সায়মা শহীদ, ঢাকা
একটা সময় ছিল যখন ডাইনিংরুম বা খাবার ঘর কেবল প্রয়োজনেই ব্যবহৃত হতো। তিনবেলা খাবার সাজিয়ে-গুছিয়ে পরিবেশন করে খাওয়ার পর্ব সেরে নিতে পারলেই হতো। ডাইনিংরুমের সাজসজ্জা বলতে সুন্দর টেবিল ক্লথ বিছানোই ছিল যথেষ্ট। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে রুচিতেও বদল এসেছে। এখন ডাইনিংরুমে শুধু খাওয়া দাওয়া নয়, আড্ডাও চলে। ঘরটিকে কীভাবে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তা নিয়ে ভাবছেন শৌখিন গৃহকর্তা-কর্ত্রীরা। বাসায় ঢোকার পরই ঘরটিতে পা রাখতে হয়, তাই ডাইনিংরুম হওয়া চাই পরিপাটি ও আকর্ষণীয়।
ডাইনিং টেবিল
ছোট ঘরে বড় ডাইনিং টেবিল রাখলে চলাচলে সমস্যা হয়। তাই ঘরের আয়তন অনুযায়ী ডাইনিং টেবিল বসাতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কত তার ওপরেও ডাইনিং টেবিলের আকার নির্ভর করে। ছোট পরিবার, যেমন চার সদস্যের পরিবারে চারটি চেয়ার বসানো যেতে পারে। বড় পরিবার হলে টেবিল ও চেয়ারের পাশাপাশি বেঞ্চ রাখলে বেশি মানুষ বসতে পারে। এ ছাড়া, বড় ডাইনিংরুমে বুফে, সার্ভিং কার্ট রাখা যেতে পারে।
দেয়ালের রং
এই ঘরের আলোকব্যবস্থায় গুরুত্ব দেওয়া উচিত। দেয়ালে হোয়াইট, অফ হোয়াইট, ট্রপিক্যাল ইয়েলো রং ব্যবহার করলে দিনের বেলা ঘর উজ্জ্বল দেখাবে। ঘরে যথেষ্ট আলো না থাকলে গাঢ় রং ব্যবহার না করাই ভালো। দেয়ালে নীল বা সবুজের কোনো শেড ব্যবহার করলে টেবিল বরাবর সিলিং লাইট বা পেন্ডেন্ট লাইট ব্যবহার করা উচিত।
পর্দা
এখনকার বাসাগুলোয় ড্রয়িং ও ডাইনিংরুম একসঙ্গেই থাকে। আলাদাভাবে রুম দুটি ব্যবহার করতে চাইলে পাতলা পর্দা ব্যবহার করতে পারেন। পর্দার কাপড় হিসেবে বেছে নিতে পারেন নেট, জর্জেট, মসলিন বা সিল্ক। দেয়ালের রং গাঢ় হলে পর্দার রং হালকা এবং দেয়ালের রং হালকা হলে পর্দার রং গাঢ় হতে পারে।
অন্যান্য আসবাব ও সাজ উপকরণ
অন্যান্য আসবাব হিসেবে ডাইনিংরুমে সাধারণত ডিসপ্লে কেবিনেটে ওয়াল শেলফ থাকে। ঘর ছোট হলে দেয়ালে কেবিনেট করে ক্রোকারিজ রাখতে পারেন। এতে ঘরের জায়গা বাঁচবে। ইদানীং ডাইনিংরুমের দেয়ালে অ্যান্টিক ও সিরামিক প্লেট সেট করার একটা চল শুরু হয়েছে। ঘর সুন্দর দেখাতে এভাবে দেয়াল সাজাতে পারেন। তা ছাড়া শোভা পেতে পারে ছোট-বড় ছবির ফ্রেম। ডাইনিং টেবিলের শোভা বাড়াতে রাখতে পারেন ফুল ও ফলের ঝুড়ি।
লেখক: অধ্যাপক, ইন্টেরিয়র ডিজাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
