রিদা মুনাম হক
ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।
বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।
বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদির নকশা সাধারণত মিনিমাল হয়। সমসাময়িক ও প্রাচীন—দুই ধরনের মোটিফই থাকে তাতে। অর্নামেন্টাল, জ্যামিতিক, পদ্ম, ম্যান্ডেলা, লতা, বিন্দু, লেইস ইত্যাদি নজরে পড়ে বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদিতে।
বোহিমিয়ান নকশার মেহেদি পশ্চিমা বা দেশীয়—উভয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এক হাতে বা দুই হাতেই করা যায় এসব নকশা। তবে এই নকশাগুলো হাতের ওপরের দিকেই ভালো লাগে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হাতের তালুতে বৃত্ত
এককথায় জঞ্জালমুক্ত মেহেদির নকশা এটি। একই সঙ্গে দেখতেও ভালো লাগে। হাতের তালুতে আঁকা বৃত্তের মাঝখানে ফুলের মোটিফ এবং বাইরে চারধারে পাতার নকশা। কবজিতে লাইনিং থাকতে পারে। সঙ্গে আঙুলে হালকা নকশা থাকে।
গয়নায় অনুপ্রেরণা
হাতে গয়না পরতে যাঁরা ভালোবাসেন, তাঁরা হাত পাঞ্জার আদলে হাতের ওপরের পিঠে মেহেদির নকশা করতে পারেন। অনেকে ব্রেসলেট, বাজু ও আংটির নকশাও করেন। মিনিমাল নকশার মধ্য়ে এগুলো একধরনের অভিজাত রুচিরও সন্নিবেশ ঘটায়।
ত্রিভুজাকৃতির নকশা
যাঁরা ডিসস্ট্রেসড জিনস ও ট্রেন্ডি টপস পরে ঘুরে বেড়াবেন ঈদের দিন, তাঁরা অনায়াসে হাতের ওপর পিঠে ত্রিভুজাকৃতির নকশা এঁকে নিতে পারেন। এ ধরনের নকশা আঁকাও সহজ, একই সঙ্গে ট্রেন্ডিও।
অন্যান্য
এখন লেইসের নকশায় অনেকে হাতে মেহেদি পরেন। সাধারণত হোয়াইট মেহেদি বা সাদা মেহেদিতে এ ধরনের নকশা প্রচলিত বহির্বিশ্বে। একটু তামাটে রঙা ত্বকে সাদা রঙের মেহেদিতে আঁকা লেইস নকশা বেশ জনপ্রিয়। হাতে ছাড়াও পায়ে এই নকশা করেন অনেকে। তবে মেহেদিপাতা থেকে তৈরি মেহেদি দিয়েও এই নকশা হাতে করলে ভালো লাগে দেখতে। হাতে ছাড়াও অনেকে ঘাড়ে, পায়ের গোড়ালির ওপরে, কোমরে, কাঁধে মেহেদি দিয়ে ট্যাটুর মতো নকশা আঁকেন। ইদানীং ট্রেন্ড সেটাররা এ ধরনের মেহেদি দিয়ে আঁকা ট্য়াটুর দিকেই ঝুঁকছেন।
মেকআপ ও মেহেদি: শোভন মেকওভার
ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।
বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।
বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদির নকশা সাধারণত মিনিমাল হয়। সমসাময়িক ও প্রাচীন—দুই ধরনের মোটিফই থাকে তাতে। অর্নামেন্টাল, জ্যামিতিক, পদ্ম, ম্যান্ডেলা, লতা, বিন্দু, লেইস ইত্যাদি নজরে পড়ে বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদিতে।
বোহিমিয়ান নকশার মেহেদি পশ্চিমা বা দেশীয়—উভয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এক হাতে বা দুই হাতেই করা যায় এসব নকশা। তবে এই নকশাগুলো হাতের ওপরের দিকেই ভালো লাগে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হাতের তালুতে বৃত্ত
এককথায় জঞ্জালমুক্ত মেহেদির নকশা এটি। একই সঙ্গে দেখতেও ভালো লাগে। হাতের তালুতে আঁকা বৃত্তের মাঝখানে ফুলের মোটিফ এবং বাইরে চারধারে পাতার নকশা। কবজিতে লাইনিং থাকতে পারে। সঙ্গে আঙুলে হালকা নকশা থাকে।
গয়নায় অনুপ্রেরণা
হাতে গয়না পরতে যাঁরা ভালোবাসেন, তাঁরা হাত পাঞ্জার আদলে হাতের ওপরের পিঠে মেহেদির নকশা করতে পারেন। অনেকে ব্রেসলেট, বাজু ও আংটির নকশাও করেন। মিনিমাল নকশার মধ্য়ে এগুলো একধরনের অভিজাত রুচিরও সন্নিবেশ ঘটায়।
ত্রিভুজাকৃতির নকশা
যাঁরা ডিসস্ট্রেসড জিনস ও ট্রেন্ডি টপস পরে ঘুরে বেড়াবেন ঈদের দিন, তাঁরা অনায়াসে হাতের ওপর পিঠে ত্রিভুজাকৃতির নকশা এঁকে নিতে পারেন। এ ধরনের নকশা আঁকাও সহজ, একই সঙ্গে ট্রেন্ডিও।
অন্যান্য
এখন লেইসের নকশায় অনেকে হাতে মেহেদি পরেন। সাধারণত হোয়াইট মেহেদি বা সাদা মেহেদিতে এ ধরনের নকশা প্রচলিত বহির্বিশ্বে। একটু তামাটে রঙা ত্বকে সাদা রঙের মেহেদিতে আঁকা লেইস নকশা বেশ জনপ্রিয়। হাতে ছাড়াও পায়ে এই নকশা করেন অনেকে। তবে মেহেদিপাতা থেকে তৈরি মেহেদি দিয়েও এই নকশা হাতে করলে ভালো লাগে দেখতে। হাতে ছাড়াও অনেকে ঘাড়ে, পায়ের গোড়ালির ওপরে, কোমরে, কাঁধে মেহেদি দিয়ে ট্যাটুর মতো নকশা আঁকেন। ইদানীং ট্রেন্ড সেটাররা এ ধরনের মেহেদি দিয়ে আঁকা ট্য়াটুর দিকেই ঝুঁকছেন।
মেকআপ ও মেহেদি: শোভন মেকওভার
একটা প্রবাদ আছে, ‘যস্মিন দেশে যদাচার’। অর্থাৎ যখন যে দেশে যাচ্ছেন সে দেশের আচার মেনে চলাই উত্তম। কোনো কোনো দেশে খালি পায়ে হাঁটা যাবে না আবার কোনো এলাকায় স্যান্ডেল পরে গাড়ি চালালে হতে পারে জরিমানা।
২ ঘণ্টা আগেবর্ষার কালো মেঘ হটিয়ে শরৎ নীল আকাশে ভাসিয়ে দেয় সাদা মেঘের ভেলা। প্রকৃতির গানে যেন যুক্ত হয় নতুন সুর। কাশবনে দোলা লেগে আপন সুরেই যেন বেজে ওঠে, ‘শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।/ আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।...’
৩ ঘণ্টা আগেসমরেশ মজুমদার বলেছিলেন, ‘ব্যক্তির রুচি বোঝা যায় তাঁর গোড়ালি আর স্নানঘর দেখে।’ কথাটা একেবারে অগ্রাহ্য করার মতো নয়। দিন শেষে বাড়ি ফিরে গোসলখানায় গিয়ে আমরা সব ক্লান্তি এবং শরীরের ধুলো, ময়লা, দূষণ ধুয়ে নিই। ফলে ওই জায়গা পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রয়েছে কি না, সেটিও বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন
৪ ঘণ্টা আগেবাইরের ধুলাবালি, রোদের তাপ এবং বয়সের কারণে ত্বকের ওপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। ত্বকের অতিরিক্ত শুষ্কতা, বলিরেখা, পোরস, ব্রণসহ আরও নানা জটিলতা থেকে মুক্তি পেতে বর্তমানে বিভিন্ন ধরনের সেরাম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।
৫ ঘণ্টা আগে