লাইফস্টাইল ডেস্ক
কে ক্র্যাফট আয়োজিত বৈশাখ ঈদ শাড়ি উৎসব শুরু হয়েছে ৭ এপ্রিল। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কে ক্র্যাফটের মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত ফ্লাগশিপ স্টোরে চলছে এই উৎসব। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
উৎসবে থাকছে নানা রঙ ও ডিজাইনের হ্যান্ডলুম, সূতি, সিল্ক, কাতান শাড়িসহ বিভিন্ন ধরনের অনন্য সব শাড়ীর সংগ্রহ। উৎসব উপযোগী, বিভিন্ন অনুষ্ঠানের জন্য, উপহার হিসেবে কিংবা আপনার সংগ্রহে যোগ করার মতো এমন কিছু খুঁজে পাবেন, যা আপনার রুচি ও পছন্দের সঙ্গে মানানসই।
দেশের প্রধান দুই উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন উপস্থাপন করছে। শাড়িতে থাকবে মুঘল আর্ট, মুঘল অরনামেন্টস, ম্যান্ডালা ফ্লোরাল আর্ট, জামদানি, কাঁথা স্টিচ, আর্ট ডেকো, শাপলা, ফ্লোরাল, ট্রাইবাল, ফোক আর্ট, জ্যামেতিক মোটিফের উপস্থাপনা। কে ক্র্যাফট-এর নিজস্ব ডিজাইনে বুননরীতি, মোটিফের ব্যবহার উপস্থাপনা, কালার বিন্যাস সব বয়সীদের জন্য উপযোগী। উৎসবমুখী এ শাড়িগুলোতে স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট ও এমব্রয়ডারি মিডিয়ার ব্যবহার করা হয়েছে।
সুতি, হাফ সিল্ক, কোটা মসলিন, অরগাঞ্জা, পেপার সিল্ক ফ্যাব্রিকে তৈরি হয়েছে এসব শাড়ি । রোজ বেইজ, স্কাই, অলিভ, নেভি, ব্ল্যাক, ফিরোজা, বাসন্তী, টিল, অ্যাকুয়া এনটিক, পার্পল, হোয়াইট, প্যাস্টেল, ভায়োলেট, ব্রাউন,সি গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট, রেড, ব্রিক রেড, ইয়েলো, এমারেল্ড গ্রিন, ম্যাজেন্টাসহ নানান রংয়ে ডিজাইনকৃত বর্নিল শাড়িগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।
শাড়ির সঙ্গে মিলিয়ে পরতে নানা ধরনের অনুষঙ্গও মিলবে এই আয়োজনে।
কে ক্র্যাফট আয়োজিত বৈশাখ ঈদ শাড়ি উৎসব শুরু হয়েছে ৭ এপ্রিল। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কে ক্র্যাফটের মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত ফ্লাগশিপ স্টোরে চলছে এই উৎসব। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
উৎসবে থাকছে নানা রঙ ও ডিজাইনের হ্যান্ডলুম, সূতি, সিল্ক, কাতান শাড়িসহ বিভিন্ন ধরনের অনন্য সব শাড়ীর সংগ্রহ। উৎসব উপযোগী, বিভিন্ন অনুষ্ঠানের জন্য, উপহার হিসেবে কিংবা আপনার সংগ্রহে যোগ করার মতো এমন কিছু খুঁজে পাবেন, যা আপনার রুচি ও পছন্দের সঙ্গে মানানসই।
দেশের প্রধান দুই উৎসবকে সামনে রেখে কে ক্র্যাফট শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন উপস্থাপন করছে। শাড়িতে থাকবে মুঘল আর্ট, মুঘল অরনামেন্টস, ম্যান্ডালা ফ্লোরাল আর্ট, জামদানি, কাঁথা স্টিচ, আর্ট ডেকো, শাপলা, ফ্লোরাল, ট্রাইবাল, ফোক আর্ট, জ্যামেতিক মোটিফের উপস্থাপনা। কে ক্র্যাফট-এর নিজস্ব ডিজাইনে বুননরীতি, মোটিফের ব্যবহার উপস্থাপনা, কালার বিন্যাস সব বয়সীদের জন্য উপযোগী। উৎসবমুখী এ শাড়িগুলোতে স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট ও এমব্রয়ডারি মিডিয়ার ব্যবহার করা হয়েছে।
সুতি, হাফ সিল্ক, কোটা মসলিন, অরগাঞ্জা, পেপার সিল্ক ফ্যাব্রিকে তৈরি হয়েছে এসব শাড়ি । রোজ বেইজ, স্কাই, অলিভ, নেভি, ব্ল্যাক, ফিরোজা, বাসন্তী, টিল, অ্যাকুয়া এনটিক, পার্পল, হোয়াইট, প্যাস্টেল, ভায়োলেট, ব্রাউন,সি গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট, রেড, ব্রিক রেড, ইয়েলো, এমারেল্ড গ্রিন, ম্যাজেন্টাসহ নানান রংয়ে ডিজাইনকৃত বর্নিল শাড়িগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।
শাড়ির সঙ্গে মিলিয়ে পরতে নানা ধরনের অনুষঙ্গও মিলবে এই আয়োজনে।
আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করছে কিনা, ঋতুকালীন অসুখ–বিসুখ সারাতে সক্ষম কিনা সেটাও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
১ দিন আগেনারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
২ দিন আগেসাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে...
২ দিন আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
২ দিন আগে