নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়ি দাগমুক্ত রাখতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পরিষ্কারক কিনি। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপকরণ, যা দিয়ে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন পরিষ্কারক। বেকিং পাউডার, লেবু, লবণ প্রভৃতি দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করা যায়।
বেসিন ও সিংক
গরম পানিতে আধা কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার দিন। গরম মিশ্রণটি সিংক বা বেসিনে ঢেলে দিন। বুদ্বুদ ওঠা পানি নেমে গেলে আরও এক বালতি গরম পানি ঢেলে দিন। এটি আপনার বেসিন ও সিংককে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করবে।
চপিং বোর্ড
চপিং বোর্ডে লবণ ছড়িয়ে লেবু মাঝখান থেকে কেটে ঘষতে থাকুন। ব্যস, ঝকঝকে হয়ে উঠবে চপিং বোর্ড। অনেক কম সময়ে এভাবে চপিং বোর্ড পরিষ্কার করা যায়।
জানালা, কাচ, মেঝে
টকজাতীয় ফল; যেমন, লেবুর রসের সঙ্গে ভিনেগারের মিশ্রণ ভালো পরিষ্কারক। কমলা বা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে বোতলে ভরুন। বোতলটি ভিনেগার দিয়ে পূর্ণ করুন। দুই সপ্তাহ এভাবে রেখে দিন। এরপর খোসাগুলো ফেলে দিন। খোসা ভেজানো ভিনেগারে সমান পরিমাণ পানি মিশিয়ে জানালা, কাচ, মেঝেতে ব্যবহার করুন।
ফ্রিজ
এক কাপ ভিনেগার, এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর ওয়াইপার দিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। এতে ফ্রিজের গন্ধ দূর হবে।
শাওয়ার হেড
পলিব্যাগে হোয়াইট ভিনেগার ও ২–৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন। শাওয়ার হেড ভিনেগারপূর্ণ ব্যাগে ডুবিয়ে ভালোভাবে বেঁধে সারা রাত রেখে দিন। সকালবেলা একবার মুছে নিলেই চকচকে হয়ে উঠবে মরচে পড়া শাওয়ার হেড।
সূত্র: ডেইলি মেইল
বাড়ি দাগমুক্ত রাখতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পরিষ্কারক কিনি। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপকরণ, যা দিয়ে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন পরিষ্কারক। বেকিং পাউডার, লেবু, লবণ প্রভৃতি দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করা যায়।
বেসিন ও সিংক
গরম পানিতে আধা কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার দিন। গরম মিশ্রণটি সিংক বা বেসিনে ঢেলে দিন। বুদ্বুদ ওঠা পানি নেমে গেলে আরও এক বালতি গরম পানি ঢেলে দিন। এটি আপনার বেসিন ও সিংককে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করবে।
চপিং বোর্ড
চপিং বোর্ডে লবণ ছড়িয়ে লেবু মাঝখান থেকে কেটে ঘষতে থাকুন। ব্যস, ঝকঝকে হয়ে উঠবে চপিং বোর্ড। অনেক কম সময়ে এভাবে চপিং বোর্ড পরিষ্কার করা যায়।
জানালা, কাচ, মেঝে
টকজাতীয় ফল; যেমন, লেবুর রসের সঙ্গে ভিনেগারের মিশ্রণ ভালো পরিষ্কারক। কমলা বা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে বোতলে ভরুন। বোতলটি ভিনেগার দিয়ে পূর্ণ করুন। দুই সপ্তাহ এভাবে রেখে দিন। এরপর খোসাগুলো ফেলে দিন। খোসা ভেজানো ভিনেগারে সমান পরিমাণ পানি মিশিয়ে জানালা, কাচ, মেঝেতে ব্যবহার করুন।
ফ্রিজ
এক কাপ ভিনেগার, এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর ওয়াইপার দিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। এতে ফ্রিজের গন্ধ দূর হবে।
শাওয়ার হেড
পলিব্যাগে হোয়াইট ভিনেগার ও ২–৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন। শাওয়ার হেড ভিনেগারপূর্ণ ব্যাগে ডুবিয়ে ভালোভাবে বেঁধে সারা রাত রেখে দিন। সকালবেলা একবার মুছে নিলেই চকচকে হয়ে উঠবে মরচে পড়া শাওয়ার হেড।
সূত্র: ডেইলি মেইল
বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
৪ ঘণ্টা আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
৪ ঘণ্টা আগেবীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর...
৪ ঘণ্টা আগেভ্রমণে গিয়ে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং একটি সাধারণ সমস্যা। এই সমস্যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। রাস্তার ফুচকা, স্ট্রিট ফুড কিংবা বিদেশের কোনো রেস্তোরাঁ—যেখানেই কিছু খান না কেন, অসাবধানতার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
৪ ঘণ্টা আগে