সানজিদা সামরিন, ঢাকা
নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।
চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’
কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।
শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।
তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।
দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।
চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’
কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।
শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।
তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।
দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেআমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
১ দিন আগে