ফারিয়া রহমান খান
অফিস শেষে কোনো একটা পার্টি আছে। বাড়ি ফিরে দ্রুত তৈরি হয়ে নিতে কাবার্ডে ঝোলানো লাল শাড়ি বা লাল রঙের পোশাকই এযাত্রায় আপনাকে বাঁচিয়ে দেবে। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জা কেমন হবে, সেটা অবশ্যই জানা প্রয়োজন।
টুকটুকে লাল ঠোঁট
এই পোশাকের সঙ্গে লাল রঙের লিপস্টিকের ব্যবহার একই সঙ্গে ক্লাসিক এবং ক্লাসি একটা লুক দেয়। লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে আপনার বেজ মেকআপ অবশ্যই খুব ন্যাচারাল হতে হবে। হালকা মেকআপে লাল লিপস্টিক ব্যবহার করলে মুখের মূল আকর্ষণ হবে আপনার ঠোঁট। এ ক্ষেত্রে লাল লিপলাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে নিয়ে তারপর লিপস্টিক দিয়ে বাকি অংশ পূরণ করবেন।
এভাবে লিপস্টিক দিলে ঠোঁটের আকারটা সুন্দরমতো ফুটে ওঠে এবং দীর্ঘ সময় পর্যন্ত লিপস্টিক স্থায়ী হয়।
ক্ল্যাসিক স্মোকি চোখ
সন্ধ্য়াবেলায় যদি পশ্চিমা ঘরানার কোনো লাল পোশাক পরেন, তাহলে ঠোঁটে লাল লিপস্টিক দিতে হবে, সঙ্গে চোখের সাজটাও হতে পারে স্মোকি। এ ক্ষেত্রে চোখের পাতায় কালো ও নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করে সাজটাকে করে তুলতে পারেন অনবদ্য।
ডানাকাটা চোখ
যদি আপনার চোখকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে চোখের ওপর মোটা করে আইলাইনার টেনে দিন। আইলাইনার চোখের সীমা ছেড়ে খানিকটা বেশিই টানুন। কালো উইং আইলাইন যাকে বলে। এ ক্ষেত্রে লিপস্টিকের রং লাল বাদে অন্য যেকোনো নিউট্রাল রং হলে ভালো হয়। টানা কাজল বা ডানাকাটা চোখ যেকোনো পোশাকের সঙ্গেই খুব সুন্দর মানিয়ে যায়।
ন্যাচারাল মেকআপ লুক
খুব হালকা করে ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। সঙ্গে ব্লাশ, কনসিলার ও হাইলাইটার খুবই হালকা করে ব্যবহার করুন, যাতে একটা ন্যাচারাল লুক তৈরি হয়।
সাজের সঙ্গে অলংকার
সোনালি বা লাল রঙের সঙ্গে খুব মানায়। লাল রঙের পোশাকের সঙ্গে অলংকার হালকা পরলেই ভালো। এ ক্ষেত্রে হাতে সোনালি ব্রেসলেট, কানে ছোট টপ, গলায় একটা গোল্ডেন চেইন ও আঙুলে আংটি পরলেই দেখতে চমৎকার লাগবে। বেশি কিছুর দরকার নেই। তবে লাল শাড়ি হলে হাতভর্তি লাল রেশমি চুরি ও একটু ভারী অলংকার পরলে বেশ মানাবে। সঙ্গে কপালে একটা টিপ দিতে যেন ভুলবেন না।
সূত্র: লঁরিয়েল প্যারিস ইউএসএ ও অন্যান্য
অফিস শেষে কোনো একটা পার্টি আছে। বাড়ি ফিরে দ্রুত তৈরি হয়ে নিতে কাবার্ডে ঝোলানো লাল শাড়ি বা লাল রঙের পোশাকই এযাত্রায় আপনাকে বাঁচিয়ে দেবে। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জা কেমন হবে, সেটা অবশ্যই জানা প্রয়োজন।
টুকটুকে লাল ঠোঁট
এই পোশাকের সঙ্গে লাল রঙের লিপস্টিকের ব্যবহার একই সঙ্গে ক্লাসিক এবং ক্লাসি একটা লুক দেয়। লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে আপনার বেজ মেকআপ অবশ্যই খুব ন্যাচারাল হতে হবে। হালকা মেকআপে লাল লিপস্টিক ব্যবহার করলে মুখের মূল আকর্ষণ হবে আপনার ঠোঁট। এ ক্ষেত্রে লাল লিপলাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে নিয়ে তারপর লিপস্টিক দিয়ে বাকি অংশ পূরণ করবেন।
এভাবে লিপস্টিক দিলে ঠোঁটের আকারটা সুন্দরমতো ফুটে ওঠে এবং দীর্ঘ সময় পর্যন্ত লিপস্টিক স্থায়ী হয়।
ক্ল্যাসিক স্মোকি চোখ
সন্ধ্য়াবেলায় যদি পশ্চিমা ঘরানার কোনো লাল পোশাক পরেন, তাহলে ঠোঁটে লাল লিপস্টিক দিতে হবে, সঙ্গে চোখের সাজটাও হতে পারে স্মোকি। এ ক্ষেত্রে চোখের পাতায় কালো ও নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করে সাজটাকে করে তুলতে পারেন অনবদ্য।
ডানাকাটা চোখ
যদি আপনার চোখকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে চোখের ওপর মোটা করে আইলাইনার টেনে দিন। আইলাইনার চোখের সীমা ছেড়ে খানিকটা বেশিই টানুন। কালো উইং আইলাইন যাকে বলে। এ ক্ষেত্রে লিপস্টিকের রং লাল বাদে অন্য যেকোনো নিউট্রাল রং হলে ভালো হয়। টানা কাজল বা ডানাকাটা চোখ যেকোনো পোশাকের সঙ্গেই খুব সুন্দর মানিয়ে যায়।
ন্যাচারাল মেকআপ লুক
খুব হালকা করে ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। সঙ্গে ব্লাশ, কনসিলার ও হাইলাইটার খুবই হালকা করে ব্যবহার করুন, যাতে একটা ন্যাচারাল লুক তৈরি হয়।
সাজের সঙ্গে অলংকার
সোনালি বা লাল রঙের সঙ্গে খুব মানায়। লাল রঙের পোশাকের সঙ্গে অলংকার হালকা পরলেই ভালো। এ ক্ষেত্রে হাতে সোনালি ব্রেসলেট, কানে ছোট টপ, গলায় একটা গোল্ডেন চেইন ও আঙুলে আংটি পরলেই দেখতে চমৎকার লাগবে। বেশি কিছুর দরকার নেই। তবে লাল শাড়ি হলে হাতভর্তি লাল রেশমি চুরি ও একটু ভারী অলংকার পরলে বেশ মানাবে। সঙ্গে কপালে একটা টিপ দিতে যেন ভুলবেন না।
সূত্র: লঁরিয়েল প্যারিস ইউএসএ ও অন্যান্য
২০২৪ সালের এপ্রিলে কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ইনস্টাগ্রাম স্টোরিই লাবুবুকে জনপ্রিয় করে তোলে। ২০১৯ সালে বাজারে এলেও এত বছরে খুব একটা জনপ্রিয়তা পায়নি বিদঘুটে দেখতে এই পুতুলগুলো।
১৪ ঘণ্টা আগেএখন আমড়ার সময়। বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের আমড়া। শখের রাঁধুনি যাঁরা এই প্রথমবারের মতো আমড়ার আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৬ ঘণ্টা আগেঅফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি—দাওয়াতে যেতে হবে। ওদিকে সারা দিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
২ দিন আগেএকজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে এর ফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
২ দিন আগে