Ajker Patrika

ইউএস-বাংলা পাইলট-এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দেবে

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৯: ১৪
ইউএস-বাংলা পাইলট-এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দেবে

আইওএসএ সার্টিফিকেটপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিজস্ব অর্থায়নে যুক্তরাষ্ট্র ও ভারতে যথাক্রমে উন্নত পাইলট ও এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দেবে। ১৭ থেকে ২৫ বছর বয়সী আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত কোর্সগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: পাইলট।

আবেদনের যোগ্যতা:
১. বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে ইংরেজি, পদার্থবিজ্ঞান, সাধারণ ও উচ্চতর গণিতে গ্রেড-এ প্লাসসহ জিপিএ ৫ অথবা ‘ও’ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড-বি ।
২. স্নাতক পাস হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
৩. প্রার্থীকে অব্যশই ইংরেজিতে দক্ষ হতে হবে।
৪. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
৫.  আবেদনের সময় বয়স ১৭-২৫ বছর।
৬. উচ্চতা–মেয়েদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং ছেলেদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীদের শারীরিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
৭. অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। যেকোনো ধরনের অপরাধের সঙ্গো সম্পৃক্ততাকে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের লিংক: (https://studentpilot.usbair.com)

প্রার্থী বাছাই প্রক্রিয়া: পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সব পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের নির্ধারিত ফ্লাইং স্কুলে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৩।

পদের নাম: এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। 

আবেদনের যোগ্যতা:
১. বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে জিপিএ ৪ দশমিক ৫০-সহ জিপিএ ৪ অথবা ‘ও’ লেভেলে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গণিত, রসায়ন, ইংরেজি ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম দুই বিষয়ে গ্রেড-বি পেতে হবে।
২. প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।
৩. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
৪. আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৪ বছর।
৫. উচ্চতা হতে হবে ন্যূনতম ১৬২ সেন্টিমিটার। প্রার্থীর ওজন বিএমআইএর উচ্চতার আনুপাতিক হারে হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
৬. প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
৭. অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। যেকোনো ধরনের অপরাধের সঙ্গো সম্পৃক্ততাকে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের লিংক: (https://tame.usbair.com)

প্রার্থী বাছাই প্রক্রিয়া: এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সব পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনায় ভারতের নির্ধারিত ফ্লাইং ট্রেনিং স্কুলে পাঠানো হবে।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৩।

সুযোগ-সুবিধা:
সফলভাবে ট্রেনিং শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইনসে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। অন্যান্য সুবিধাসহ বেতন ধার্য হবে মাসিক দুই লাখ টাকা। এ ছাড়া সুবিধার মধ্যে রয়েছে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ইনস্যুরেন্স, সম্পূর্ণ বিনা খরচে খাবারের ব্যবস্থা, এয়ার টিকেট ও প্রফিট বোনাস।

সফলভাবে ট্রেনিং শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইনসে যথাক্রমে ফার্স্ট অফিসার ও এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। যা একজন প্রশিক্ষণার্থীর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষায় থাকবে ইউএস-বাংলা। সঙ্গে অ্যাভিয়েশনে দক্ষ জনশক্তি তৈরিতে ইতিহাস সৃষ্টি করবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত