গুগলে চাকরি পেতে চাইলে
গুগলে কাজ করার স্বপ্ন অনেকেরই থাকে। ভালো প্রস্তুতি এবং আত্মবিশ্বাস থাকলে গুগলের ইন্টারভিউতে ভালো করা অসম্ভব কিছু নয়। শুরুতেই বলে রাখা ভালো, অনেকভাবেই গুগলের জন্য প্রস্তুতি নেওয়া যায়। আমি যেহেতু প্রোগ্রামিং কনটেস্ট করেই এই পর্যায়ে এসেছি, তাই আমার লেখাটায় কনটেস্টের দিকে কিছুটা পক্ষপাত থাকবে।