সানজিদা সামরিন, ঢাকা
ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে, রোদের পোড়া দাগ দূর করতে এবং ত্বক তরতাজা রাখতে বরফের জুড়ি নেই। তবে সাধারণ পানি দিয়ে তৈরি বরফ ব্যবহারে এসব উপকার পাওয়া যায় না। এই বরফ তৈরি করতে বিশেষ কিছু উপাদান ব্যবহার করতে হবে।
অ্যালোভেরা ও তুলসী
অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তেল দূর করে। পাশাপাশি এটি ব্রণ দূর করতে সহায়তা করে। অন্যদিকে তুলসীর পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে আরাম দেয়। এ দুটি উপাদানের সংমিশ্রণ রোদে পোড়া দাগ তুলতে ভালো কাজ করে। একমুঠো তুলসীর পাতা ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এক কাপ পানির সঙ্গে মিক্সচারে দিয়ে পেস্ট করে আইস কিউব ট্রেতে ডিপ ফ্রিজে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
কফি আইস
ত্বকের উজ্জ্বলতায় কফিগুঁড়োর তুলনা নেই। গরমে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে রাতে কফি দিয়ে তৈরি বরফ মুখে ব্যবহার করতে পারেন। একটি মগে গরম পানি নিয়ে তাতে দুই টেবিল চামচ কফিগুঁড়ো দিয়ে নেড়ে ঠান্ডা করুন। এরপর আইস কিউব ট্রেতে ঢেলে বরফ করুন।
শসা ও লেবুর বরফভিটামিন সি-তে পরিপূর্ণ শসা ও লেবু দুটোই শরীরে পানির ভারসাম্য বজায় রাখে ও ত্বককে তরতাজা করে। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ শসা ও লেবু ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ দুই উপাদান একসঙ্গে বরফ করে ত্বকে ব্যবহার করলে বাড়ে রক্ত সঞ্চালন। পাশাপাশি ব্রণ, দাগ ও ত্বকের লালচে ভাব দূর করতে খুব ভালো কাজ করে।
দুধ
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, লালচে ভাব কমাতে ও ত্বকের ময়লা কাটাতে দুধ খুবই উপকারী। আইস কিউব ট্রেতে দুধ বরফ করে রাখুন। বাইরে থেকে ফিরে মুখে এই বরফ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তারপর ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
গোলাপজল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোলাপজল খুব ভালো কাজ করে। পানি ও গোলাপজল ১:১ অনুপাতে মিশিয়ে বরফ করে রাখুন।
বলিরেখা দূর করতে এই বরফ মুখে ম্যাসাজ করা যেতে পারে। নিষ্প্রাণ ত্বকে তরতাজা ভাব ফিরিয়ে আনতে গোলাপজল দিয়ে তৈরি বরফ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে, রোদের পোড়া দাগ দূর করতে এবং ত্বক তরতাজা রাখতে বরফের জুড়ি নেই। তবে সাধারণ পানি দিয়ে তৈরি বরফ ব্যবহারে এসব উপকার পাওয়া যায় না। এই বরফ তৈরি করতে বিশেষ কিছু উপাদান ব্যবহার করতে হবে।
অ্যালোভেরা ও তুলসী
অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তেল দূর করে। পাশাপাশি এটি ব্রণ দূর করতে সহায়তা করে। অন্যদিকে তুলসীর পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে আরাম দেয়। এ দুটি উপাদানের সংমিশ্রণ রোদে পোড়া দাগ তুলতে ভালো কাজ করে। একমুঠো তুলসীর পাতা ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এক কাপ পানির সঙ্গে মিক্সচারে দিয়ে পেস্ট করে আইস কিউব ট্রেতে ডিপ ফ্রিজে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
কফি আইস
ত্বকের উজ্জ্বলতায় কফিগুঁড়োর তুলনা নেই। গরমে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে রাতে কফি দিয়ে তৈরি বরফ মুখে ব্যবহার করতে পারেন। একটি মগে গরম পানি নিয়ে তাতে দুই টেবিল চামচ কফিগুঁড়ো দিয়ে নেড়ে ঠান্ডা করুন। এরপর আইস কিউব ট্রেতে ঢেলে বরফ করুন।
শসা ও লেবুর বরফভিটামিন সি-তে পরিপূর্ণ শসা ও লেবু দুটোই শরীরে পানির ভারসাম্য বজায় রাখে ও ত্বককে তরতাজা করে। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ শসা ও লেবু ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ দুই উপাদান একসঙ্গে বরফ করে ত্বকে ব্যবহার করলে বাড়ে রক্ত সঞ্চালন। পাশাপাশি ব্রণ, দাগ ও ত্বকের লালচে ভাব দূর করতে খুব ভালো কাজ করে।
দুধ
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, লালচে ভাব কমাতে ও ত্বকের ময়লা কাটাতে দুধ খুবই উপকারী। আইস কিউব ট্রেতে দুধ বরফ করে রাখুন। বাইরে থেকে ফিরে মুখে এই বরফ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তারপর ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
গোলাপজল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোলাপজল খুব ভালো কাজ করে। পানি ও গোলাপজল ১:১ অনুপাতে মিশিয়ে বরফ করে রাখুন।
বলিরেখা দূর করতে এই বরফ মুখে ম্যাসাজ করা যেতে পারে। নিষ্প্রাণ ত্বকে তরতাজা ভাব ফিরিয়ে আনতে গোলাপজল দিয়ে তৈরি বরফ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
বাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক।
২১ ঘণ্টা আগেআধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
২১ ঘণ্টা আগেঅনেক বছর পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। কোভিড-১৯ মহামারির কারণে দেশটি বিদেশিদের জন্য সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। তবে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
২১ ঘণ্টা আগেজেন-জির ভ্রমণের অভ্যাস কিছুটা ভিন্ন। সিঙ্গাপুরভিত্তিক ট্রাভেল এজেন্সি ‘আগোডা’ তাদের একটি জরিপ প্রকাশ করে জেন-জির পাঁচটি ভ্রমণ বৈশিষ্ট্য জানিয়েছে।
২১ ঘণ্টা আগে