Ajker Patrika

ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করার ৫ উপায়

সানজিদা সামরিন, ঢাকা 
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৮: ৪৮
চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে ত্বকের রোদে পোড়া ভাব দূর করা যায়। মডেল: জেবা, ছবি: আজকের পত্রিকা
চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে ত্বকের রোদে পোড়া ভাব দূর করা যায়। মডেল: জেবা, ছবি: আজকের পত্রিকা

আষাঢ় মাস। বৃষ্টি হচ্ছে ঠিক। আছে মেঘ। কিন্তু যখন রোদ উঠছে, সেটা সহ্য করা বেশ কঠিন হয়ে পড়ছে। এমন রোদ-বৃষ্টির লুকোচুরির দিনে বেচারা ত্বক পড়ে কঠিন অবস্থায়। একে তো প্রচুর ঘাম হচ্ছে, তার ওপর ত্বকের উপরিভাগ রোদে পুড়ে কালো ছোপ পড়ে যাচ্ছে। যাকে আমরা সানট্যান বলে থাকি। বিশেষ করে যাঁরা বাইক বা স্কুটি ব্যবহার করেন, তাঁদের ত্বকের অবস্থা খারাপ হয় বেশি।

বাইরে বের হলে মুখ, ঘাড় ও হাত-পায়ে সূর্যরশ্মি বেশি পড়ে বলে হয়তো সানস্ক্রিন মাখছেন। কিন্তু শুধু সানস্ক্রিনই কি রোদে পোড়া দাগ থেকে বাঁচাতে যথেষ্ট? সানট্যান মোকাবিলার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কিন্তু রয়েছে আপনার রান্নাঘরেই! নিত্যপ্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন রোদে পোড়া দাগ দূর করার কার্যকরী ফেসপ্যাক ও বডি মাস্ক।

বেসন, হলুদ ও টক দইয়ে বাজিমাত

টক দইয়ে রয়েছে প্রদাহনাশক উপাদান, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। ছবি: আজকের পত্রিকা
টক দইয়ে রয়েছে প্রদাহনাশক উপাদান, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। ছবি: আজকের পত্রিকা

ত্বকের ময়লা ও রোদে পোড়া ছোপ ছোপ দাগ তুলতে বেসন ভালো সমাধান। এটি ত্বক পরিষ্কারক হিসেবে পরিচিত। অন্যদিকে টক দইয়ে রয়েছে প্রদাহনাশক উপাদান, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। কাঁচা হলুদের গুণ সম্পর্কে আলাদা করে বলার প্রয়োজন নেই। ত্বকের রং উজ্জ্বল করতে ও ত্বক গভীর থেকে পরিষ্কার করতে হলুদ ভীষণ কার্যকরী। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ হলুদ ও বেসনের গুঁড়া মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিটের মতো। শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ত্বকের উপযোগী ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

জলদি সানট্যান দূর করবে টমেটোর রস

ফ্রিজে সব সময় কি টমেটো রাখেন? তাহলে এই টিপস আপনার জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোদে পোড়া দাগ দূর করে ত্বক মসৃণ করে তোলে। রস তৈরির জন্য একটি পাকা টমেটো ভালো করে ব্লেন্ড করে নিন। ছেঁকে নেওয়ার পর যে রসটুকু পাওয়া যাবে, তা রোদে পোড়া ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখবেন, ত্বক থেকে রোদে পোড়া দাগ খুব সহজে বিদায় নিচ্ছে। টমেটোর রস নিয়মিত ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।

যাঁরা বাইক বা স্কুটি ব্যবহার করেন, তাঁদের ত্বকের অবস্থা খারাপ হয় বেশি। তাঁদের ত্বকের বিশেষ যত্ন দরকার। মডেল: ইকরা, ছবি: আজকের পত্রিকা
যাঁরা বাইক বা স্কুটি ব্যবহার করেন, তাঁদের ত্বকের অবস্থা খারাপ হয় বেশি। তাঁদের ত্বকের বিশেষ যত্ন দরকার। মডেল: ইকরা, ছবি: আজকের পত্রিকা

দাগ ও প্রদাহ কমায় চন্দনের ফেসপ্যাক

চন্দন ত্বক ঠান্ডা রাখে। ফলে র‍্যাশ বা ব্রণ হয় না। পাশাপাশি এটি ত্বক থেকে রোদে পোড়া দাগ ও অন্যান্য কালো দাগ দূর করতেও খুব ভালো কাজ করে। রোদ থেকে ফিরে চন্দনের ফেসপ্যাক ব্যবহারে আরাম পাওয়া যায়। এ ফেসপ্যাক বানানোও সহজ। গোলাপজলের সঙ্গে চন্দনগুঁড়া মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এ ছাড়া আমন্ড বাদাম বাটার সঙ্গে চন্দনগুঁড়া ও দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে রোদে পোড়া ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। সে ক্ষেত্রে এই প্যাক ২০ মিনিট ত্বকে রেখে কুসুম গরম পানি ও নরম তোয়ালে দিয়ে রগড়ে ত্বক ধুয়ে নিতে হবে।

সান ট্যান ও মরা কোষ দূর করে চিনি ও লেবুর রসের ফেসপ্যাক

প্রায় সবার হেঁশেলে এই দুটো উপাদান পাওয়া যায়। লেবুতে রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। এগুলো ত্বকের রোদে পোড়া দাগ ও অন্যান্য কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে। অন্যদিকে চিনি হচ্ছে প্রাকৃতিক এক্সফোলিয়েটর, যা রোদে পোড়া দাগ দূর করে ত্বক নরম ও উজ্জ্বল করে তোলে।

চিনি হচ্ছে প্রাকৃতিক এক্সফলিয়েটর, যা রোদে পোড়া দাগ দূর করে ত্বক নরম ও উজ্জ্বল করে তোলে। ছবি: আজকের পত্রিকা
চিনি হচ্ছে প্রাকৃতিক এক্সফলিয়েটর, যা রোদে পোড়া দাগ দূর করে ত্বক নরম ও উজ্জ্বল করে তোলে। ছবি: আজকের পত্রিকা

মুলতানি মাটির ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক

মিসরের রানি ক্লিওপেট্রা থেকে শুরু করে প্রাচীন ভারতের রাজ-রাজড়াদের রূপচর্চায় মুলতানি মাটি ছিল অন্যতম উপকরণ। রোদে পোড়া দাগ থেকে মুক্তি পেতে ও ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে এর জুড়ি নেই। মুলতানি মাটির সঙ্গে টক দই, গোলাপজল ও মধু মিশিয়ে রোদে পোড়া অংশে ব্যবহার করুন। তারপর আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

রোদ-বৃষ্টির এই লুকোচুরির সময়ে যত্ন নিলে ত্বকের রোদে পোড়া দাগ থেকে মুক্তি মিলবে। বাড়তি সুরক্ষার জন্য সানস্ক্রিন লোশন বা পাউডার, ছাতা ও সানগ্লাস তো রয়েছেই!

সূত্র: হেলথ লাইন, স্টাইলক্রেজ ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত