ফিচার ডেস্ক
বড় নখ রাখা যে কারও ব্যক্তিগত পছন্দের বিষয়। যাঁরা নখ বড় রাখতে ভালোবাসেন, তাঁদের জন্য বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’ এবার ১০টি ট্রেন্ডের কথা উল্লেখ করেছে। ২০২৫ সালের নখের ট্রেন্ড বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে নখের ডিজাইন ও ফিনিশিংয়ের ক্ষেত্রে আরও বোল্ডনেস দেখা যাবে।
নখের আকার
ওভাল আকৃতি
নখের দুটি আকার সব সময় দেখা যায়। নেইল আর্টিস্ট জিনা অ্যাডওয়ার্ডস ভোগ ম্যাগাজিনকে বলেছেন, এ বছর জনপ্রিয় হবে ওভাল নখ। ডিমের আকারের সঙ্গে তুলনা করা হয় এগুলোকে। এই ধরনের নখ সাধারণত লম্বা ও তীক্ষ্ণ হয়।
কাঠবাদাম আকৃতি
এ বছর তালিকার দ্বিতীয় স্থানে থাকবে কাঠবাদাম কিংবা আমন্ড আকৃতির নখ। এই নখগুলো সামনের দিকে ধীরে ধীরে সরু হয়ে কাঠবাদামের মতো আকৃতি ধারণ করে। এটি হতে চলেছে আকর্ষণীয় নখের আকার।
জনপ্রিয় হতে চলা নেইল পেইন্ট
বেশ কিছু নতুন রং ও ধরন এ বছর জনপ্রিয়তা পাবে। অন্যদিকে এ বছর বেশ কিছু রং ও স্টাইল কিছুটা ভিন্নরূপে আবারও বাজারে আসবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা।
ব্লাশ লেয়ার
ব্লাশ শেডস এবং নিউট্রাল রং মিশিয়ে যে রং তৈরি হয়, সেই রঙের নেইল পেইন্ট বেশি জনপ্রিয় হতে চলেছে এ বছর। কারণ, এই ধরনের রং যেকোনো রঙের পোশাকের সঙ্গে সুন্দর মানিয়ে যায়।
ইরিডিসেন্ট টেক্সচার
নেইল আর্টিস্ট টম বাচিক জানান, মানুষের পছন্দের রংগুলো কিছুটা উজ্জ্বল আলোর সঙ্গে মিলে গেলে যে রং পাওয়া যায়, সেগুলো এবার জনপ্রিয়তা পাবে। যেমন ইরিডিসেন্ট ক্রোম টেক্সচার। যেখানে চাকচিক্য থাকবে এবং যেকোনো ক্যামেরা ইফেক্টে সেই রংগুলো অন্য রকম দেখাবে। এ ক্ষেত্রে সীমার বা স্পার্কলস বেছে নেওয়া যেতে পারে।
সোপ নেইল পেইন্ট
কিছুটা সাবানের মতো দেখতে রংগুলো গত বছর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এ বছরও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা। সোপ নেইল পেইন্ট পরিষ্কার এবং সদ্য ম্যানিকিউর করা হয়েছে এমন একটি লুক দেয় নখগুলোকে।
মিল্ক বাথ নেইল
মিল্ক বাথ নেইল ২০২৫ সালে আরও বেশি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা। যেকোনো শেড মিশিয়ে সেই মিল্কি টোন পাওয়া সম্ভব। বিশেষ করে হালকা ল্যাভেন্ডার ও গোলাপি রং মেশালে যে রং তৈরি হয়, সেই শেড মানুষের বেশি পছন্দ। এটি নখকে কিছুটা বিলাসী ভাইব দেয়।
ক্যাট আই ইফেক্ট
মেটালিক টেক্সচার দিয়ে শুরু হয়ে নখের কেন্দ্রে একটি তির্যক রেখা টেনে তৈরি করা হয় ক্যাট আই ইফেক্ট।
বিগ অ্যান্ড বোল্ড ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ নেইল ক্ল্যাসিক থেকে সাহসী হয়ে উঠেছে। নখের মাথার দিকে সাদা রঙের স্ট্রিপ দেওয়া স্টাইলটি সরে গিয়ে সেখানে আসবে রঙিন কোনো রং।
নেইলপলিশ দেওয়ার আগে
সূত্র: ভোগ
বড় নখ রাখা যে কারও ব্যক্তিগত পছন্দের বিষয়। যাঁরা নখ বড় রাখতে ভালোবাসেন, তাঁদের জন্য বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’ এবার ১০টি ট্রেন্ডের কথা উল্লেখ করেছে। ২০২৫ সালের নখের ট্রেন্ড বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে নখের ডিজাইন ও ফিনিশিংয়ের ক্ষেত্রে আরও বোল্ডনেস দেখা যাবে।
নখের আকার
ওভাল আকৃতি
নখের দুটি আকার সব সময় দেখা যায়। নেইল আর্টিস্ট জিনা অ্যাডওয়ার্ডস ভোগ ম্যাগাজিনকে বলেছেন, এ বছর জনপ্রিয় হবে ওভাল নখ। ডিমের আকারের সঙ্গে তুলনা করা হয় এগুলোকে। এই ধরনের নখ সাধারণত লম্বা ও তীক্ষ্ণ হয়।
কাঠবাদাম আকৃতি
এ বছর তালিকার দ্বিতীয় স্থানে থাকবে কাঠবাদাম কিংবা আমন্ড আকৃতির নখ। এই নখগুলো সামনের দিকে ধীরে ধীরে সরু হয়ে কাঠবাদামের মতো আকৃতি ধারণ করে। এটি হতে চলেছে আকর্ষণীয় নখের আকার।
জনপ্রিয় হতে চলা নেইল পেইন্ট
বেশ কিছু নতুন রং ও ধরন এ বছর জনপ্রিয়তা পাবে। অন্যদিকে এ বছর বেশ কিছু রং ও স্টাইল কিছুটা ভিন্নরূপে আবারও বাজারে আসবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা।
ব্লাশ লেয়ার
ব্লাশ শেডস এবং নিউট্রাল রং মিশিয়ে যে রং তৈরি হয়, সেই রঙের নেইল পেইন্ট বেশি জনপ্রিয় হতে চলেছে এ বছর। কারণ, এই ধরনের রং যেকোনো রঙের পোশাকের সঙ্গে সুন্দর মানিয়ে যায়।
ইরিডিসেন্ট টেক্সচার
নেইল আর্টিস্ট টম বাচিক জানান, মানুষের পছন্দের রংগুলো কিছুটা উজ্জ্বল আলোর সঙ্গে মিলে গেলে যে রং পাওয়া যায়, সেগুলো এবার জনপ্রিয়তা পাবে। যেমন ইরিডিসেন্ট ক্রোম টেক্সচার। যেখানে চাকচিক্য থাকবে এবং যেকোনো ক্যামেরা ইফেক্টে সেই রংগুলো অন্য রকম দেখাবে। এ ক্ষেত্রে সীমার বা স্পার্কলস বেছে নেওয়া যেতে পারে।
সোপ নেইল পেইন্ট
কিছুটা সাবানের মতো দেখতে রংগুলো গত বছর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এ বছরও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা। সোপ নেইল পেইন্ট পরিষ্কার এবং সদ্য ম্যানিকিউর করা হয়েছে এমন একটি লুক দেয় নখগুলোকে।
মিল্ক বাথ নেইল
মিল্ক বাথ নেইল ২০২৫ সালে আরও বেশি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা। যেকোনো শেড মিশিয়ে সেই মিল্কি টোন পাওয়া সম্ভব। বিশেষ করে হালকা ল্যাভেন্ডার ও গোলাপি রং মেশালে যে রং তৈরি হয়, সেই শেড মানুষের বেশি পছন্দ। এটি নখকে কিছুটা বিলাসী ভাইব দেয়।
ক্যাট আই ইফেক্ট
মেটালিক টেক্সচার দিয়ে শুরু হয়ে নখের কেন্দ্রে একটি তির্যক রেখা টেনে তৈরি করা হয় ক্যাট আই ইফেক্ট।
বিগ অ্যান্ড বোল্ড ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ নেইল ক্ল্যাসিক থেকে সাহসী হয়ে উঠেছে। নখের মাথার দিকে সাদা রঙের স্ট্রিপ দেওয়া স্টাইলটি সরে গিয়ে সেখানে আসবে রঙিন কোনো রং।
নেইলপলিশ দেওয়ার আগে
সূত্র: ভোগ
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেআমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
১ দিন আগে