Ajker Patrika

খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা ৯ আগস্ট

চাকরি ডেস্ক 
খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা ৯ আগস্ট

খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এতে ২৫ ধরনের ১ হাজার ৭৯১টি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে ১৪ ক্যাটাগরির কারিগরি পদে আবেদনকারী প্রার্থীরা অংশ নেবেন। সূচি অনুযায়ী, আগামী ৯ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান, ইলেকট্রিশিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট বেলা ৩টা থেকে সড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৯ জুলাই থেকে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত