Ajker Patrika

জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা ২৬ এপ্রিল

চাকরি ডেস্ক 
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৪: ৪৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন হাইড্রোকার্বন ইউনিটের ‘প্রশাসনিক কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৬ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১৭০ জন প্রার্থী অংশ নেবেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা ২৬ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীকে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। মোবাইল ফোন, কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্রসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

এতে আরও বলা হয়, পরীক্ষার হলের গেটে পুলিশের উপস্থিতিতে উল্লিখিত দ্রব্যাদি এবং প্রবেশপত্র পরীক্ষা করে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পরীক্ষাকক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, কোনো ধরনের যোগাযোগের যন্ত্র বা হাতঘড়ি পাওয়া গেলে উক্ত প্রার্থীকে বহিষ্কারপূর্বক তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত সব নিয়োগ পরীক্ষার জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত