আনিকা জীনাত, ঢাকা
এখনকার ফ্ল্যাটের সঙ্গে আগেকার উঠানওয়ালা বাড়ির পার্থক্য আছে। আগে চারদিকে ঘর থাকত। মাঝে থাকত উঠান। ঘরের আকার ও সংখ্যা দুটোই ছিল বেশি। এখন একটি ১ হাজার ১০০ বর্গ ফুটের ফ্ল্যাটেও ৩টি ঘর থাকে। ছোট ঘরে বড় আসবাব কীভাবে আঁটবে, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। হয়তো ঘরে একটি ইলেকট্রিক ওভেনের প্রয়োজন; কিন্তু রাখার জায়গা না থাকায় তা আর কেনা হয়ে ওঠে না। এ রকম সমস্যা এড়াতে ঘরের আসবাব কেনার সময়ই হিসাব নিকাশ করতে হবে।
যেভাবে জায়গা তৈরি হবে
• এলইডি টিভি কিনলে তা দেয়ালে বসিয়ে নিন। টেবিলে রাখতে চাইলে অতিরিক্ত জায়গা দখল হবে। ঘরও ছোট দেখাবে।
• চাইলে কাস্টমাইজড ড্রেসিং টেবিল বানাতে পারেন। আয়নার ভেতরে থাকবে কয়েকটি তাক। নিচেও থাকবে ড্রয়ার। এই জায়গাগুলো কাজে লাগানো গেলে অনেক কিছু রাখা যাবে।
• ভাঁজ করা যায় এমন টেবিল ও চেয়ার কিনলে ঘরে অতিরিক্ত জায়গা পাওয়া যাবে।
• ঘরে জায়গা বাঁচাতে চাইলে বড় ফ্রিজ কিনতে পারেন। এতে আলাদা করে ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন হবে না। এক ফ্রিজেই সব রাখা যাবে।
• জানালায় হালকা রঙের পর্দা ব্যবহার করবেন। এতে ঘর বড় দেখাবে।
• সাজগোজের প্রতি ঝোঁক না থাকলে ড্রেসিং টেবিলের বদলে বড় আয়না কিনতে পারেন। এতে ফাঁকা জায়গা তৈরি হবে।
• ঘরে টেবিল রাখতে না চাইলে ল্যাপটপ কিনুন। এতে টেবিল না কিনলেও চলবে।
• গান শোনার জন্য তারহীন ব্লুটুথ স্পিকার কিনতে পারেন। স্পিকারগুলো কায়দা করে দেয়ালে ঝুলিয়ে রাখুন। আলাদা জায়গার দরকার হবে না।
• রান্নাঘরের জন্য র্যাক কিনতে চাইলে লম্বা দেখে কিনুন। এতে অনেক জিনিস আটবে।
• সব টব একত্রে রাখবেন না। গ্রিলের ধার দিয়ে সারিবদ্ধ করে রাখুন। বারান্দায় চলাচলের জায়গা পাবেন।
• বই রাখার জন্য বড় দেখে বুক শেলফ কিনুন। পরে বইয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও জায়গার সংকট হবে না।
শিশুর খেলনা একসঙ্গে রাখার জন্য ঝুড়ি কিনুন। খেলনা সবখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে না।
এখনকার ফ্ল্যাটের সঙ্গে আগেকার উঠানওয়ালা বাড়ির পার্থক্য আছে। আগে চারদিকে ঘর থাকত। মাঝে থাকত উঠান। ঘরের আকার ও সংখ্যা দুটোই ছিল বেশি। এখন একটি ১ হাজার ১০০ বর্গ ফুটের ফ্ল্যাটেও ৩টি ঘর থাকে। ছোট ঘরে বড় আসবাব কীভাবে আঁটবে, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। হয়তো ঘরে একটি ইলেকট্রিক ওভেনের প্রয়োজন; কিন্তু রাখার জায়গা না থাকায় তা আর কেনা হয়ে ওঠে না। এ রকম সমস্যা এড়াতে ঘরের আসবাব কেনার সময়ই হিসাব নিকাশ করতে হবে।
যেভাবে জায়গা তৈরি হবে
• এলইডি টিভি কিনলে তা দেয়ালে বসিয়ে নিন। টেবিলে রাখতে চাইলে অতিরিক্ত জায়গা দখল হবে। ঘরও ছোট দেখাবে।
• চাইলে কাস্টমাইজড ড্রেসিং টেবিল বানাতে পারেন। আয়নার ভেতরে থাকবে কয়েকটি তাক। নিচেও থাকবে ড্রয়ার। এই জায়গাগুলো কাজে লাগানো গেলে অনেক কিছু রাখা যাবে।
• ভাঁজ করা যায় এমন টেবিল ও চেয়ার কিনলে ঘরে অতিরিক্ত জায়গা পাওয়া যাবে।
• ঘরে জায়গা বাঁচাতে চাইলে বড় ফ্রিজ কিনতে পারেন। এতে আলাদা করে ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন হবে না। এক ফ্রিজেই সব রাখা যাবে।
• জানালায় হালকা রঙের পর্দা ব্যবহার করবেন। এতে ঘর বড় দেখাবে।
• সাজগোজের প্রতি ঝোঁক না থাকলে ড্রেসিং টেবিলের বদলে বড় আয়না কিনতে পারেন। এতে ফাঁকা জায়গা তৈরি হবে।
• ঘরে টেবিল রাখতে না চাইলে ল্যাপটপ কিনুন। এতে টেবিল না কিনলেও চলবে।
• গান শোনার জন্য তারহীন ব্লুটুথ স্পিকার কিনতে পারেন। স্পিকারগুলো কায়দা করে দেয়ালে ঝুলিয়ে রাখুন। আলাদা জায়গার দরকার হবে না।
• রান্নাঘরের জন্য র্যাক কিনতে চাইলে লম্বা দেখে কিনুন। এতে অনেক জিনিস আটবে।
• সব টব একত্রে রাখবেন না। গ্রিলের ধার দিয়ে সারিবদ্ধ করে রাখুন। বারান্দায় চলাচলের জায়গা পাবেন।
• বই রাখার জন্য বড় দেখে বুক শেলফ কিনুন। পরে বইয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও জায়গার সংকট হবে না।
শিশুর খেলনা একসঙ্গে রাখার জন্য ঝুড়ি কিনুন। খেলনা সবখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে না।
বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
৪ ঘণ্টা আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
৪ ঘণ্টা আগেবীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর...
৪ ঘণ্টা আগেভ্রমণে গিয়ে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং একটি সাধারণ সমস্যা। এই সমস্যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। রাস্তার ফুচকা, স্ট্রিট ফুড কিংবা বিদেশের কোনো রেস্তোরাঁ—যেখানেই কিছু খান না কেন, অসাবধানতার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
৪ ঘণ্টা আগে