নাজমুল হক নাঈম, ঢাকা
প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হয়েছে সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গত বছরের ২৬ এপ্রিল বাবা হয়েছেন দেশের জনপ্রিয় এই নায়ক। ব্যস্ততা থেকে ছুটি মিললে ছেলে যোরাইজ আহমেদ য্যায়নের সঙ্গে কাটে সিয়ামের সময়। তার বড় হয়ে ওঠা উপভোগ করছেন তিনি। খেয়াল রাখছেন সন্তানের আচরণগত দিকগুলোর প্রতি।
বাবা মানেই যেন ছায়া দেওয়া প্রকাণ্ড বটগাছ। সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্নের সীমানাও। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করা হয়। এবারের আয়োজনে রইল সিয়াম আহমেদের ‘বাবাবেলা’র চুম্বক অংশ।
ফাদারহুড দারুণ উপভোগ করি
সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে বাবা-মায়ের সামনে। মায়েদের পৃথিবী তো বটেই, বাবাদের পৃথিবীও থাকে সন্তানকে ঘিরেই। সিয়ামের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। লাইট-ক্যামেরা-অ্যাকশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাচ-গান—সবকিছু ছাপিয়ে সিয়াম এখন উপভোগ করছেন ‘ফাদারহুড’। বললেন, ‘আসলে বাবা শব্দটার কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ। আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এর সঙ্গে কোনো কিছুর তুলনা করাও সম্ভব নয়। আমার অনুভূতি সেই প্রথম দিনের মতোই, দারুণভাবে উপভোগ করছি ফাদারহুড।’
সন্তানের সঙ্গে সারা দিন
সময় বহু ভাগে বিভক্ত। জীবন তবু বহমান। সকালে ছেলেকে ঘুমের মধ্যে রেখেই বাসা থেকে বের হন সিয়াম। ঘুমন্ত য্যায়নকে একটু আদর করেই বের হয়ে যান। রাতে যখন ফেরেন, তখনো পুত্র ঘুমেই থাকে। পুরো দিনে বেশ কয়েকবার ভিডিও কলে বাবা-ছেলের দেখা হয়। হয় খানিক খুনসুটি। এতে একদিকে ক্লান্তি ভোলেন সিয়াম, অন্যদিকে য্যায়ন দেখে বাবার ব্যস্ততা।
সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম
‘ওয়ার্কিং মম’ আর ‘ওয়ার্কিং ড্যাড’দের যন্ত্রণা একই। তবে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকে সবারই। সন্তান দূরে থাকার সে ব্যথা ভোলার চেষ্টা হয় সন্তানের সঙ্গে মধুর সময় পার করে। এই যেমন শুটিং না থাকলে সারা দিন সিয়াম যেন আরও ব্যস্ত হয়ে পড়েন। তখন ঘরে-বাইরে মিলে সিয়াম আর য্যায়ন। সিয়াম জানালেন, শুটিং না থাকা পুরো সময়টাই তাঁর কাছে অনেক দামি। কারণ, য্যায়ন তাঁর সঙ্গে থাকে। ছেলের সঙ্গে কত-কী যে করতে ইচ্ছে করে তাঁর! ছেলেও আনন্দে থাকে পুরোটা সময়।
বাবা-ছেলের মিল
য্যায়নের বয়স এখন ১ বছর ১ মাস, অর্থাৎ ১৩ মাস। সিয়াম জানালেন, এখনই তাঁর মনে হয় য্যায়ন সবাইকে খুশি রাখতে পছন্দ করে। ‘শুধু আমার নয়, ওর মা এমনকি আমাদের দুই পরিবারের সবকিছুতেই তার ভীষণ মিল। আমার বাবা-মা, অবন্তির বাবা-মায়ের সঙ্গেও ওর ভীষণ মিল।’ জানালেন সিয়াম।
অপ্রকাশ্য রহস্য
য্যায়ন কি বিভিন্নভাবে তার বাবাকে অনুসরণ করে? সিয়াম হেসে উত্তর দেন, ‘ছেলেটা তো বড় হচ্ছে, আমার সবকিছুই ও খেয়াল করে। আসলে বাবা-ছেলের এই রসায়ন একবাক্যে প্রকাশ করা যাবে না।’ সেটা সত্যি। কোনো কালেই কোনো বাবা সন্তানের সঙ্গে নিজের রসায়ন বলে বোঝাতে পারেননি। সিয়ামও এর বাইরে নন। এ এক পরম্পরাগত অপ্রকাশ্য রহস্য।
প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হয়েছে সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গত বছরের ২৬ এপ্রিল বাবা হয়েছেন দেশের জনপ্রিয় এই নায়ক। ব্যস্ততা থেকে ছুটি মিললে ছেলে যোরাইজ আহমেদ য্যায়নের সঙ্গে কাটে সিয়ামের সময়। তার বড় হয়ে ওঠা উপভোগ করছেন তিনি। খেয়াল রাখছেন সন্তানের আচরণগত দিকগুলোর প্রতি।
বাবা মানেই যেন ছায়া দেওয়া প্রকাণ্ড বটগাছ। সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্নের সীমানাও। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করা হয়। এবারের আয়োজনে রইল সিয়াম আহমেদের ‘বাবাবেলা’র চুম্বক অংশ।
ফাদারহুড দারুণ উপভোগ করি
সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে বাবা-মায়ের সামনে। মায়েদের পৃথিবী তো বটেই, বাবাদের পৃথিবীও থাকে সন্তানকে ঘিরেই। সিয়ামের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। লাইট-ক্যামেরা-অ্যাকশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাচ-গান—সবকিছু ছাপিয়ে সিয়াম এখন উপভোগ করছেন ‘ফাদারহুড’। বললেন, ‘আসলে বাবা শব্দটার কাছে পৃথিবীর সবকিছুই তুচ্ছ। আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এর সঙ্গে কোনো কিছুর তুলনা করাও সম্ভব নয়। আমার অনুভূতি সেই প্রথম দিনের মতোই, দারুণভাবে উপভোগ করছি ফাদারহুড।’
সন্তানের সঙ্গে সারা দিন
সময় বহু ভাগে বিভক্ত। জীবন তবু বহমান। সকালে ছেলেকে ঘুমের মধ্যে রেখেই বাসা থেকে বের হন সিয়াম। ঘুমন্ত য্যায়নকে একটু আদর করেই বের হয়ে যান। রাতে যখন ফেরেন, তখনো পুত্র ঘুমেই থাকে। পুরো দিনে বেশ কয়েকবার ভিডিও কলে বাবা-ছেলের দেখা হয়। হয় খানিক খুনসুটি। এতে একদিকে ক্লান্তি ভোলেন সিয়াম, অন্যদিকে য্যায়ন দেখে বাবার ব্যস্ততা।
সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম
‘ওয়ার্কিং মম’ আর ‘ওয়ার্কিং ড্যাড’দের যন্ত্রণা একই। তবে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকে সবারই। সন্তান দূরে থাকার সে ব্যথা ভোলার চেষ্টা হয় সন্তানের সঙ্গে মধুর সময় পার করে। এই যেমন শুটিং না থাকলে সারা দিন সিয়াম যেন আরও ব্যস্ত হয়ে পড়েন। তখন ঘরে-বাইরে মিলে সিয়াম আর য্যায়ন। সিয়াম জানালেন, শুটিং না থাকা পুরো সময়টাই তাঁর কাছে অনেক দামি। কারণ, য্যায়ন তাঁর সঙ্গে থাকে। ছেলের সঙ্গে কত-কী যে করতে ইচ্ছে করে তাঁর! ছেলেও আনন্দে থাকে পুরোটা সময়।
বাবা-ছেলের মিল
য্যায়নের বয়স এখন ১ বছর ১ মাস, অর্থাৎ ১৩ মাস। সিয়াম জানালেন, এখনই তাঁর মনে হয় য্যায়ন সবাইকে খুশি রাখতে পছন্দ করে। ‘শুধু আমার নয়, ওর মা এমনকি আমাদের দুই পরিবারের সবকিছুতেই তার ভীষণ মিল। আমার বাবা-মা, অবন্তির বাবা-মায়ের সঙ্গেও ওর ভীষণ মিল।’ জানালেন সিয়াম।
অপ্রকাশ্য রহস্য
য্যায়ন কি বিভিন্নভাবে তার বাবাকে অনুসরণ করে? সিয়াম হেসে উত্তর দেন, ‘ছেলেটা তো বড় হচ্ছে, আমার সবকিছুই ও খেয়াল করে। আসলে বাবা-ছেলের এই রসায়ন একবাক্যে প্রকাশ করা যাবে না।’ সেটা সত্যি। কোনো কালেই কোনো বাবা সন্তানের সঙ্গে নিজের রসায়ন বলে বোঝাতে পারেননি। সিয়ামও এর বাইরে নন। এ এক পরম্পরাগত অপ্রকাশ্য রহস্য।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১৬ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
৩ দিন আগে