প্রশ্ন: আমার ডাবল চিন আছে। আগে ছিল না। ওজন বেড়েছে সামান্য। ডাবল চিন দূর করতে কোন ধরনের মুখের ব্যায়াম করা যায় জানালে উপকৃত হব।
রিংকি রায়না, কুমিল্লা
ব্যায়াম ১: মুখ যতটা সম্ভব খোলার চেষ্টা করুন যতক্ষণ না গালে, ঠোঁটে ও থুতনিতে চাপ অনুভব করছেন। এবার ১০ থেকে ১৫ সেকেন্ড একটু রিলাক্স করুন।
দিনে পাঁচ মিনিট এই পদ্ধতিতে ব্যায়াম করুন। এর ফলে মুখের রক্তসঞ্চালন বেড়ে যায়, যা অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।
ব্যায়াম ২: ধীরে ধীরে মাথা পেছন দিকে হেলান, যতক্ষণ না ঘাড়ে চাপ অনুভব করছেন। এবার চোয়াল ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকে নাড়ানোর চেষ্টা করুন। দিনে দু-তিন মিনিট করে অন্তত পাঁচবার এই ব্যায়াম করতে পারলে ঘাড় ও গলার মাসল টোন হবে, অতিরিক্ত মেদও কমে যাবে।
এ ছাড়া ঘরোয়া উপায়ে সমাধান চাইলে কোকো বাটার দিয়ে গলা ও চিবুক ঘষলে ডাবল চিন সমস্যা কিছুটা দূর হয়। এ ক্ষেত্রে কোকো বাটারের তেল গরম করে চিবুকের নিচের অংশে লাগাতে হবে। প্রতি রাতে শোয়ার আগে কয়েক মিনিট ম্যাসাজ করে ঘুমান। পরদিন গোসল করার আগে একই পদ্ধতি অনুসরণ করুন, উপকার পাওয়া যাবে।
প্রশ্ন: আমার তলপেট ও ওপরের পেটে চর্বি জমেছে। এক মাস ধরে হাঁটছি, তবু পেটের মেদ কমছে না। সহজে করা যায় এমন কোনো ব্যায়ামের পরামর্শ চাই।
নন্দিতা বড়ুয়া, রাঙামাটি
পেটের মেদ কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের বিকল্প নেই। প্রতিদিন জোরে জোরে হাঁটুন এবং দৌড়ান। অবশ্য শুধু কার্ডিও এক্সারসাইজ দিয়ে তলপেটের মেদ দমিয়ে রাখা যাবে না। সেই
সঙ্গে ওয়েট লিফটিং এবং বেসিক পেটের এক্সারসাইজও করতে হবে। সে ক্ষেত্রে ইউটিউব বা ফিটনেস এক্সপার্টদের ভিডিও টিউটরিয়াল দেখে বাসায় পেটের এক্সারসাইজ শুরু করতে পারেন!
প্রশ্ন: ত্বকের উজ্জ্বলতা বাড়বে এমন কোনো স্ট্রেচ আছে কি? শুনেছি, ব্যায়াম করলে ত্বক সুন্দর থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
কার্ডিও এক্সারসাইজ ও অ্যারোবিকস! ট্রেডমিল বা সাইক্লিংয়ে শরীরের রক্ত চলাচল বাড়ে, ফলে ত্বক উজ্জ্বল দেখায়। এসব ব্যায়ামের ফলে শরীরে পানির চাহিদা বাড়ে। তাই যিনি এমন ব্যায়াম করেন, তিনি স্বাভাবিকভাবেই পর্যাপ্ত পানি পান করেন। এর ফলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল!
পরামর্শ দিয়েছেন নেহা রেজওয়ান, ফিটনেস ইনফ্লুয়েন্সার, ভোগ ফিউচার ফিটনেস জিম
প্রশ্ন: আমার ডাবল চিন আছে। আগে ছিল না। ওজন বেড়েছে সামান্য। ডাবল চিন দূর করতে কোন ধরনের মুখের ব্যায়াম করা যায় জানালে উপকৃত হব।
রিংকি রায়না, কুমিল্লা
ব্যায়াম ১: মুখ যতটা সম্ভব খোলার চেষ্টা করুন যতক্ষণ না গালে, ঠোঁটে ও থুতনিতে চাপ অনুভব করছেন। এবার ১০ থেকে ১৫ সেকেন্ড একটু রিলাক্স করুন।
দিনে পাঁচ মিনিট এই পদ্ধতিতে ব্যায়াম করুন। এর ফলে মুখের রক্তসঞ্চালন বেড়ে যায়, যা অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।
ব্যায়াম ২: ধীরে ধীরে মাথা পেছন দিকে হেলান, যতক্ষণ না ঘাড়ে চাপ অনুভব করছেন। এবার চোয়াল ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকে নাড়ানোর চেষ্টা করুন। দিনে দু-তিন মিনিট করে অন্তত পাঁচবার এই ব্যায়াম করতে পারলে ঘাড় ও গলার মাসল টোন হবে, অতিরিক্ত মেদও কমে যাবে।
এ ছাড়া ঘরোয়া উপায়ে সমাধান চাইলে কোকো বাটার দিয়ে গলা ও চিবুক ঘষলে ডাবল চিন সমস্যা কিছুটা দূর হয়। এ ক্ষেত্রে কোকো বাটারের তেল গরম করে চিবুকের নিচের অংশে লাগাতে হবে। প্রতি রাতে শোয়ার আগে কয়েক মিনিট ম্যাসাজ করে ঘুমান। পরদিন গোসল করার আগে একই পদ্ধতি অনুসরণ করুন, উপকার পাওয়া যাবে।
প্রশ্ন: আমার তলপেট ও ওপরের পেটে চর্বি জমেছে। এক মাস ধরে হাঁটছি, তবু পেটের মেদ কমছে না। সহজে করা যায় এমন কোনো ব্যায়ামের পরামর্শ চাই।
নন্দিতা বড়ুয়া, রাঙামাটি
পেটের মেদ কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের বিকল্প নেই। প্রতিদিন জোরে জোরে হাঁটুন এবং দৌড়ান। অবশ্য শুধু কার্ডিও এক্সারসাইজ দিয়ে তলপেটের মেদ দমিয়ে রাখা যাবে না। সেই
সঙ্গে ওয়েট লিফটিং এবং বেসিক পেটের এক্সারসাইজও করতে হবে। সে ক্ষেত্রে ইউটিউব বা ফিটনেস এক্সপার্টদের ভিডিও টিউটরিয়াল দেখে বাসায় পেটের এক্সারসাইজ শুরু করতে পারেন!
প্রশ্ন: ত্বকের উজ্জ্বলতা বাড়বে এমন কোনো স্ট্রেচ আছে কি? শুনেছি, ব্যায়াম করলে ত্বক সুন্দর থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
কার্ডিও এক্সারসাইজ ও অ্যারোবিকস! ট্রেডমিল বা সাইক্লিংয়ে শরীরের রক্ত চলাচল বাড়ে, ফলে ত্বক উজ্জ্বল দেখায়। এসব ব্যায়ামের ফলে শরীরে পানির চাহিদা বাড়ে। তাই যিনি এমন ব্যায়াম করেন, তিনি স্বাভাবিকভাবেই পর্যাপ্ত পানি পান করেন। এর ফলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল!
পরামর্শ দিয়েছেন নেহা রেজওয়ান, ফিটনেস ইনফ্লুয়েন্সার, ভোগ ফিউচার ফিটনেস জিম
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১০ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে