Ajker Patrika

ঘরের উপকরণে তৈরি পরিষ্কারক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরের উপকরণে তৈরি পরিষ্কারক

বাড়ি দাগমুক্ত রাখতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পরিষ্কারক কিনি। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপকরণ, যা দিয়ে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন পরিষ্কারক। বেকিং পাউডার, লেবু, লবণ প্রভৃতি দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করা যায়। 

বেসিন ও সিংক

গরম পানিতে আধা কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার দিন। গরম মিশ্রণটি সিংক বা বেসিনে ঢেলে দিন। বুদ্‌বুদ ওঠা পানি নেমে গেলে আরও এক বালতি গরম পানি ঢেলে দিন। এটি আপনার বেসিন ও সিংককে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করবে। 

চপিং বোর্ড

চপিং বোর্ডে লবণ ছড়িয়ে লেবু মাঝখান থেকে কেটে ঘষতে থাকুন। ব্যস, ঝকঝকে হয়ে উঠবে চপিং বোর্ড। অনেক কম সময়ে এভাবে চপিং বোর্ড পরিষ্কার করা যায়। 

জানালা, কাচ, মেঝে

টকজাতীয় ফল; যেমন, লেবুর রসের সঙ্গে ভিনেগারের মিশ্রণ ভালো পরিষ্কারক। কমলা বা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে বোতলে ভরুন। বোতলটি ভিনেগার দিয়ে পূর্ণ করুন। দুই সপ্তাহ এভ‍াবে রেখে দিন। এরপর খোসাগুলো ফেলে দিন। খোসা ভেজানো ভিনেগারে সমান পরিমাণ পানি মিশিয়ে জানালা, কাচ, মেঝেতে ব্যবহার করুন। 

ফ্রিজ

এক কাপ ভিনেগার, এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর ওয়াইপার দিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। এতে ফ্রিজের গন্ধ দূর হবে। 

শাওয়ার হেড

পলিব্যাগে হোয়াইট ভিনেগার ও ২–৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন। শাওয়ার হেড ভিনেগারপূর্ণ ব্যাগে ডুবিয়ে ভালোভাবে বেঁধে সারা রাত রেখে দিন। সকালবেলা একবার মুছে নিলেই চকচকে হয়ে উঠবে মরচে পড়া শাওয়ার হেড। 

সূত্র: ডেইলি মেইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত