ফিচার ডেস্ক
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
ফ্রান্স ও বেলজিয়ামের কয়েকটি শহর অনেক বছর ধরে তাদের বাসিন্দাদের বিনা মূল্যে মুরগি দিচ্ছে। ফ্রান্সের কোলমার শহরের তৎকালীন প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার ২০১৪ সালে ‘একটি পরিবার, একটি মুরগি’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
১ দিন আগেসকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
৩ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
৩ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
৩ দিন আগে