একটা সময় ছিল যখন ডাইনিংরুম বা খাবার ঘর কেবল প্রয়োজনেই ব্যবহৃত হতো। তিনবেলা খাবার সাজিয়ে-গুছিয়ে পরিবেশন করে খাওয়ার পর্ব সেরে নিতে পারলেই হতো। ডাইনিংরুমের সাজসজ্জা বলতে সুন্দর টেবিল ক্লথ বিছানোই ছিল যথেষ্ট। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে রুচিতেও বদল এসেছে। এখন ডাইনিংরুমে শুধু খাওয়া দাওয়া নয়, আড্ডাও চলে। ঘরটিকে কীভাবে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তা নিয়ে ভাবছেন শৌখিন গৃহকর্তা-কর্ত্রীরা। বাসায় ঢোকার পরই ঘরটিতে পা রাখতে হয়, তাই ডাইনিংরুম হওয়া চাই পরিপাটি ও আকর্ষণীয়।
ডাইনিং টেবিল
ছোট ঘরে বড় ডাইনিং টেবিল রাখলে চলাচলে সমস্যা হয়। তাই ঘরের আয়তন অনুযায়ী ডাইনিং টেবিল বসাতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কত তার ওপরেও ডাইনিং টেবিলের আকার নির্ভর করে। ছোট পরিবার, যেমন চার সদস্যের পরিবারে চারটি চেয়ার বসানো যেতে পারে। বড় পরিবার হলে টেবিল ও চেয়ারের পাশাপাশি বেঞ্চ রাখলে বেশি মানুষ বসতে পারে। এ ছাড়া, বড় ডাইনিংরুমে বুফে, সার্ভিং কার্ট রাখা যেতে পারে।
দেয়ালের রং
এই ঘরের আলোকব্যবস্থায় গুরুত্ব দেওয়া উচিত। দেয়ালে হোয়াইট, অফ হোয়াইট, ট্রপিক্যাল ইয়েলো রং ব্যবহার করলে দিনের বেলা ঘর উজ্জ্বল দেখাবে। ঘরে যথেষ্ট আলো না থাকলে গাঢ় রং ব্যবহার না করাই ভালো। দেয়ালে নীল বা সবুজের কোনো শেড ব্যবহার করলে টেবিল বরাবর সিলিং লাইট বা পেন্ডেন্ট লাইট ব্যবহার করা উচিত।
পর্দা
এখনকার বাসাগুলোয় ড্রয়িং ও ডাইনিংরুম একসঙ্গেই থাকে। আলাদাভাবে রুম দুটি ব্যবহার করতে চাইলে পাতলা পর্দা ব্যবহার করতে পারেন। পর্দার কাপড় হিসেবে বেছে নিতে পারেন নেট, জর্জেট, মসলিন বা সিল্ক। দেয়ালের রং গাঢ় হলে পর্দার রং হালকা এবং দেয়ালের রং হালকা হলে পর্দার রং গাঢ় হতে পারে।
অন্যান্য আসবাব ও সাজ উপকরণ
অন্যান্য আসবাব হিসেবে ডাইনিংরুমে সাধারণত ডিসপ্লে কেবিনেটে ওয়াল শেলফ থাকে। ঘর ছোট হলে দেয়ালে কেবিনেট করে ক্রোকারিজ রাখতে পারেন। এতে ঘরের জায়গা বাঁচবে। ইদানীং ডাইনিংরুমের দেয়ালে অ্যান্টিক ও সিরামিক প্লেট সেট করার একটা চল শুরু হয়েছে। ঘর সুন্দর দেখাতে এভাবে দেয়াল সাজাতে পারেন। তা ছাড়া শোভা পেতে পারে ছোট-বড় ছবির ফ্রেম। ডাইনিং টেবিলের শোভা বাড়াতে রাখতে পারেন ফুল ও ফলের ঝুড়ি।
লেখক: অধ্যাপক, ইন্টেরিয়র ডিজাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
২ ঘণ্টা আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
২ ঘণ্টা আগেবীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর...
২ ঘণ্টা আগেভ্রমণে গিয়ে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং একটি সাধারণ সমস্যা। এই সমস্যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। রাস্তার ফুচকা, স্ট্রিট ফুড কিংবা বিদেশের কোনো রেস্তোরাঁ—যেখানেই কিছু খান না কেন, অসাবধানতার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
২ ঘণ্টা আগে