নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যত দিন যাচ্ছে, মানুষ তত প্রকৃতির দিকে ঝুঁকছে। অর্গানিক খাবারের দাম এখন সবচেয়ে বেশি। প্রসাধনীর মধ্যেও ক্রেতার পছন্দের শীর্ষে আছে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য। অনেকের ধারণা, ত্বকের যত্নে ব্যবহৃত পণ্য প্রাকৃতিক উপাদানে তৈরি হলেই তা নিরাপদ।
তাই অনেক ব্র্যান্ডই এখন অর্গানিক ত্বক পরিষ্কারক বাজারে আনছে। তবে এসব পণ্য যে শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি, তা নয়।
ভারতীয় কোম্পানি লাস ন্যাচারালসের সিইও দীপক জৈন জানিয়েছেন, স্বাস্থ্যের জন্য অর্গানিক খাবার বেশ উপকারী। কিন্তু ত্বকের যত্নে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্যের বেলায় এ কথা খাটে না।
গাছের নির্যাস বা তেল বের করার জন্যও কেমিক্যালের প্রয়োজন হয়। সরাসরি ব্যবহার করা যায় না বলে প্রক্রিয়াজাত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রক্রিয়াজাত শেষে এর সঙ্গে আরও কেমিক্যাল যোগ করা হয়। তাই কোনো ব্র্যান্ড অর্গানিক পণ্যের বিজ্ঞাপন দেখালেই তা চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই।
অর্গানিক ট্যাগ থাকলেই তা ত্বকের জন্য উপকারী—এমন ধারণা ভুল। অবশ্য সব প্রসাধনীই যে ক্ষতিকর, তা নয়। কিছু কিছু ব্র্যান্ড প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পণ্য তৈরি করে। প্রিজারভেটিভও কম মাত্রায় ব্যবহার করে।
কিন্তু সব ব্র্যান্ড নিখুঁতভাবে প্রাকৃতিক পণ্য তৈরি করতে পারছে না। তাই বোতলের গায়ে কী লেখা আছে, তা পড়ে ক্রেতাকেই বুঝে নিতে হবে। ইন্টারনেটে তথ্য জেনে তারপর পণ্য কেনার সিদ্ধান্ত নিতে হবে।
যত দিন যাচ্ছে, মানুষ তত প্রকৃতির দিকে ঝুঁকছে। অর্গানিক খাবারের দাম এখন সবচেয়ে বেশি। প্রসাধনীর মধ্যেও ক্রেতার পছন্দের শীর্ষে আছে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য। অনেকের ধারণা, ত্বকের যত্নে ব্যবহৃত পণ্য প্রাকৃতিক উপাদানে তৈরি হলেই তা নিরাপদ।
তাই অনেক ব্র্যান্ডই এখন অর্গানিক ত্বক পরিষ্কারক বাজারে আনছে। তবে এসব পণ্য যে শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি, তা নয়।
ভারতীয় কোম্পানি লাস ন্যাচারালসের সিইও দীপক জৈন জানিয়েছেন, স্বাস্থ্যের জন্য অর্গানিক খাবার বেশ উপকারী। কিন্তু ত্বকের যত্নে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্যের বেলায় এ কথা খাটে না।
গাছের নির্যাস বা তেল বের করার জন্যও কেমিক্যালের প্রয়োজন হয়। সরাসরি ব্যবহার করা যায় না বলে প্রক্রিয়াজাত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রক্রিয়াজাত শেষে এর সঙ্গে আরও কেমিক্যাল যোগ করা হয়। তাই কোনো ব্র্যান্ড অর্গানিক পণ্যের বিজ্ঞাপন দেখালেই তা চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই।
অর্গানিক ট্যাগ থাকলেই তা ত্বকের জন্য উপকারী—এমন ধারণা ভুল। অবশ্য সব প্রসাধনীই যে ক্ষতিকর, তা নয়। কিছু কিছু ব্র্যান্ড প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পণ্য তৈরি করে। প্রিজারভেটিভও কম মাত্রায় ব্যবহার করে।
কিন্তু সব ব্র্যান্ড নিখুঁতভাবে প্রাকৃতিক পণ্য তৈরি করতে পারছে না। তাই বোতলের গায়ে কী লেখা আছে, তা পড়ে ক্রেতাকেই বুঝে নিতে হবে। ইন্টারনেটে তথ্য জেনে তারপর পণ্য কেনার সিদ্ধান্ত নিতে হবে।
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২৬ মিনিট আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
১০ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
১০ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
১০ ঘণ্টা আগে