রিদা মুনাম হক
সানগ্লাস পরা যাঁদের অভ্যাস, তাঁরা রঙিন এই চশমা ছাড়া যেন বাইরে বের হতে পারেন না! আর গরমকাল হলে তো কথাই নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে সানগ্লাস ব্যবহার জরুরি। তবে শুধু ব্র্যান্ড কিংবা মানে ভালো সানগ্লাস কিনে পরে ফেললেই তো হয় না। অনেকে ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের সানগ্লাস কিনে ফেলেন। কিন্তু পরে দেখা যায়, সেটি তাঁকে আর মানাচ্ছে না। রঙিন চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী ফ্রেম বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চার কোনা, হৃৎপিণ্ডের আকার এবং হীরার আকৃতির হয়। তবে মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাসের ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখে মানায় আয়তাকার ফ্রেম
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার এবং চিক বোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন ফ্রেমের সানগ্লাস বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার সানগ্লাস গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনোই গোল মুখে ছোট বা গোল ফ্রেমের সানগ্লাস পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটা ঢেকে ফেলে।
ডিম্বাকার মুখে মানায় সবই
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিক বোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। সব ধরনের সানগ্লাস ওভাল বা ডিম্বাকার মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। চাইলে এ ধরনের মুখে চার কোনা, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের সানগ্লাস ব্যবহার করা যায়।
হীরা বা ডায়মন্ড আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিক বোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই কিংবা ডিম্বাকৃতির ফ্রেমের সানগ্লাস এ ধরনের মুখে ভারসাম্য তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীদের চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো।
পানপাতা আকৃতির মুখে
যাঁদের মুখ পানপাতার মতো অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে; কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। এ ধরনের মুখের জন্য জুতসই ছোট ফ্রেমের সানগ্লাস। ডিম্বাকৃতির রিমলেস অথবা সেমি-রিমলেস সানগ্লাস এই মুখের আদলকে করে তুলতে পারে আকর্ষণীয়।
চার কোনা মুখের জন্য
স্কয়ার বা চার কোনা মুখের জ-লাইন, চিক বোন এবং কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের সানগ্লাস স্কয়ার বা চার কোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চার কোনা মুখে স্কয়ার চশমা পরতে যাবেন না। একদম মানাবে না কিন্তু!
সূত্র: সিনেট ও অন্যান্য
সানগ্লাস পরা যাঁদের অভ্যাস, তাঁরা রঙিন এই চশমা ছাড়া যেন বাইরে বের হতে পারেন না! আর গরমকাল হলে তো কথাই নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে সানগ্লাস ব্যবহার জরুরি। তবে শুধু ব্র্যান্ড কিংবা মানে ভালো সানগ্লাস কিনে পরে ফেললেই তো হয় না। অনেকে ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের সানগ্লাস কিনে ফেলেন। কিন্তু পরে দেখা যায়, সেটি তাঁকে আর মানাচ্ছে না। রঙিন চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী ফ্রেম বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চার কোনা, হৃৎপিণ্ডের আকার এবং হীরার আকৃতির হয়। তবে মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাসের ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখে মানায় আয়তাকার ফ্রেম
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার এবং চিক বোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন ফ্রেমের সানগ্লাস বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার সানগ্লাস গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনোই গোল মুখে ছোট বা গোল ফ্রেমের সানগ্লাস পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটা ঢেকে ফেলে।
ডিম্বাকার মুখে মানায় সবই
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিক বোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। সব ধরনের সানগ্লাস ওভাল বা ডিম্বাকার মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। চাইলে এ ধরনের মুখে চার কোনা, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের সানগ্লাস ব্যবহার করা যায়।
হীরা বা ডায়মন্ড আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিক বোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই কিংবা ডিম্বাকৃতির ফ্রেমের সানগ্লাস এ ধরনের মুখে ভারসাম্য তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীদের চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো।
পানপাতা আকৃতির মুখে
যাঁদের মুখ পানপাতার মতো অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে; কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। এ ধরনের মুখের জন্য জুতসই ছোট ফ্রেমের সানগ্লাস। ডিম্বাকৃতির রিমলেস অথবা সেমি-রিমলেস সানগ্লাস এই মুখের আদলকে করে তুলতে পারে আকর্ষণীয়।
চার কোনা মুখের জন্য
স্কয়ার বা চার কোনা মুখের জ-লাইন, চিক বোন এবং কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের সানগ্লাস স্কয়ার বা চার কোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চার কোনা মুখে স্কয়ার চশমা পরতে যাবেন না। একদম মানাবে না কিন্তু!
সূত্র: সিনেট ও অন্যান্য
পান্তা খাওয়ার আমাদের প্রাচীন সংস্কৃতি। তবে বৈশাখের প্রথম দিন সকালে পান্তা খাওয়া শহুরে সংস্কৃতির নতুন সংযোজন। বাংলাদেশে এ খাবার প্রায় সারা বছর খাওয়া হয়। পান্তা শরীরের জন্য উপকারী। এতে ভিটামিন বি থাকে। তবে এর পরিমাণ এবং উৎস ফারমেনটেশন প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সাধারণ ভাতে (বিশেষ করে সাদা চালে) ভি
১ দিন আগেএখন রোদের যে তাপ তাতে ত্বকের সঙ্গে ঘামছে মাথার ত্বক বা স্ক্য়াল্পও। সে কারণে ঘাম জমে আঠালো ও রুক্ষ হয়ে যায় চুল। তার গোড়ায় দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে ঠান্ডা লেগে মাথাব্যথা তো হতেই পারে, সঙ্গে হতে পারে মাথার ত্বকে চুলকানি। এ ছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানান সমস্যা। গরমে এই সমস্যা কমবেশি
৩ দিন আগেদক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাচ্ছে দেশটির সরকার।
৪ দিন আগেবিশাল মরুভূমি, নীল সমুদ্র আর উঁচু পাহাড়ঘেরা সৌদি আরব এখন রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নতুন গন্তব্য। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই যে সেখানে মরুভূমিতে বালুর ঢেউয়ে গাড়ি চালানো যায়, সমুদ্রে ডাইভিং করা যায়, আবার চাইলে পাহাড়ের মাঝে হারিয়েও যাওয়া যায়।
৪ দিন আগে