শোভন সাহা
প্রশ্ন: আমার ত্বক তৈলাক্ত। দুই গাল ও চিবুকে অতিরিক্ত ব্রণ ওঠে। এ পরিস্থিতি থেকে কীভাবে রক্ষা পেতে পারি? আর কী করলে ব্রণ উঠবে না? চেহারা পরিষ্কার ও দাগমুক্ত রাখার কোনো উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই স্ক্যাল্প আর ফেস—দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমার ঠোঁট শুকনা। মরা চামড়া থাকে সব সময়। লিপস্টিক পরলে ফাটা ফাটা হয়ে থাকে। কী করা যেতে পারে?
তুতুল সাহা, ময়মনসিংহ
উত্তর: আইসিং সুগার দিয়ে সপ্তাহে তিন দিন ঠোঁট স্ক্রাব করতে পারেন। লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। তবে ম্যাট লিপস্টিক বাদ দেওয়াই ভালো। ক্রিম বেসড লিপস্টিক ব্যবহার করাই ভালো।
প্রশ্ন: গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। চুলে রোজই শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। কী করতে পারি?
আবিদা সুলতানা, ঢাকা
ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল পরিষ্কার করে নিন। এর পর শুকিয়ে ব্রাশ করুন। চুল ও মাথার ত্বক বেশি ঘামলে কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: আমার ত্বক তৈলাক্ত। দুই গাল ও চিবুকে অতিরিক্ত ব্রণ ওঠে। এ পরিস্থিতি থেকে কীভাবে রক্ষা পেতে পারি? আর কী করলে ব্রণ উঠবে না? চেহারা পরিষ্কার ও দাগমুক্ত রাখার কোনো উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই স্ক্যাল্প আর ফেস—দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমার ঠোঁট শুকনা। মরা চামড়া থাকে সব সময়। লিপস্টিক পরলে ফাটা ফাটা হয়ে থাকে। কী করা যেতে পারে?
তুতুল সাহা, ময়মনসিংহ
উত্তর: আইসিং সুগার দিয়ে সপ্তাহে তিন দিন ঠোঁট স্ক্রাব করতে পারেন। লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। তবে ম্যাট লিপস্টিক বাদ দেওয়াই ভালো। ক্রিম বেসড লিপস্টিক ব্যবহার করাই ভালো।
প্রশ্ন: গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। চুলে রোজই শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। কী করতে পারি?
আবিদা সুলতানা, ঢাকা
ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল পরিষ্কার করে নিন। এর পর শুকিয়ে ব্রাশ করুন। চুল ও মাথার ত্বক বেশি ঘামলে কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
আমের মৌসুমে আম দিয়ে নতুন রেসিপি কী করবেন, ভাবছেন? আপনাদের জন্য আমের পোমেলো সাগু পুডিংয়ের রেসিপি দিয়েছেন পশ্চিমবঙ্গের অ্যাংলো বং ক্যাফের স্বত্বাধিকারী, পরামর্শদাতা, শেফ প্রশিক্ষক ও মেনু কিউরেটর পলক চ্যাটার্জি।
১৭ মিনিট আগেবিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য পাওয়া যাবে এই লেখায়।
৩ ঘণ্টা আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
৬ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
১০ ঘণ্টা আগে