আফসানা বেগম
সুনির্দিষ্ট সময় পরে পেছনে ফিরে তাকানো চলে। কতটুকু এগোলাম? পেছনে ফিরে তাকালে কত কিছুই না দেখা যায়। দেখার পরিধি ক্রমেই ছোট করে এনে স্থির হতে পারি ‘বাংলাদেশের নারী’-সংক্রান্ত বিষয়াদিতে।
কয়েক শতাব্দীব্যাপী বাংলাদেশের নারীর জীবনযাপন আমূল বদলে গেছে; বিশেষ করে স্বাধীনতাযুদ্ধে বিজয়ের পর থেকে আজ অবধি নারীর অবস্থানে আশাতীত পরিবর্তন এসেছে। বাংলাদেশের নারীরা এখন স্বাধীনচেতা, স্বনির্ভর ও সমাজসচেতন হতে শিখেছেন। তবে অধিকাংশ নারী এখনো সমাজের চাপিয়ে দেওয়া লৈঙ্গিক ভূমিকা পালনের ও বস্তুত পুরুষতান্ত্রিক সমাজটিতে অধিকার আদায়, তথা নিজেকে পুরুষের সমান্তরালে স্থাপন করার সংগ্রামের মধ্য দিয়ে তাঁর জীবন অতিবাহিত করেন। কারণ, সমাজের নিয়মকানুন ও দেশের আইনের অধিকাংশ এখনো নারীবান্ধব নয়।
ক্ষেত্রবিশেষে নারীকে কোণঠাসা করতে সামাজিক অনুশাসন ও রাষ্ট্রের আইন মুখ্য ভূমিকা পালন করে। তাই সমস্যায় ডুবে থাকা সমাজে অবস্থান করেও নারীর বিশেষ অর্জন উল্লেখযোগ্য। নারীর জন্য বেঁচে থাকার যেখানে সুস্থ পরিবেশই নিশ্চিত করা যায় না, সেখানে গবেষণায়, খেলায়, শিল্পে, রাজনীতিতে নারীর উত্থান ও অর্জন এক অভূতপূর্ব সাফল্য। অন্যদিকে, ফোর্বস তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার ষষ্ঠ ক্ষমতাধর নারী হিসেবে উল্লিখিত হয়েছেন। সবচেয়ে বেশি সময় ধরে একজন নারী দেশের প্রধানমন্ত্রী থাকতে পারায় তাঁর এ অর্জন।
বর্তমান সমাজে নারী অতীতের মতো গৃহবন্দী নেই। তাই বিচিত্র নারী জীবনের সংগ্রাম যেন তাতে অনেকাংশে লাঘব হয়েছে। যেমন এবারের সাফ ফুটবল টুর্নামেন্টে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের নারীদের অনূর্ধ্ব-১৯ দল জয়লাভ করে। সাফ গেমসের ফাইনাল খেলায় এটাই বাংলাদেশের প্রথম বিজয়। এর আগেও দলটি ভারতের সঙ্গে নয়টি ম্যাচ খেলেছিল বিভিন্ন পর্বে। এর মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জয়লাভ করেছে। ফুটবল টিমের, বিশেষ করে অনূর্ধ্ব-১৯-এর নারী সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এবং বলা বাহুল্য প্রধানত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী থেকে তাঁদের উত্থান। তাই এ জয় বিশেষ তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, ২০২১ সালের নভেম্বরে নারী ক্রিকেট দল এক দিনের বিশ্বকাপের বাছাই পর্বে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে মূল পর্বে খেলার সুযোগ নিশ্চিত করে। এটাই হবে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে পা রাখা। এই সুযোগ বাংলাদেশের নারীদের জন্য বিশাল অর্জন।
এ তো গেল খেলার অঙ্গনের অর্জন, অন্যান্য সৃজনশীল ক্ষেত্রেও নারীরা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে। বছরের শেষভাগে স্থপতি মেরিনা তাবাসসুম স্যার জন স্যোন মিউজিয়ামের দেওয়া ‘স্যোন’ (Soane) পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের নারীদের জন্য গৌরব বয়ে এনেছেন। স্যোন মিউজিয়াম স্থাপত্যশিল্পে যুগান্তকারী ছাপ রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার ২০১৭ সালে প্রবর্তন করে। ৫২ বছর বয়সী মেরিনা তাবাসসুম এর আগেও একটি মসজিদের নকশাকারী হিসেবে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। স্থাপত্য নকশায় আলোর বিচিত্র ব্যবহার তাঁর নকশায় প্রতিফলিত হয়। বর্তমানে তিনি রোহিঙ্গা উদ্বাস্তুদের ক্যাম্পে এবং সমুদ্রতীরবর্তী ভূমিতে অতিদরিদ্রদের জন্য সবচেয়ে কম মূল্যের উপাদানে কী করে স্থানান্তরযোগ্য বাসস্থান তৈরি করা যায়, এ নিয়ে গবেষণায় ব্যস্ত আছেন।
করোনাকালে বাংলাদেশের বংশোদ্ভূত এক ব্রিটিশ নারীর কথা না বললেই নয়। তিনি হলেন সাদিয়া খানম। টানা ১৪ মাসের গবেষণায় তিনি ‘ভলটিক’ নামের এক স্প্রে আবিষ্কার করেছেন, যা ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকসহ আরও অনেক জীবাণু মুহূর্তে ধ্বংস করতে সক্ষম। ২০২১ সালের জুলাইয়ে আবিষ্কৃত এ স্প্রেকে এনএইচএস ও নাসা একযোগে যুগান্তকারী বলে বর্ণনা করেছে।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী থেকে শুরু করে শহুরে নারী, এমনকি বিদেশে অবস্থানকারী নারীরাও নিজ নিজ ক্ষেত্রে কাজের ছাপ রাখতে সক্ষম হচ্ছেন, এ অত্যন্ত আশার সংবাদ। দেশের সংস্কৃতি, শিল্প-বাণিজ্য ও কারুশিল্প, প্রতিটি স্থানে নারীর অবস্থান এখন সুস্পষ্ট। ২০২১ সালেই বাংলাদেশ প্রথম বাণিজ্যিক ব্যাংকে নারী সিইও প্রত্যক্ষ করেছে। নারী উদ্যোক্তা আগের চেয়ে করোনাকালে অনেকাংশে বেড়েছে। পোশাকশিল্পে নারী কর্মীর সংখ্যা এ বছর ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।
নারীর অর্জন কেবল তার অর্জন নয়, নারীর অর্জন মূলত মানবজাতিরই অর্জন।
লেখক: কথাসাহিত্যিক
সুনির্দিষ্ট সময় পরে পেছনে ফিরে তাকানো চলে। কতটুকু এগোলাম? পেছনে ফিরে তাকালে কত কিছুই না দেখা যায়। দেখার পরিধি ক্রমেই ছোট করে এনে স্থির হতে পারি ‘বাংলাদেশের নারী’-সংক্রান্ত বিষয়াদিতে।
কয়েক শতাব্দীব্যাপী বাংলাদেশের নারীর জীবনযাপন আমূল বদলে গেছে; বিশেষ করে স্বাধীনতাযুদ্ধে বিজয়ের পর থেকে আজ অবধি নারীর অবস্থানে আশাতীত পরিবর্তন এসেছে। বাংলাদেশের নারীরা এখন স্বাধীনচেতা, স্বনির্ভর ও সমাজসচেতন হতে শিখেছেন। তবে অধিকাংশ নারী এখনো সমাজের চাপিয়ে দেওয়া লৈঙ্গিক ভূমিকা পালনের ও বস্তুত পুরুষতান্ত্রিক সমাজটিতে অধিকার আদায়, তথা নিজেকে পুরুষের সমান্তরালে স্থাপন করার সংগ্রামের মধ্য দিয়ে তাঁর জীবন অতিবাহিত করেন। কারণ, সমাজের নিয়মকানুন ও দেশের আইনের অধিকাংশ এখনো নারীবান্ধব নয়।
ক্ষেত্রবিশেষে নারীকে কোণঠাসা করতে সামাজিক অনুশাসন ও রাষ্ট্রের আইন মুখ্য ভূমিকা পালন করে। তাই সমস্যায় ডুবে থাকা সমাজে অবস্থান করেও নারীর বিশেষ অর্জন উল্লেখযোগ্য। নারীর জন্য বেঁচে থাকার যেখানে সুস্থ পরিবেশই নিশ্চিত করা যায় না, সেখানে গবেষণায়, খেলায়, শিল্পে, রাজনীতিতে নারীর উত্থান ও অর্জন এক অভূতপূর্ব সাফল্য। অন্যদিকে, ফোর্বস তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার ষষ্ঠ ক্ষমতাধর নারী হিসেবে উল্লিখিত হয়েছেন। সবচেয়ে বেশি সময় ধরে একজন নারী দেশের প্রধানমন্ত্রী থাকতে পারায় তাঁর এ অর্জন।
