ফিচার ডেস্ক
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক?
৫ ঘণ্টা আগেগাজরের রস গুরুত্বপূর্ণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে। যেমন চোখের স্বাস্থ্যের উন্নতি, ক্যানসার প্রতিরোধে সহায়তা এবং লিভারের সুরক্ষা।
৭ ঘণ্টা আগেঅতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
১৯ ঘণ্টা আগেবিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এশীয় দেশগুলোর দাপট বজায় রেখে তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এ বছরের ‘হেনলি পাসপোর্ট ইন্ডেক্স’-এ এই চিত্র উঠে এসেছে।
২১ ঘণ্টা আগে