Ajker Patrika

রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৪: ৪৩
রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) এবং গার্ড (গ্রেড-২) পদে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী এই দুই পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন।

গার্ড (গ্রেড ২)-এর ৫৩টি শূন্য পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৩১ হাজার ২৮০ জন। আর সহকারী লোকোমোটিভ মাস্টারের (গ্রেড-২) ২৮০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৯ হাজার ১৩৭ জন। 

গত ফেব্রুয়ারিতে গার্ড (গ্রেড ২) পদের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ রেলওয়ে। এ পদে আবেদনের যোগ্যতা ছিল স্নাতক পাস। গার্ড (গ্রেড ২) পদটি ১৪ তম গ্রেডের পদ। এ পদে বেতন ১৪ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

অন্যদিকে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড পদের বিজ্ঞপ্তি আসে গত জানুয়ারিতে। ১৭তম গ্রেডের এ পদে বেতন ৯০০০-২১৮০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি (বিজ্ঞান) /সমমান।

এই দুটো পদেই নিয়োগপ্রাপ্তদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে গ্রেড-১ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এই দুই পদেই লিখিত ও মৌখিক দুই ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে বলে জানা গেছে। 

গত আগস্ট থেকে রেলওয়ের আরও বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এলেও সেগুলোর সূচি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল বাকী বলেন, এই দুই পদে প্রার্থীর সংখ্যা কম বলে আগে এই দুই পদের পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। স্টেশনমাস্টার পদে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী। এ রকম অন্য পদগুলোতেও প্রার্থীর সংখ্যা বেশি থাকায় পরীক্ষা সময় সুযোগ মতো পরে নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত