জীবনধারা ডেস্ক
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে কোক স্টুডিও বাংলা সিজন টু এর মাধ্যমে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন সানজিদা মাহমুদ নন্দিতা। সঙ্গে ছিলেন সহশিল্পী মুকুল মজুমদার ঈশান।
নন্দিতা কেবল গান দিয়েই নন, ফ্যাশন ভাবনা দিয়েও নাড়িয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়। গয়নার নকশাকার লোরা খানের গয়নার ফেসবুক পেজ ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’তে বরাবরই দেখা মেলে লাস্য়ময়ী নন্দিতার। তাঁর ‘অ্যাসথেটিকস সেন্স’ বরাবরই প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
এত কথা বলার একটাই কারণ। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন নন্দিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত রোববার বিকেল চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছিলেন নন্দিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ সাবেকি আমলের বাগদানের নকশাদার আংটি নয় সেটি। ছিমছাম একটি রিংয়ের মাঝখানে হিরে বসানো ছিল তাতে। অনামিকায় পরা আংটিসহ হাতটি ধরে ছিলেন একজন। কে তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত অনুসারীদের মনে। নজরুলের ভাষায় বললে বলতে হবে, ‘কে তুমি জাদুকরী, বলো কে তুমি জাদুকরী?’ এই জাদুকরের নাম মুফরাত। তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফরের পুত্র। জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা–মুফরাত যুগল।
নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাঁকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুরের মেয়ে নন্দিতা পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানী ঢাকার সিটি কলেজে ভর্তি হওয়ার পর ছায়ানটে গান শিখতে শুরু করেন। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়্যালিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম হন। তারপর থেকে নিয়মিত গান করছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে ভক্তকুলের মন কেড়ে নেন নন্দিতা। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছেন এই তারকা।
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে কোক স্টুডিও বাংলা সিজন টু এর মাধ্যমে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন সানজিদা মাহমুদ নন্দিতা। সঙ্গে ছিলেন সহশিল্পী মুকুল মজুমদার ঈশান।
নন্দিতা কেবল গান দিয়েই নন, ফ্যাশন ভাবনা দিয়েও নাড়িয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়। গয়নার নকশাকার লোরা খানের গয়নার ফেসবুক পেজ ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’তে বরাবরই দেখা মেলে লাস্য়ময়ী নন্দিতার। তাঁর ‘অ্যাসথেটিকস সেন্স’ বরাবরই প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
এত কথা বলার একটাই কারণ। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন নন্দিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত রোববার বিকেল চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছিলেন নন্দিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ সাবেকি আমলের বাগদানের নকশাদার আংটি নয় সেটি। ছিমছাম একটি রিংয়ের মাঝখানে হিরে বসানো ছিল তাতে। অনামিকায় পরা আংটিসহ হাতটি ধরে ছিলেন একজন। কে তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত অনুসারীদের মনে। নজরুলের ভাষায় বললে বলতে হবে, ‘কে তুমি জাদুকরী, বলো কে তুমি জাদুকরী?’ এই জাদুকরের নাম মুফরাত। তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফরের পুত্র। জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা–মুফরাত যুগল।
নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাঁকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুরের মেয়ে নন্দিতা পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানী ঢাকার সিটি কলেজে ভর্তি হওয়ার পর ছায়ানটে গান শিখতে শুরু করেন। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়্যালিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম হন। তারপর থেকে নিয়মিত গান করছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে ভক্তকুলের মন কেড়ে নেন নন্দিতা। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছেন এই তারকা।
সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক?
৫ ঘণ্টা আগেগাজরের রস গুরুত্বপূর্ণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে। যেমন চোখের স্বাস্থ্যের উন্নতি, ক্যানসার প্রতিরোধে সহায়তা এবং লিভারের সুরক্ষা।
৭ ঘণ্টা আগেঅতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
১৯ ঘণ্টা আগেবিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এশীয় দেশগুলোর দাপট বজায় রেখে তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এ বছরের ‘হেনলি পাসপোর্ট ইন্ডেক্স’-এ এই চিত্র উঠে এসেছে।
২১ ঘণ্টা আগে