আমিনুল ইসলাম নাবিল
উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসাসহ জীবন ও জীবিকার নানা তাগিদে মানুষজন ঢাকামুখী হয়েছে। ঢাকা হয়ে উঠেছে নানা অঞ্চলের মানুষের কেন্দ্রস্থল। এখানকার মানুষদের সঙ্গে কথা বলে বোঝার উপায় নেই কার অঞ্চল কোথায়। সবার মাঝেই যেন আঞ্চলিক ভাষা পরিহার করে প্রমিত ভাষায় কথা বলার আপ্রাণ চেষ্টা। শিক্ষাব্যবস্থা, সামাজিক প্রেক্ষাপট, চাকরির ক্ষেত্র সবকিছুই গড়ে উঠেছে প্রমিত ভাষাকে কেন্দ্র করেই। ফলে ইচ্ছায়, কিংবা অনিচ্ছায় মানুষ আঞ্চলিক ভাষার বদলে প্রমিত ভাষাতেই অভ্যস্ত হয়ে উঠছে।
ঠিক কোন তাড়নায় আঞ্চলিক ভাষা ছেড়ে প্রমিত ভাষায় কথা বলা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান খান বলেন, ‘প্রমিত ভাষায় কথা না বললে মূল্যায়ন পাওয়া যায় না। আঞ্চলিক ভাষায় কথা বলা অযোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয়। প্রেজেন্টেশনে ভালো নম্বর, বিতর্ক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠনে ভালো দক্ষতা-পদবি, চাকরির সাক্ষাৎকারে সাফল্য, অফিসের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রমিত উচ্চারণ সহায়ক ভূমিকা রাখে। প্রমিত উচ্চারণ ভালো করে—এমন মানুষেরাই টেলিভিশন কিংবা সরাসরি কোনো অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে নিজেদের জায়গা করে নেয়।’
প্রাতিষ্ঠানিক মূল্যায়নের আকাঙ্ক্ষা, অবমূল্যায়ন হওয়ার শঙ্কা থেকেই মানুষ আঞ্চলিকতা পরিহার করে প্রমিত উচ্চারণের দিকে ঝুঁকছে বলে মনে করেন তিনি।
ইমরান খান আরও বলেন, ‘আমার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। বরিশালের ভাষা নিয়ে মানুষজন নানা মশকরা করে। বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক দেখে তাদের মাঝে এই প্রবণতা বাড়ছে। ‘এ মনু’, ‘গেদু’, ‘ডাইলে নুন দেছো না দেবা’ ইত্যাদি শব্দ নিয়ে বিদ্রূপের শেষ নেই। শুধু যে বরিশাল অঞ্চলের ভাষা নিয়েই মানুষ বিদ্রূপ করে, তা নয়, অন্য অঞ্চলের ভাষা নিয়েও ঠাট্টা করার প্রবণতা আছে। এসব থেকে বাঁচতে অনেকটা বাধ্য হয়েই মানুষকে প্রমিত উচ্চারণে কথা বলতে হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী দীপাঞ্জলি রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীই ঢাকার বাইরের স্কুল-কলেজ থেকে আসে। আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য অনেকেই হীনমন্যতায় ভোগেন। সবার সঙ্গে চলতে গেলে, বন্ধুত্ব গড়তে গেলে আঞ্চলিক ভাষা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। বন্ধু বাড়ানোর তাগিদে এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয় থেকেই মূলত তাঁরা আঞ্চলিক ভাষা পরিহার করে প্রমিত ভাষার চর্চা করেন।’
‘এ ছাড়াও অনেক সময় একই পরিবেশে থাকতে থাকতে ভাষাটা এমনিতেই পরিবর্তন হয়ে যায়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়েই ভাষার পরিবর্তনটা চলে আসে’, যোগ করেন দীপাঞ্জলি রায়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী আফসানা আলম বলেন, ‘আঞ্চলিক ভাষায় কথা বললেই যে কাউকে আনস্মার্ট ভাবতে হবে—এমন ধারণা ঠিক নয়। এটাকে সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত করা দরকার। অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য, এটার ভাষার সৌন্দর্য।’
