Ajker Patrika

কাঠের আসবাব ভালো রাখতে

কাঠের আসবাব ভালো রাখতে

আসবাবের জন্য কাঠ আদি উপকরণ। বিভিন্ন কারণে কাঠের আসবাব প্রায় সব বাড়িতেই প্রাধান্য পায়। কিন্তু সঠিক নিয়মে যত্ন না নিতে পারলে কাঠের আসবাব ভালো রাখা যায় না।

ভালো রাখতে যা করবেন

নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন
কাঠের সোফা, টেবিল, আলমারি রোজ মোছা উচিত। ধুলার পরত পড়ে গেলে এসব আসবাবের উপরিভাগ উজ্জ্বলতা হারায়। তাই রোজ একবার শুকনো ও নরম সুতি কাপড় দিয়ে কাঠের আসবাব মুছে নিন। এতে করে আসবাবে আঁচড় পড়বে না। আর উজ্জ্বলতাও থাকবে অনেক দিন।

অতিরিক্ত সূর্যরশ্মি থেকে দূরে রাখুন
কাঠের আসবাবের যে অংশে অতিরিক্ত সূর্যের আলো এসে পড়ে, সেই অংশ অন্যান্য অংশের তুলনায় ফ্যাকাশে হয়ে যায়। তাই কাঠের আসবাব এমন স্থানে বসান, যেখানে সূর্যের আলো সরাসরি এসে না পড়ে। যদি সোফা জানালা বরাবর রাখতে হয় আর সেখানে যদি সরাসরি সূর্যের আলো পড়ে, তাহলে কভার দিয়ে সোফা ঢেকে রাখুন।

সময়মতো বার্নিশ করুন
বার্নিশ করা মানে কাঠের আসবাবের ওপর একটা সুরক্ষা আবরণ দেওয়া। তা ছাড়া, আসবাবে বার্নিশ করলে নতুনত্বও বজায় থাকে। পাশাপাশি পোকামাকড়ও থাকে দূরে।

কুসুম গরম পানিতে পরিষ্কার করুন
কাঠের আসবাব অনেক বেশি ময়লা হলে বা দাগ পড়লে কুসুম গরম পানি ও কোমল সাবান দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করা উচিত। ময়লা সম্পূর্ণ উঠে গেলে শুকনো নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে আর্দ্রতা না থাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত