Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৪২

গাজী মিজানুর রহমান
আপডেট : ০৯ মে ২০২২, ১১: ৪৯
Thumbnail image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ বাংলা বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১। যিনি বক্তৃতাদানে পটু—
    ক) বাগ্মী    খ) বাকপটু
    গ) বাচাল            ঘ) সুমিষ্টভাষী

২। অন্য গতি নাই যার—
    ক) অগত্যা    খ) নিরুপায়
    গ) অনন্যোপায়
    ঘ) কিংকর্তব্যবিমূঢ়

৩। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি—
    ক) ইন্দ্রজিৎ    
    খ) ঐন্দ্রজালিক
    গ) জিতেন্দ্রিয়            ঘ) অরিন্দম

৪। যে নারী জীবনে একবার সন্তান প্রসব করেছেন—
    ক) কাকবন্ধ্যা    খ) বীরা
    গ) অবীরা            ঘ) বালপুত্রিকা

৫। যে নারীর হিংসা নেই—
    ক) ঊঢ়া            খ) নবোঢ়া
    গ) অনসূয়া            ঘ) পয়ম্বিনী

৬। বিজয় লাভের ইচ্ছা—
    ক) জিগীষা            খ) বিজিগীষা
    গ) লিপ্সা            ঘ) জিগমিষা

৭। যা চিবিয়ে খাওয়ার যোগ্য—
    ক) চোষ্য    খ) চর্ব্য
    গ) লেহ্য    ঘ) পাচ্য

৮। যা ক্রমাগত রোদন করছে—
    ক) রোরুদ্যমান
    খ) জাজ্বল্যমান
    গ) দেদীপ্যমান
    ঘ) দোদুল্যমান

৯। সমুদ্রের ঢেউ—
    ক) কল্লোল    খ) উর্মি
    গ) ঊর্মি            ঘ) প্লাবন

১০। ‘আকাশে তোলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? 
    ক) আজগুবি কেচ্ছা
    খ) অতিরিক্ত প্রশংসা
    গ) বিরাট আয়োজন
    ঘ) অসম্ভব বস্তু

১১। ‘ওষুধে ধরা’ বলতে কী বোঝানো হয়? 
    ক) প্রার্থিত ফল পাওয়া
    খ) নির্মমভাবে ধ্বংস করা
    গ) একটানা খাটুনি
    ঘ) প্রতিশোধ নেওয়া

১২। ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কোনটি? 
    ক) তীব্র জ্বালা
    খ) চাটুকার
    গ) ভীষণ ব্যাপার
    ঘ) বিপদ ডেকে আনা

১৩। ‘কূপমণ্ডূক’ বলতে কী বোঝানো হয়? 
    ক) সীমাবদ্ধ জ্ঞান
    খ) নগদ
    গ) অসার
    ঘ) নির্মম আত্মীয়

১৪। ‘গোলক ধাঁধা’ বলতে কী বোঝানো হয়? 
    ক) মূর্খ
    খ) নিতান্ত অলস
    গ) দিশেহারা
    ঘ) শুরুতেই ভুল

১৫। ‘ঠোঁট কাটা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? 
    ক) অভাব চেপে রাখা
    খ) স্পষ্টভাষী
    গ) আদর্শহীনতার প্রাচুর্য
    ঘ) অকর্মণ্য

১৬। ‘তুলসী বনের বাঘ’ বলতে কী বোঝানো হয়? 
    ক) ক্ষীণজীবী
    খ) ভণ্ড
    গ) দুর্দশাগ্রস্ত করা
    ঘ) স্তম্ভিত হওয়া

১৭। ‘ননীর পুতুল’ বাগধারাটির অর্থ কোনটি? 
    ক) অপচয়
    খ) সাজ পোশাক
    গ) শ্রমবিমুখ
    ঘ) অকৃতজ্ঞ

১৮। ‘নারদের ঢেঁকি’ বলতে কী বোঝায়? 
    ক) গর্ব করা
    খ) কর্মচ্যুত ব্যক্তি
    গ) অকৃতজ্ঞ
    ঘ) বিবাদের বিষয়

১৯। ‘ভাঁড়ে মা ভবানী’ বাগধারাটির অর্থ কী? 
    ক) ভেলকিবাজি
    খ) ক্ষণস্থায়ী জ্বর
    গ) নিঃস্ব অবস্থা
    ঘ) অযথা শ্রম

২০। ‘অগ্নি’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? 
    ক) বৈশ্বানর    খ) কৃশানু    
    গ) বায়ুসখা    ঘ) অনিল

উত্তরমালা: ১. ক ২. ক ৩. গ ৪. ক     ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. গ ১০. খ     ১১. ক ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ     ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত