ফিচার ডেস্ক
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
খাগড়াছড়িকে টাটা জানিয়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে পৌঁছে গাড়ি ব্রেক করল। একজন গিয়ে সবার নাম-ঠিকানা লিখিয়ে এল। নিরিবিলি পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চলছে। যত এগিয়ে যাই, সামনের পাহাড় যেন ততই দূরে সরে যায়। যাচ্ছি আর থামছি। চারপাশের মায়াময় প্রকৃতি আমাদের আচ্ছন্ন করে রাখে।
১ ঘণ্টা আগেএ বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে টানা অষ্টমবারের মতো বিশ্বের সুখী দেশ হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। অন্যদিকে, তালিকায় এবার ইতিহাসের সবচেয়ে নিচে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটি আছে ২৪তম স্থানে।
১ ঘণ্টা আগেনেপালের কাঠমান্ডুভিত্তিক ট্যুর অপারেটর ‘সোশ্যাল ট্যুরস’-এর প্রতিষ্ঠাতা রাজ গ্যাওয়ালি। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। সম্প্রতি আমেরিকান এক পর্যটক নেপাল ভ্রমণ পুরোপুরি নিশ্চিত করেও তা বাতিল করে দেন। ট্রাম্প প্রশাসনের সময় বিদেশ ভ্রমণ তাঁর জন্য নিরাপদ...
১ ঘণ্টা আগেবর্তমানে সলো ট্রাভেলিং বা একক ভ্রমণ সব দেশের মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকে এখন একা ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন। জেন-জিদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
১ ঘণ্টা আগে