বর্তমান সমাজে নারী অতীতের মতো গৃহবন্দী নেই। তাই বিচিত্র নারী জীবনের সংগ্রাম যেন তাতে অনেকাংশে লাঘব হয়েছে। যেমন এবারের সাফ ফুটবল টুর্নামেন্টে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের নারীদের অনূর্ধ্ব-১৯ দল জয়লাভ করে। সাফ গেমসের ফাইনাল খেলায় এটাই বাংলাদেশের প্রথম বিজয়। এর আগেও দলটি ভারতের সঙ্গে নয়টি ম্যাচ খেলেছিল বিভিন্ন পর্বে। এর মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জয়লাভ করেছে। ফুটবল টিমের, বিশেষ করে অনূর্ধ্ব-১৯-এর নারী সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এবং বলা বাহুল্য প্রধানত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী থেকে তাঁদের উত্থান। তাই এ জয় বিশেষ তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, ২০২১ সালের নভেম্বরে নারী ক্রিকেট দল এক দিনের বিশ্বকাপের বাছাই পর্বে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে মূল পর্বে খেলার সুযোগ নিশ্চিত করে। এটাই হবে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে পা রাখা। এই সুযোগ বাংলাদেশের নারীদের জন্য বিশাল অর্জন।
এ তো গেল খেলার অঙ্গনের অর্জন, অন্যান্য সৃজনশীল ক্ষেত্রেও নারীরা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে। বছরের শেষভাগে স্থপতি মেরিনা তাবাসসুম স্যার জন স্যোন মিউজিয়ামের দেওয়া ‘স্যোন’ (Soane) পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের নারীদের জন্য গৌরব বয়ে এনেছেন। স্যোন মিউজিয়াম স্থাপত্যশিল্পে যুগান্তকারী ছাপ রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার ২০১৭ সালে প্রবর্তন করে। ৫২ বছর বয়সী মেরিনা তাবাসসুম এর আগেও একটি মসজিদের নকশাকারী হিসেবে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। স্থাপত্য নকশায় আলোর বিচিত্র ব্যবহার তাঁর নকশায় প্রতিফলিত হয়। বর্তমানে তিনি রোহিঙ্গা উদ্বাস্তুদের ক্যাম্পে এবং সমুদ্রতীরবর্তী ভূমিতে অতিদরিদ্রদের জন্য সবচেয়ে কম মূল্যের উপাদানে কী করে স্থানান্তরযোগ্য বাসস্থান তৈরি করা যায়, এ নিয়ে গবেষণায় ব্যস্ত আছেন।
করোনাকালে বাংলাদেশের বংশোদ্ভূত এক ব্রিটিশ নারীর কথা না বললেই নয়। তিনি হলেন সাদিয়া খানম। টানা ১৪ মাসের গবেষণায় তিনি ‘ভলটিক’ নামের এক স্প্রে আবিষ্কার করেছেন, যা ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকসহ আরও অনেক জীবাণু মুহূর্তে ধ্বংস করতে সক্ষম। ২০২১ সালের জুলাইয়ে আবিষ্কৃত এ স্প্রেকে এনএইচএস ও নাসা একযোগে যুগান্তকারী বলে বর্ণনা করেছে।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী থেকে শুরু করে শহুরে নারী, এমনকি বিদেশে অবস্থানকারী নারীরাও নিজ নিজ ক্ষেত্রে কাজের ছাপ রাখতে সক্ষম হচ্ছেন, এ অত্যন্ত আশার সংবাদ। দেশের সংস্কৃতি, শিল্প-বাণিজ্য ও কারুশিল্প, প্রতিটি স্থানে নারীর অবস্থান এখন সুস্পষ্ট। ২০২১ সালেই বাংলাদেশ প্রথম বাণিজ্যিক ব্যাংকে নারী সিইও প্রত্যক্ষ করেছে। নারী উদ্যোক্তা আগের চেয়ে করোনাকালে অনেকাংশে বেড়েছে। পোশাকশিল্পে নারী কর্মীর সংখ্যা এ বছর ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।
নারীর অর্জন কেবল তার অর্জন নয়, নারীর অর্জন মূলত মানবজাতিরই অর্জন।
লেখক: কথাসাহিত্যিক
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে