নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিভিতে খাবারের অনুষ্ঠান দেখে কি কখনো খাবার বানানোর ইচ্ছা হয়েছে? কিন্তু ছোট বলে মা খাবার বানাতে দেননি? এমন কিছু ঘটে থাকলে ‘ফুড ট্র্যাক শেফ’ অ্যাপটি নামিয়ে খাবার বানাতে পারো। অ্যাপটিতে ট্যাকোস, কাবাব, নুডলস, রামেন, সুশি, ফাস্টফুড ও পিৎজাসহ অনেক খাবার বানানো যাবে। প্রথম রাউন্ডে পাস্তা ও কফি বানাতে হয়। ক্রেতাদের ফরমায়েশ পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার বানাতে হয়। অ্যাপটিতে খাবার বানাতে বানাতে লেভেল যত বাড়ে, ক্রেতার সংখ্যাও তত বাড়ে।
একজন যেতে না– যেতেই আরেকজন আসে। এতে চাপও বাড়ে। কে আগে এসেছে, সেটাও খেয়াল রাখতে হয়। আগে আসা ক্রেতাকে পরে খাবার দিলে পয়েন্ট কমে যায়। কারণ, খুব দ্রুত খাবার পরিবেশন না করলে ক্রেতারা রেগেমেগে চলে যায়। এতে পয়েন্ট জমানোর সুযোগ কমে।
সময়মতো ক্রেতার কাছে খাবার দিতে পারলে টাকা পাওয়া যায়। প্রতি ধাপে কত টাকা আয় করতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়। সময়মতো চুলা থেকে না নামালে খাবার পুড়ে যায়। তখন ফেলে দিয়ে আবার বানাতে হয়। এতে সময় আরও কমে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দিতে না পারলে একই লেভেল আবারও পার করতে হয়। গুগল অ্যাপ স্টোরে অ্যাপটির রেটিং ৪.৩। এতে ৪০টির বেশি লেভেল আছে। প্রতিটি লেভেলে মেন্যুর সংখ্যা বাড়ে।
ফলে রান্না করতে করতে মনে হয়, দুটির বদলে চারটি হাত থাকলে ভালো হতো। রান্নার সময় কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়। তখন সামনে ক্রেতা থাকলেও খাবার দেওয়া যায় না। এতে ধৈর্য ধারণ করতে শেখা যায়। অ্যাপটি ইনস্টলের জন্য মোবাইলে ১০৪ মেগাবাইটের ফ্রি জায়গা প্রয়োজন হবে। রেস্তোরাঁ ব্যবসা সম্পর্কে ধারণা পেতে চাইলে ফুড ট্র্যাক অ্যাপটি নামাতে পারো। এটি অফলাইনেও চালানো যায়।
টিভিতে খাবারের অনুষ্ঠান দেখে কি কখনো খাবার বানানোর ইচ্ছা হয়েছে? কিন্তু ছোট বলে মা খাবার বানাতে দেননি? এমন কিছু ঘটে থাকলে ‘ফুড ট্র্যাক শেফ’ অ্যাপটি নামিয়ে খাবার বানাতে পারো। অ্যাপটিতে ট্যাকোস, কাবাব, নুডলস, রামেন, সুশি, ফাস্টফুড ও পিৎজাসহ অনেক খাবার বানানো যাবে। প্রথম রাউন্ডে পাস্তা ও কফি বানাতে হয়। ক্রেতাদের ফরমায়েশ পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার বানাতে হয়। অ্যাপটিতে খাবার বানাতে বানাতে লেভেল যত বাড়ে, ক্রেতার সংখ্যাও তত বাড়ে।
একজন যেতে না– যেতেই আরেকজন আসে। এতে চাপও বাড়ে। কে আগে এসেছে, সেটাও খেয়াল রাখতে হয়। আগে আসা ক্রেতাকে পরে খাবার দিলে পয়েন্ট কমে যায়। কারণ, খুব দ্রুত খাবার পরিবেশন না করলে ক্রেতারা রেগেমেগে চলে যায়। এতে পয়েন্ট জমানোর সুযোগ কমে।
সময়মতো ক্রেতার কাছে খাবার দিতে পারলে টাকা পাওয়া যায়। প্রতি ধাপে কত টাকা আয় করতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়। সময়মতো চুলা থেকে না নামালে খাবার পুড়ে যায়। তখন ফেলে দিয়ে আবার বানাতে হয়। এতে সময় আরও কমে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দিতে না পারলে একই লেভেল আবারও পার করতে হয়। গুগল অ্যাপ স্টোরে অ্যাপটির রেটিং ৪.৩। এতে ৪০টির বেশি লেভেল আছে। প্রতিটি লেভেলে মেন্যুর সংখ্যা বাড়ে।
ফলে রান্না করতে করতে মনে হয়, দুটির বদলে চারটি হাত থাকলে ভালো হতো। রান্নার সময় কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়। তখন সামনে ক্রেতা থাকলেও খাবার দেওয়া যায় না। এতে ধৈর্য ধারণ করতে শেখা যায়। অ্যাপটি ইনস্টলের জন্য মোবাইলে ১০৪ মেগাবাইটের ফ্রি জায়গা প্রয়োজন হবে। রেস্তোরাঁ ব্যবসা সম্পর্কে ধারণা পেতে চাইলে ফুড ট্র্যাক অ্যাপটি নামাতে পারো। এটি অফলাইনেও চালানো যায়।
বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
২ ঘণ্টা আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
২ ঘণ্টা আগেবীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর...
২ ঘণ্টা আগেভ্রমণে গিয়ে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং একটি সাধারণ সমস্যা। এই সমস্যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। রাস্তার ফুচকা, স্ট্রিট ফুড কিংবা বিদেশের কোনো রেস্তোরাঁ—যেখানেই কিছু খান না কেন, অসাবধানতার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
২ ঘণ্টা আগে