নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় প্যাকিংয়ের প্রয়োজন পড়ে। এই প্যাক করার সঠিক নিয়ম না জানায় অনেক সময় প্রিয় জিনিস ভেঙে যায়। প্যাকিংয়ের ক্ষেত্রে ৫ ভুল এড়িয়ে চলুন।
বক্সে ফাঁকা জায়গা রাখা
আঁটসাঁট রাখলে জিনিস ভাঙার আশঙ্কা কমে। ঝাঁকি লাগলেও সব জিনিস একত্রে আটকে থাকে বলে ক্ষতি হয় না। তাই ছোট বক্সে সব সময় ভারী জিনিস নিতে হয়। আর বড় বক্সে নিতে হয় হালকা জিনিস। বক্সে ফাঁকা জায়গা থাকলে জিনিস ওলট-পালট হয়ে যায়। ভঙ্গুর জিনিস থাকলে ভেঙেও যায়।
প্লেট কাগজ দিয়ে প্যাক না করা
কাচ বা সিরামিকসের প্লেট কাগজ অথবা বাবল র্যাপ দিয়ে পেঁচিয়ে তার ওপর কার্ডবোর্ড দিয়ে একটি একটি করে প্লেট নিয়ে বক্সে রাখুন। নয়তো রাস্তাতেই
গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে।
ছোট টেপ ব্যবহার করা
ছোট স্বচ্ছ স্কচটেপ দিলে সেটা খুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ২ ইঞ্চি চওড়া প্যাকিং টেপ ব্যবহার করুন। ইংরেজি অক্ষর এইচের আকারে টেপ লাগাতে হবে।
এক বক্সে সব ভারী জিনিস
একটি বক্সে ঠেসে ঠেসে সব ভারী জিনিস রাখবেন না। এতে বক্স বহন করা কঠিন হবে। নিচের দিকে বক্স ছিঁড়ে জিনিসপত্র পড়ে যাওয়ার আশঙ্কাও কমবে।
পুরোনো বক্স ব্যবহার
কাজে লাগবে বলে অনেকে পুরোনো বক্স সংরক্ষণ করেন। কিন্তু ব্যবহৃত বক্স টেকসই হয় না। তাই প্যাকিংয়ের আগে নতুন বক্স জোগাড় করা ভালো।
এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় প্যাকিংয়ের প্রয়োজন পড়ে। এই প্যাক করার সঠিক নিয়ম না জানায় অনেক সময় প্রিয় জিনিস ভেঙে যায়। প্যাকিংয়ের ক্ষেত্রে ৫ ভুল এড়িয়ে চলুন।
বক্সে ফাঁকা জায়গা রাখা
আঁটসাঁট রাখলে জিনিস ভাঙার আশঙ্কা কমে। ঝাঁকি লাগলেও সব জিনিস একত্রে আটকে থাকে বলে ক্ষতি হয় না। তাই ছোট বক্সে সব সময় ভারী জিনিস নিতে হয়। আর বড় বক্সে নিতে হয় হালকা জিনিস। বক্সে ফাঁকা জায়গা থাকলে জিনিস ওলট-পালট হয়ে যায়। ভঙ্গুর জিনিস থাকলে ভেঙেও যায়।
প্লেট কাগজ দিয়ে প্যাক না করা
কাচ বা সিরামিকসের প্লেট কাগজ অথবা বাবল র্যাপ দিয়ে পেঁচিয়ে তার ওপর কার্ডবোর্ড দিয়ে একটি একটি করে প্লেট নিয়ে বক্সে রাখুন। নয়তো রাস্তাতেই
গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে।
ছোট টেপ ব্যবহার করা
ছোট স্বচ্ছ স্কচটেপ দিলে সেটা খুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ২ ইঞ্চি চওড়া প্যাকিং টেপ ব্যবহার করুন। ইংরেজি অক্ষর এইচের আকারে টেপ লাগাতে হবে।
এক বক্সে সব ভারী জিনিস
একটি বক্সে ঠেসে ঠেসে সব ভারী জিনিস রাখবেন না। এতে বক্স বহন করা কঠিন হবে। নিচের দিকে বক্স ছিঁড়ে জিনিসপত্র পড়ে যাওয়ার আশঙ্কাও কমবে।
পুরোনো বক্স ব্যবহার
কাজে লাগবে বলে অনেকে পুরোনো বক্স সংরক্ষণ করেন। কিন্তু ব্যবহৃত বক্স টেকসই হয় না। তাই প্যাকিংয়ের আগে নতুন বক্স জোগাড় করা ভালো।
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
৪১ মিনিট আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
৯ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
১ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
২ দিন আগে