আঞ্চলিক ভাষা থাকবে, তবে সেই সঙ্গে প্রমিত ভাষার চর্চা জরুরি উল্লেখ করে বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদাত হোসেন নিপু বলেন, ‘মাতৃভাষা বলতে বাংলা ভাষা। বাংলা ভাষার একটা প্রমিত রূপ আছে। আঞ্চলিক ভাষা থাকবে। কিন্তু আমরা ভাষাটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা প্রমিত উচ্চারণে অবশ্যই আমাদের যেতে হবে। যার মধ্য দিয়ে আমরা বিশ্বময় ছড়িয়ে যাব এবং বিশ্ব বাঙালি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করব।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘আঞ্চলিক ভাষায় অবশ্যই কথা বলব। কিন্তু যখন এমন জায়গায় যাব, যেখানে সকল অঞ্চলের মানুষের উপস্থিতি আছে, সেখানে যোগাযোগের স্বার্থে অবশ্যই প্রমিত ভাষাটা চলে আসবে। সে হিসেবে প্রমিত ভাষা জানা জরুরি। ভাষার বিকাশ ও বিবর্তনের ধারাতেই প্রমিত ভাষা এসেছে। এটিকে খাটো করে দেখার সুযোগ নেই। সারা বিশ্বে বাংলাকে পরিচিত করানোর যে বিষয়, সেটা প্রমিত ভাষাতেই অনেক বেশি সম্ভব। প্রমিত ভাষা মূলত আমাদের ভাষাকেই সমৃদ্ধ করে। আমি মনে করি আঞ্চলিক ভাষার সঙ্গে প্রমিত ভাষার কোনো বিরোধ নেই।’
মুক্তা বাড়ৈ আরও বলেন, ‘আমরা যখন জ্ঞান-বিজ্ঞানের উন্নততর শিখরে যাব, সেই জায়গায় কিন্তু প্রমিত ভাষা যোগসূত্র তৈরি করে। আঞ্চলিক ভাষার চেয়ে প্রমিত ভাষা দিয়ে বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। আঞ্চলিক ভাষা তো থাকবেই। তবে আমি মনে করি ছোটবেলা থেকেই প্রমিত ভাষাটা শেখানো জরুরি। অনেক সময় এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের ভাষা বুঝতে পারে না। এতে আঞ্চলিক ভাষাগত যে বৈষম্য তৈরি হয়, সেটি কমে আসবে।’
আরও পড়ুন:
উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসাসহ জীবন ও জীবিকার নানা তাগিদে মানুষজন ঢাকামুখী হয়েছে। ঢাকা হয়ে উঠেছে নানা অঞ্চলের মানুষের কেন্দ্রস্থল। এখানকার মানুষদের সঙ্গে কথা বলে বোঝার উপায় নেই কার অঞ্চল কোথায়। সবার মাঝেই যেন আঞ্চলিক ভাষা পরিহার করে প্রমিত ভাষায় কথা বলার আপ্রাণ চেষ্টা। শিক্ষাব্যবস্থা, সামাজিক প্রেক্ষাপট, চাকরির ক্ষেত্র সবকিছুই গড়ে উঠেছে প্রমিত ভাষাকে কেন্দ্র করেই। ফলে ইচ্ছায়, কিংবা অনিচ্ছায় মানুষ আঞ্চলিক ভাষার বদলে প্রমিত ভাষাতেই অভ্যস্ত হয়ে উঠছে।
ঠিক কোন তাড়নায় আঞ্চলিক ভাষা ছেড়ে প্রমিত ভাষায় কথা বলা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান খান বলেন, ‘প্রমিত ভাষায় কথা না বললে মূল্যায়ন পাওয়া যায় না। আঞ্চলিক ভাষায় কথা বলা অযোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয়। প্রেজেন্টেশনে ভালো নম্বর, বিতর্ক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠনে ভালো দক্ষতা-পদবি, চাকরির সাক্ষাৎকারে সাফল্য, অফিসের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রমিত উচ্চারণ সহায়ক ভূমিকা রাখে। প্রমিত উচ্চারণ ভালো করে—এমন মানুষেরাই টেলিভিশন কিংবা সরাসরি কোনো অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে নিজেদের জায়গা করে নেয়।’
প্রাতিষ্ঠানিক মূল্যায়নের আকাঙ্ক্ষা, অবমূল্যায়ন হওয়ার শঙ্কা থেকেই মানুষ আঞ্চলিকতা পরিহার করে প্রমিত উচ্চারণের দিকে ঝুঁকছে বলে মনে করেন তিনি।
ইমরান খান আরও বলেন, ‘আমার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। বরিশালের ভাষা নিয়ে মানুষজন নানা মশকরা করে। বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক দেখে তাদের মাঝে এই প্রবণতা বাড়ছে। ‘এ মনু’, ‘গেদু’, ‘ডাইলে নুন দেছো না দেবা’ ইত্যাদি শব্দ নিয়ে বিদ্রূপের শেষ নেই। শুধু যে বরিশাল অঞ্চলের ভাষা নিয়েই মানুষ বিদ্রূপ করে, তা নয়, অন্য অঞ্চলের ভাষা নিয়েও ঠাট্টা করার প্রবণতা আছে। এসব থেকে বাঁচতে অনেকটা বাধ্য হয়েই মানুষকে প্রমিত উচ্চারণে কথা বলতে হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী দীপাঞ্জলি রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীই ঢাকার বাইরের স্কুল-কলেজ থেকে আসে। আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য অনেকেই হীনমন্যতায় ভোগেন। সবার সঙ্গে চলতে গেলে, বন্ধুত্ব গড়তে গেলে আঞ্চলিক ভাষা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। বন্ধু বাড়ানোর তাগিদে এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয় থেকেই মূলত তাঁরা আঞ্চলিক ভাষা পরিহার করে প্রমিত ভাষার চর্চা করেন।’
‘এ ছাড়াও অনেক সময় একই পরিবেশে থাকতে থাকতে ভাষাটা এমনিতেই পরিবর্তন হয়ে যায়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়েই ভাষার পরিবর্তনটা চলে আসে’, যোগ করেন দীপাঞ্জলি রায়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী আফসানা আলম বলেন, ‘আঞ্চলিক ভাষায় কথা বললেই যে কাউকে আনস্মার্ট ভাবতে হবে—এমন ধারণা ঠিক নয়। এটাকে সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত করা দরকার। অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য, এটার ভাষার সৌন্দর্য।’
আঞ্চলিক ভাষা থাকবে, তবে সেই সঙ্গে প্রমিত ভাষার চর্চা জরুরি উল্লেখ করে বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদাত হোসেন নিপু বলেন, ‘মাতৃভাষা বলতে বাংলা ভাষা। বাংলা ভাষার একটা প্রমিত রূপ আছে। আঞ্চলিক ভাষা থাকবে। কিন্তু আমরা ভাষাটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা প্রমিত উচ্চারণে অবশ্যই আমাদের যেতে হবে। যার মধ্য দিয়ে আমরা বিশ্বময় ছড়িয়ে যাব এবং বিশ্ব বাঙালি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করব।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘আঞ্চলিক ভাষায় অবশ্যই কথা বলব। কিন্তু যখন এমন জায়গায় যাব, যেখানে সকল অঞ্চলের মানুষের উপস্থিতি আছে, সেখানে যোগাযোগের স্বার্থে অবশ্যই প্রমিত ভাষাটা চলে আসবে। সে হিসেবে প্রমিত ভাষা জানা জরুরি। ভাষার বিকাশ ও বিবর্তনের ধারাতেই প্রমিত ভাষা এসেছে। এটিকে খাটো করে দেখার সুযোগ নেই। সারা বিশ্বে বাংলাকে পরিচিত করানোর যে বিষয়, সেটা প্রমিত ভাষাতেই অনেক বেশি সম্ভব। প্রমিত ভাষা মূলত আমাদের ভাষাকেই সমৃদ্ধ করে। আমি মনে করি আঞ্চলিক ভাষার সঙ্গে প্রমিত ভাষার কোনো বিরোধ নেই।’
মুক্তা বাড়ৈ আরও বলেন, ‘আমরা যখন জ্ঞান-বিজ্ঞানের উন্নততর শিখরে যাব, সেই জায়গায় কিন্তু প্রমিত ভাষা যোগসূত্র তৈরি করে। আঞ্চলিক ভাষার চেয়ে প্রমিত ভাষা দিয়ে বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। আঞ্চলিক ভাষা তো থাকবেই। তবে আমি মনে করি ছোটবেলা থেকেই প্রমিত ভাষাটা শেখানো জরুরি। অনেক সময় এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের ভাষা বুঝতে পারে না। এতে আঞ্চলিক ভাষাগত যে বৈষম্য তৈরি হয়, সেটি কমে আসবে।’
আরও পড়ুন:
সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি, ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশ্ববিখ্যাত রন্ধনশৈলীর জন্য পরিচিত পোল্যান্ড। মধ্য ইউরোপের এই সুন্দর দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুযোগের এক আকর্ষণীয় কেন্দ্র। তৃতীয় দেশের নাগরিকেরা, যার মধ্যে বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত, পোল্যান্ডে স্থায়ী বসবাসের অনুমতিপত্রের জন্য আবেদন...
৭ ঘণ্টা আগেখাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১ দিন আগে