Ajker Patrika

১৪ বছর পর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষা কাল 

১৪ বছর পর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষা কাল 

দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষায় দীর্ঘ ১৪ বছর পর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ইতিপূর্বে একাধিকবার টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। সর্বশেষ ২০০৮ সালে এই পদে নিয়োগ দিয়েছিল সরকার। 

তবে গত ৭ মার্চ সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কাল মেডিকেল টেকনোলজিস্টদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ১৮০ জন। 

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, টেকনোলজিস্টের ঘাটতি থাকায় সারা দেশের চিকিৎসা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব রয়েছে। অনেক জায়গায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকলেও টেকনোলজিস্টের অভাবে সেগুলোর সুফল রোগীরা পাচ্ছেন না। এমনকি দামি অনেক যন্ত্র ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে পরীক্ষায় অনিয়ম, আদালতের নির্দেশনা ইত্যাদি কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে এবার সব প্রতিকূলতা পেরিয়ে সুষ্ঠুভাবে দুর্নীতিমুক্ত একটি পরীক্ষার গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই নিয়োগ সম্পন্ন হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হবে, পাশাপাশি দেশর মানুষ উপকৃত হবে। 

জানা গেছে, করোনা মহামারি শুরুর পরে সারা দেশে মেডিকেল টেকনোলজিস্টের ভয়াবহ সংকটের বিষয়টি সামনে আসে। করোনা নিয়ন্ত্রণে একাধিকবার চিকিৎসক, নার্স নিয়োগ হলেও মেডিকেল টেকনোলজিস্ট এখন পর্যন্ত নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এমনকি সংকট মোকাবিলায় ২০২০ সালের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ১২০০ মেডিকেল টেকনোলজিস্টের পদ সৃষ্টি হয়। সেই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে একই বছরের ১২ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২৩ হাজার ৫২২ জন আবেদন করেন। এরপর ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত