবং কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের সানগ্লাস স্কয়ার বা চার কোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চার কোনা মুখে স্কয়ার চশমা পরতে যাবেন না। একদম মানাবে না কিন্তু!
সূত্র: সিনেট ও অন্যান্য
সানগ্লাস পরা যাঁদের অভ্যাস, তাঁরা রঙিন এই চশমা ছাড়া যেন বাইরে বের হতে পারেন না! আর গরমকাল হলে তো কথাই নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে সানগ্লাস ব্যবহার জরুরি। তবে শুধু ব্র্যান্ড কিংবা মানে ভালো সানগ্লাস কিনে পরে ফেললেই তো হয় না। অনেকে ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের সানগ্লাস কিনে ফেলেন। কিন্তু পরে দেখা যায়, সেটি তাঁকে আর মানাচ্ছে না। রঙিন চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী ফ্রেম বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চার কোনা, হৃৎপিণ্ডের আকার এবং হীরার আকৃতির হয়। তবে মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাসের ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখে মানায় আয়তাকার ফ্রেম
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার এবং চিক বোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন ফ্রেমের সানগ্লাস বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার সানগ্লাস গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনোই গোল মুখে ছোট বা গোল ফ্রেমের সানগ্লাস পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটা ঢেকে ফেলে।
ডিম্বাকার মুখে মানায় সবই
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিক বোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। সব ধরনের সানগ্লাস ওভাল বা ডিম্বাকার মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। চাইলে এ ধরনের মুখে চার কোনা, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের সানগ্লাস ব্যবহার করা যায়।
হীরা বা ডায়মন্ড আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিক বোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই কিংবা ডিম্বাকৃতির ফ্রেমের সানগ্লাস এ ধরনের মুখে ভারসাম্য তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীদের চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো।
পানপাতা আকৃতির মুখে
যাঁদের মুখ পানপাতার মতো অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে; কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। এ ধরনের মুখের জন্য জুতসই ছোট ফ্রেমের সানগ্লাস। ডিম্বাকৃতির রিমলেস অথবা সেমি-রিমলেস সানগ্লাস এই মুখের আদলকে করে তুলতে পারে আকর্ষণীয়।
চার কোনা মুখের জন্য
স্কয়ার বা চার কোনা মুখের জ-লাইন, চিক বোন এবং কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের সানগ্লাস স্কয়ার বা চার কোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চার কোনা মুখে স্কয়ার চশমা পরতে যাবেন না। একদম মানাবে না কিন্তু!
সূত্র: সিনেট ও অন্যান্য
বাজারে আমড়া উঠেছে। ভর্তা করে বা ডালে আমড়া দিয়ে তো খাবেনই, আচারও বানাবেন নিশ্চয়ই। কিন্তু আমড়ার ঝাল রসগোল্লা? আপনাদের জন্য আস্ত আমড়ার ঝাল রসগোল্লার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম জেলার মিরসরাই এমনই এক জায়গা, যেখানে আছে অনেক প্রাকৃতিক ঝরনা আর বৈচিত্র্যময় প্রকৃতি। ফলে এই বর্ষাকালে সেখানে না গিয়ে উপায় কি!
৪ ঘণ্টা আগেছোটবেলা থেকে এক বিশেষ মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ক্যামেরুন মোফিড। সমস্যার নাম অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)। এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা একই চিন্তা বা আচরণে বারবার আটকে যান। এটি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ইরানি-মিসরীয় বং
৫ ঘণ্টা আগেজাপান বরাবরই ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় দেশ। দেশটির মানুষের আন্তরিক ব্যবহার এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা এত শোনা যায় যে ভ্রমণকারীদের স্বপ্নই থাকে জীবনে একবার না একবার সে দেশে যাওয়ার। তবে বেশির ভাগ পর্যটক টোকিও বা ওসাকার মতো জনপ্রিয় জায়গাগুলোয় ভ্রমণ করতে আগ্রহী থাকেন। কিন্তু জাপান সরকার পর্যটকদের
৭ ঘণ্টা আগে