যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।
প্রথমে পুঁতি দিয়ে কাজ শুরু করলেও পরে কাপড়ে সেলাই করে গয়না তৈরির কথা ভাবেন হরপ্পার স্বত্বাধিকারী সাদিকা রুমন। কাপড়ের গয়নায় প্রথম সোনালু ফুলের একটা মালা তৈরি করে হরপ্পা। এরপর সাদিকা রুমন শুধু ফুল আর গাছ দিয়ে একটি সিরিজ করার কথা ভাবেন। কারণ ফুল ও গাছ প্রকৃতির কথা বলে। হরপ্পার পেজে একটা অ্যালবাম আছে, যার নাম আরণ্যক। এই অ্যালবামের সব গয়নাই কাপড়ের ওপর হাতে সেলাই করে তৈরি। এর বিষয় ফুল ও গাছ।
প্রকৃতিকে গয়নায় ধারণ করার বিষয়ে সাদিকা রুমন বলেন, ‘সুই–সুতার কাজকেই আরও বিস্তৃতভাবে করতে চাই। তা ছাড়া প্রকৃতি নিয়ে কাজ করতে চাই আরও বিশদভাবে। আমি চিন্তা করছি, ছেলেবেলায় যা ফেলে এসেছি বা আমার স্মৃতিতে যা স্থান করে নিয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে কাজ করব ভবিষ্যতে।’
কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’
যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।
প্রথমে পুঁতি দিয়ে কাজ শুরু করলেও পরে কাপড়ে সেলাই করে গয়না তৈরির কথা ভাবেন হরপ্পার স্বত্বাধিকারী সাদিকা রুমন। কাপড়ের গয়নায় প্রথম সোনালু ফুলের একটা মালা তৈরি করে হরপ্পা। এরপর সাদিকা রুমন শুধু ফুল আর গাছ দিয়ে একটি সিরিজ করার কথা ভাবেন। কারণ ফুল ও গাছ প্রকৃতির কথা বলে। হরপ্পার পেজে একটা অ্যালবাম আছে, যার নাম আরণ্যক। এই অ্যালবামের সব গয়নাই কাপড়ের ওপর হাতে সেলাই করে তৈরি। এর বিষয় ফুল ও গাছ।
প্রকৃতিকে গয়নায় ধারণ করার বিষয়ে সাদিকা রুমন বলেন, ‘সুই–সুতার কাজকেই আরও বিস্তৃতভাবে করতে চাই। তা ছাড়া প্রকৃতি নিয়ে কাজ করতে চাই আরও বিশদভাবে। আমি চিন্তা করছি, ছেলেবেলায় যা ফেলে এসেছি বা আমার স্মৃতিতে যা স্থান করে নিয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে কাজ করব ভবিষ্যতে।’
কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে